কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। অলস সময় পার করছেন কেন্দ্রে দায়িত্বরত নিরাপত্তাকর্মী ও বিভিন্ন প্রার্থীদের এজেন্টরা। কোনো কোনো কেন্দ্রে একাধিক প্রার্থীর এজেন্টের দেখা মেলেনি।
সরেজমিনে দেখা যায়, চিলমারীর থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ বুধবার দুপুর পৌনে ১টায় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা অলস সময় পার করছেন। কয়েকজন মিলে গল্পে মেতে উঠেছেন। বেশিরভাগ কক্ষের এজেন্টদের বারান্দায় বসে গল্পে মেতে থাকতে দেখা যায়।
ওই কেন্দ্রের ৪ নম্বর কক্ষে গিয়ে শুধু আনারস প্রতীকের প্রার্থীর এজেন্ট সামিউল ইসলামকে পাওয়া গেছে। একই কেন্দ্রের ২ নম্বর কক্ষে নৌকা ও আনারস প্রতীক ছাড়া অন্য কোনো পার্থীর এজেন্ট ছিল না। ১ নম্বর কক্ষে আনারস ও নৌকা প্রতীকের এজেন্ট দেওয়া হলেও উপস্থিত ছিলেন শুধু আনারস প্রতীকের এজেন্ট।
কেন্দ্রের বারান্দায় গল্পে মেতে থাকা বিভিন্ন প্রার্থীর এজেন্টরা জানান, ভোটার না থাকায় তারা অলস সময় কাটাচ্ছেন। ভোটার এলে তাঁরা কক্ষে ঢুকে পড়েন।
ওই কক্ষে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থীদের এজেন্ট দেওয়া হলেও অন্য কোনো প্রার্থী এজেন্ট দেননি বলে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার রফিকুল ইসলাম জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই কেন্দ্রে ৪৮ শতাংশ ভোট পড়েছে।
একই চিত্র দেখা গেছে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। নারী ভোটারদের এই কেন্দ্রের ১১টি বুথের মধ্যে শুধু একটি কক্ষের সামনে ভোটারদের ছোট লাইন দেখা গেছে। অন্য কক্ষগুলোর সামনে ভোটারদের লাইন দেখা যায়নি। বিভিন্ন কক্ষ ঘুরে নৌকা, আনারস ও ঘোড়া প্রতীকের এজেন্ট পেলেও কেন্দ্রের ১১ নম্বর কক্ষে কোনো প্রার্থীর এজেন্ট ছিল না।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফিরোজুর রহমান জানান, দুপুর দেড়টা পর্যন্ত তাঁর কেন্দ্রে ২৭ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রে সব প্রার্থীর এজেন্ট দেওয়া হয়নি। ভোটার উপস্থিতি কম হলেও কেন্দ্রে কোনো ঝামেলা নেই।
কুড়িগ্রাম রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। অলস সময় পার করছেন কেন্দ্রে দায়িত্বরত নিরাপত্তাকর্মী ও বিভিন্ন প্রার্থীদের এজেন্টরা। কোনো কোনো কেন্দ্রে একাধিক প্রার্থীর এজেন্টের দেখা মেলেনি।
সরেজমিনে দেখা যায়, চিলমারীর থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ বুধবার দুপুর পৌনে ১টায় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা অলস সময় পার করছেন। কয়েকজন মিলে গল্পে মেতে উঠেছেন। বেশিরভাগ কক্ষের এজেন্টদের বারান্দায় বসে গল্পে মেতে থাকতে দেখা যায়।
ওই কেন্দ্রের ৪ নম্বর কক্ষে গিয়ে শুধু আনারস প্রতীকের প্রার্থীর এজেন্ট সামিউল ইসলামকে পাওয়া গেছে। একই কেন্দ্রের ২ নম্বর কক্ষে নৌকা ও আনারস প্রতীক ছাড়া অন্য কোনো পার্থীর এজেন্ট ছিল না। ১ নম্বর কক্ষে আনারস ও নৌকা প্রতীকের এজেন্ট দেওয়া হলেও উপস্থিত ছিলেন শুধু আনারস প্রতীকের এজেন্ট।
কেন্দ্রের বারান্দায় গল্পে মেতে থাকা বিভিন্ন প্রার্থীর এজেন্টরা জানান, ভোটার না থাকায় তারা অলস সময় কাটাচ্ছেন। ভোটার এলে তাঁরা কক্ষে ঢুকে পড়েন।
ওই কক্ষে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থীদের এজেন্ট দেওয়া হলেও অন্য কোনো প্রার্থী এজেন্ট দেননি বলে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার রফিকুল ইসলাম জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই কেন্দ্রে ৪৮ শতাংশ ভোট পড়েছে।
একই চিত্র দেখা গেছে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। নারী ভোটারদের এই কেন্দ্রের ১১টি বুথের মধ্যে শুধু একটি কক্ষের সামনে ভোটারদের ছোট লাইন দেখা গেছে। অন্য কক্ষগুলোর সামনে ভোটারদের লাইন দেখা যায়নি। বিভিন্ন কক্ষ ঘুরে নৌকা, আনারস ও ঘোড়া প্রতীকের এজেন্ট পেলেও কেন্দ্রের ১১ নম্বর কক্ষে কোনো প্রার্থীর এজেন্ট ছিল না।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফিরোজুর রহমান জানান, দুপুর দেড়টা পর্যন্ত তাঁর কেন্দ্রে ২৭ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রে সব প্রার্থীর এজেন্ট দেওয়া হয়নি। ভোটার উপস্থিতি কম হলেও কেন্দ্রে কোনো ঝামেলা নেই।
কুড়িগ্রাম রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৩৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে