পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শ্রেণিকক্ষের বেঞ্চ চুরি ও উদ্ধারের ঘটনার ৪ দিনেও থানায় কোনো অভিযোগ হয়নি। এমনকি বিষয়টি ওই ক্লাস্টারের শিক্ষা কর্মকর্তাও জানেন না বলে জানিয়েছেন। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে উপজেলার দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয় সংশ্লিষ্টজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যালয়ের স্টোর রুমের তালা ভেঙে ১৮টি বেঞ্চ চুরি হয়। পরদিন বুধবার সকালে ওই বিদ্যালয়ের আয়া ও প্রহরী স্টোররুমের দরজার কবজা কাটা এবং এক স্থানে বেঞ্চের চারটি তকতা (কাঠ) দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখতে পান স্টোরে রক্ষিতসহ তৃতীয় শ্রেণির কক্ষের ৯ জোড়া বেঞ্চ নেই।
এরপর বিষয়টি জানাজানি হলে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই স্কুলের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী দুদু মিয়া নামের এক ব্যক্তির বাড়ির সামনে একটি ভ্যানে স্কুলের বেঞ্চের লোহার কাঠামো লোড করতে দেখে শিক্ষকদের জানান। পরে শিক্ষকেরা সেখানে গিয়ে থানা-পুলিশের উপস্থিতিতে বেঞ্চের লোহার কাঠামোগুলো উদ্ধার করেন।
তবে এই ঘটনার এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি জানিয়েছেন পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি সঙ্গীয় কয়েকজনসহ সেখানে গিয়েছিলাম। আমাদের উপস্থিতিতে শিক্ষকেরা ওই মালামাল উদ্ধার করে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।’
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘চুরি যাওয়া বেঞ্চের লোহার কাঠামোগুলো থানা-পুলিশের উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে। যে বাসার সামনে থেকে উদ্ধার করা হয়েছে সে বাসার মালিক বাসায় থাকেন না। বাসাটি তালাবদ্ধ থাকে। ভ্রাম্যমাণ ভাঙ্গাড়ি মালামাল ক্রেতা ওই ভ্যানওয়ালাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ওই ভ্যানওয়ালা নুরুজ্জামান ও শামীমের নাম বলেছেন। চুরির বিষয়টি এই ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।’
চুরির ঘটনায় কোনো মামলা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ শুধু ভ্যানওয়ালার বিবৃতির কপি নিয়েছে। তারা বিষয়টা দেখার কথা।’
এ দিকে উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি না, খোঁজ নিচ্ছি।’
এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ওই সময় ছুটিতে ছিলাম। খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রংপুরের পীরগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শ্রেণিকক্ষের বেঞ্চ চুরি ও উদ্ধারের ঘটনার ৪ দিনেও থানায় কোনো অভিযোগ হয়নি। এমনকি বিষয়টি ওই ক্লাস্টারের শিক্ষা কর্মকর্তাও জানেন না বলে জানিয়েছেন। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে উপজেলার দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয় সংশ্লিষ্টজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যালয়ের স্টোর রুমের তালা ভেঙে ১৮টি বেঞ্চ চুরি হয়। পরদিন বুধবার সকালে ওই বিদ্যালয়ের আয়া ও প্রহরী স্টোররুমের দরজার কবজা কাটা এবং এক স্থানে বেঞ্চের চারটি তকতা (কাঠ) দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখতে পান স্টোরে রক্ষিতসহ তৃতীয় শ্রেণির কক্ষের ৯ জোড়া বেঞ্চ নেই।
এরপর বিষয়টি জানাজানি হলে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই স্কুলের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী দুদু মিয়া নামের এক ব্যক্তির বাড়ির সামনে একটি ভ্যানে স্কুলের বেঞ্চের লোহার কাঠামো লোড করতে দেখে শিক্ষকদের জানান। পরে শিক্ষকেরা সেখানে গিয়ে থানা-পুলিশের উপস্থিতিতে বেঞ্চের লোহার কাঠামোগুলো উদ্ধার করেন।
তবে এই ঘটনার এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি জানিয়েছেন পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি সঙ্গীয় কয়েকজনসহ সেখানে গিয়েছিলাম। আমাদের উপস্থিতিতে শিক্ষকেরা ওই মালামাল উদ্ধার করে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।’
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘চুরি যাওয়া বেঞ্চের লোহার কাঠামোগুলো থানা-পুলিশের উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে। যে বাসার সামনে থেকে উদ্ধার করা হয়েছে সে বাসার মালিক বাসায় থাকেন না। বাসাটি তালাবদ্ধ থাকে। ভ্রাম্যমাণ ভাঙ্গাড়ি মালামাল ক্রেতা ওই ভ্যানওয়ালাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ওই ভ্যানওয়ালা নুরুজ্জামান ও শামীমের নাম বলেছেন। চুরির বিষয়টি এই ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।’
চুরির ঘটনায় কোনো মামলা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ শুধু ভ্যানওয়ালার বিবৃতির কপি নিয়েছে। তারা বিষয়টা দেখার কথা।’
এ দিকে উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি না, খোঁজ নিচ্ছি।’
এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ওই সময় ছুটিতে ছিলাম। খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
১ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
৩ ঘণ্টা আগে