ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের কোনো কোনো কেন্দ্রে আজ রোববার সকালে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। আবার কোথাও ছিল ছোট লাইন। তবে বেলা ১১টার পর থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমতে থাকে। বেলা দুইটার পর থেকে কেন্দ্রগুলো এক প্রকার ভোটারশূন্য হয়ে যায়।
তবে প্রিসাইডিং অফিসাররা বলছেন, সকাল থেকে বেলা দুটার মধ্যে কোথাও ৫০ শতাংশ আবার কোথাও ৩০-৩৫ শতাংশ ভোট কাস্টিং হয়।
সদর উপজেলা দৌলতপুর সোলেমান খান বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা আফতাব আরিফ বলেন, ভোটাররা মূলত সকালে ভোট দিয়ে গেছেন। এখন নিয়মানুযায়ী আমাদের থাকতে হচ্ছে। এ কেন্দ্রে দুই হাজার ৭৮৪ জন ভোটার রয়েছে। দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
জগন্নাথপুর উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সালেহা বেগম নামের এক ভোটার বলেন, ‘দুপুরে ভোট দিতে গিয়ে দেখি আমি ছাড়া কেউ নাই।
ফাঁকা ছিল লাইন। তাই ধীরে-সুস্থে ভোট দিয়েছি। আশা করি আমার পছন্দের প্রার্থী বিজয়ী হবেন।’
এ কেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য বলেন, ভোটের লাইনে ভিড় নাই তাই বসে আছি। বাঁশি কী বাজাব ভোটারই তো নাই।
কেন্দ্রটির দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ময়দুল ইসলাম রনি বলেন, এখানে দুই হাজার ১৯৪ জন নারী ভোটার রয়েছেন। বেলা দুটা পর্যন্ত ৩০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কেন্দ্রগুলোতে নৌকার ও কয়েকটি কেন্দ্রে লাঙ্গল এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট দেখা গেলেও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ও ইসলামী ঐক্যজোট প্রার্থীর পোলিং এজেন্ট চোখে পড়েনি।

ঠাকুরগাঁও-১ আসনের কোনো কোনো কেন্দ্রে আজ রোববার সকালে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। আবার কোথাও ছিল ছোট লাইন। তবে বেলা ১১টার পর থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমতে থাকে। বেলা দুইটার পর থেকে কেন্দ্রগুলো এক প্রকার ভোটারশূন্য হয়ে যায়।
তবে প্রিসাইডিং অফিসাররা বলছেন, সকাল থেকে বেলা দুটার মধ্যে কোথাও ৫০ শতাংশ আবার কোথাও ৩০-৩৫ শতাংশ ভোট কাস্টিং হয়।
সদর উপজেলা দৌলতপুর সোলেমান খান বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা আফতাব আরিফ বলেন, ভোটাররা মূলত সকালে ভোট দিয়ে গেছেন। এখন নিয়মানুযায়ী আমাদের থাকতে হচ্ছে। এ কেন্দ্রে দুই হাজার ৭৮৪ জন ভোটার রয়েছে। দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
জগন্নাথপুর উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সালেহা বেগম নামের এক ভোটার বলেন, ‘দুপুরে ভোট দিতে গিয়ে দেখি আমি ছাড়া কেউ নাই।
ফাঁকা ছিল লাইন। তাই ধীরে-সুস্থে ভোট দিয়েছি। আশা করি আমার পছন্দের প্রার্থী বিজয়ী হবেন।’
এ কেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য বলেন, ভোটের লাইনে ভিড় নাই তাই বসে আছি। বাঁশি কী বাজাব ভোটারই তো নাই।
কেন্দ্রটির দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ময়দুল ইসলাম রনি বলেন, এখানে দুই হাজার ১৯৪ জন নারী ভোটার রয়েছেন। বেলা দুটা পর্যন্ত ৩০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কেন্দ্রগুলোতে নৌকার ও কয়েকটি কেন্দ্রে লাঙ্গল এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট দেখা গেলেও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ও ইসলামী ঐক্যজোট প্রার্থীর পোলিং এজেন্ট চোখে পড়েনি।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৭ ঘণ্টা আগে