
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজুর বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
মঙ্গলবার দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে (নামুড়ি-কাকিনা আঞ্চলিক সড়ক) তাঁরা কর্মসূচি পালন করেন। উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল।
কর্মসূচিতে বক্তারা দাবি করে বলেন, বিশেষ প্রতীকে ভোট না দিলে তাঁদের পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজু। তাঁর পক্ষে কাজ করতে অস্বীকৃতি জানালে হিন্দু পরিবারের লোকজনকে মারধর করেন ওই প্রার্থীর লোকজন।
স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজু ওই হিন্দুপল্লিতে এসে তাঁকে ভোট প্রদান ও তাঁর পক্ষে নির্বাচনী কাজ করতে আহ্বান জানান। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে আহত হন তপন কুমার নামে এক ব্যক্তি। এ বিষয়ে আহত তপন কুমারের বাবা উপিন চন্দ্র কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৯ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে