Ajker Patrika

রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার পর থেকে তরুণ নিখোঁজ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার পর থেকে তরুণ নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ওয়াজ মাহফিলে গিয়ে আব্দুস সালাম (১৯) নামের এক তরুণ নিখোঁজ রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় ওয়াজ মাহফিলে গিয়ে সে নিখোঁজ হয়।

নিখোঁজ আব্দুস সালাম উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও কুয়াটল গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে। সে ২০২২ সালে চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।

আব্দুস সালামের বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে ওয়াজ মাহফিলে যায় আব্দুস সালাম। সেখানে রাত ৮টা পর্যন্ত তাকে দেখা গেছে। রাতে বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন করে তা বন্ধ পাওয়া যায়। পরে রাতেই ওয়াজ মাহফিলের মাঠে গিয়ে তার খোঁজ করা হয়। তা ছাড়া আজ শুক্রবার সকাল থেকে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

ওই এলাকার দবিরুল ইসলাম নামের তাঁদের এক স্বজন বলেন, সালামের নিখোঁজের বিষয়টি তার বড় ভাই জাহাঙ্গীর আলম বালিয়াডাঙ্গী থানায় মৌখিকভাবে জানায়। পুলিশ সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, শুক্রবার দুপুরে সালামের বড় ভাই থানায় মৌখিকভাবে জানালে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। জিডি করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত