ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের কোনো কোনো কেন্দ্রে আজ রোববার সকালে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। আবার কোথাও ছিল ছোট লাইন। তবে বেলা ১১টার পর থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমতে থাকে। বেলা দুইটার পর থেকে কেন্দ্রগুলো এক প্রকার ভোটারশূন্য হয়ে যায়।
তবে প্রিসাইডিং অফিসাররা বলছেন, সকাল থেকে বেলা দুটার মধ্যে কোথাও ৫০ শতাংশ আবার কোথাও ৩০-৩৫ শতাংশ ভোট কাস্টিং হয়।
সদর উপজেলা দৌলতপুর সোলেমান খান বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা আফতাব আরিফ বলেন, ভোটাররা মূলত সকালে ভোট দিয়ে গেছেন। এখন নিয়মানুযায়ী আমাদের থাকতে হচ্ছে। এ কেন্দ্রে দুই হাজার ৭৮৪ জন ভোটার রয়েছে। দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
জগন্নাথপুর উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সালেহা বেগম নামের এক ভোটার বলেন, ‘দুপুরে ভোট দিতে গিয়ে দেখি আমি ছাড়া কেউ নাই।
ফাঁকা ছিল লাইন। তাই ধীরে-সুস্থে ভোট দিয়েছি। আশা করি আমার পছন্দের প্রার্থী বিজয়ী হবেন।’
এ কেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য বলেন, ভোটের লাইনে ভিড় নাই তাই বসে আছি। বাঁশি কী বাজাব ভোটারই তো নাই।
কেন্দ্রটির দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ময়দুল ইসলাম রনি বলেন, এখানে দুই হাজার ১৯৪ জন নারী ভোটার রয়েছেন। বেলা দুটা পর্যন্ত ৩০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কেন্দ্রগুলোতে নৌকার ও কয়েকটি কেন্দ্রে লাঙ্গল এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট দেখা গেলেও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ও ইসলামী ঐক্যজোট প্রার্থীর পোলিং এজেন্ট চোখে পড়েনি।

ঠাকুরগাঁও-১ আসনের কোনো কোনো কেন্দ্রে আজ রোববার সকালে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। আবার কোথাও ছিল ছোট লাইন। তবে বেলা ১১টার পর থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমতে থাকে। বেলা দুইটার পর থেকে কেন্দ্রগুলো এক প্রকার ভোটারশূন্য হয়ে যায়।
তবে প্রিসাইডিং অফিসাররা বলছেন, সকাল থেকে বেলা দুটার মধ্যে কোথাও ৫০ শতাংশ আবার কোথাও ৩০-৩৫ শতাংশ ভোট কাস্টিং হয়।
সদর উপজেলা দৌলতপুর সোলেমান খান বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা আফতাব আরিফ বলেন, ভোটাররা মূলত সকালে ভোট দিয়ে গেছেন। এখন নিয়মানুযায়ী আমাদের থাকতে হচ্ছে। এ কেন্দ্রে দুই হাজার ৭৮৪ জন ভোটার রয়েছে। দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
জগন্নাথপুর উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সালেহা বেগম নামের এক ভোটার বলেন, ‘দুপুরে ভোট দিতে গিয়ে দেখি আমি ছাড়া কেউ নাই।
ফাঁকা ছিল লাইন। তাই ধীরে-সুস্থে ভোট দিয়েছি। আশা করি আমার পছন্দের প্রার্থী বিজয়ী হবেন।’
এ কেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য বলেন, ভোটের লাইনে ভিড় নাই তাই বসে আছি। বাঁশি কী বাজাব ভোটারই তো নাই।
কেন্দ্রটির দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ময়দুল ইসলাম রনি বলেন, এখানে দুই হাজার ১৯৪ জন নারী ভোটার রয়েছেন। বেলা দুটা পর্যন্ত ৩০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কেন্দ্রগুলোতে নৌকার ও কয়েকটি কেন্দ্রে লাঙ্গল এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট দেখা গেলেও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ও ইসলামী ঐক্যজোট প্রার্থীর পোলিং এজেন্ট চোখে পড়েনি।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৩০ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে