Ajker Patrika

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন আরও ৪ মামলায় গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ২০: ৫১
সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন । ফাইল ছবি
সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন । ফাইল ছবি

একাধিক মামলায় কারাবন্দী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে কুড়িগ্রামের রৌমারী থানার চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করা হলে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট আদালত।

জাকির হোসেনের আইনজীবী খাদিমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই আইনজীবী।

অ্যাড. খাদিমুল হাসান বলেন, রোববার আদালতে নেওয়া হলে রৌমারী থানার চারটি মামলায় সাবেক প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ২০২৪ সালের ২৪ অক্টোবর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সে সময় ডিএমপি জানায়, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। সেই থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। গত শুক্রবার (২৫ এপ্রিল) তাঁকে কুড়িগ্রাম কারাগারে নেওয়া হয়।

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ জি মামুদ বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গত শুক্রবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কুড়িগ্রাম কারাগারে নেওয়া হয়। রোববার হাজিরা শেষে আদালত তাঁকে আবারও কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছেন। তবে আমাদের এখানে ডিভিশন ওয়ার্ড না থাকায় তাঁকে কুড়িগ্রাম কারাগারে রাখা হবে নাকি ঢাকায় পাঠানো হবে তা আদালতের নির্দেশনার ওপর নির্ভর করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত