কুড়িগ্রাম প্রতিনিধি

একাধিক মামলায় কারাবন্দী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে কুড়িগ্রামের রৌমারী থানার চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করা হলে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট আদালত।
জাকির হোসেনের আইনজীবী খাদিমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই আইনজীবী।
অ্যাড. খাদিমুল হাসান বলেন, রোববার আদালতে নেওয়া হলে রৌমারী থানার চারটি মামলায় সাবেক প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে ২০২৪ সালের ২৪ অক্টোবর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সে সময় ডিএমপি জানায়, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। সেই থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। গত শুক্রবার (২৫ এপ্রিল) তাঁকে কুড়িগ্রাম কারাগারে নেওয়া হয়।
কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ জি মামুদ বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গত শুক্রবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কুড়িগ্রাম কারাগারে নেওয়া হয়। রোববার হাজিরা শেষে আদালত তাঁকে আবারও কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছেন। তবে আমাদের এখানে ডিভিশন ওয়ার্ড না থাকায় তাঁকে কুড়িগ্রাম কারাগারে রাখা হবে নাকি ঢাকায় পাঠানো হবে তা আদালতের নির্দেশনার ওপর নির্ভর করছে।’

একাধিক মামলায় কারাবন্দী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে কুড়িগ্রামের রৌমারী থানার চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করা হলে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট আদালত।
জাকির হোসেনের আইনজীবী খাদিমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই আইনজীবী।
অ্যাড. খাদিমুল হাসান বলেন, রোববার আদালতে নেওয়া হলে রৌমারী থানার চারটি মামলায় সাবেক প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে ২০২৪ সালের ২৪ অক্টোবর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সে সময় ডিএমপি জানায়, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। সেই থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। গত শুক্রবার (২৫ এপ্রিল) তাঁকে কুড়িগ্রাম কারাগারে নেওয়া হয়।
কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ জি মামুদ বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গত শুক্রবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কুড়িগ্রাম কারাগারে নেওয়া হয়। রোববার হাজিরা শেষে আদালত তাঁকে আবারও কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছেন। তবে আমাদের এখানে ডিভিশন ওয়ার্ড না থাকায় তাঁকে কুড়িগ্রাম কারাগারে রাখা হবে নাকি ঢাকায় পাঠানো হবে তা আদালতের নির্দেশনার ওপর নির্ভর করছে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
৬ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে