রংপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের ৭ জানুয়ারীর ভোট রাত তিনটার দিকে হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।
নির্বাচনে পরাজিত হওয়ার পরে আজ শনিবার বিকেলে বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর সরকারপাড়া গ্রামের নিজ বাসভবনের উঠানে বিশাল কর্মী সমাবেশে বক্তব্যকালে বিশ্বনাথ সরকার ওই অভিযোগ করেন। তিনি এবারের সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নির্বাচন পরবর্তী ওই কর্মী সমাবেশে বিশ্বনাথ সরকার বলেন, ‘আমরা পরাজিত হয়নি, জোর করে আমাকে পরাজিত করা হয়েছে। প্রশাসন কথা রাখেনি। আমাদের ভোট হয়েছে রাত তিনটার সময়ে। দুপুরের দিকে অনেকেই আমাকে ভোট বর্জন করতে বলেছিল। আমি করিনি। আমি আওয়ামী লীগ করি। কেন্দ্রীয় কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত সৈনিক। তাঁর নির্দেশনার বাইরে আমি কখনো কাজ করব না। তাই সবকিছু জেনে বুঝেও ভোট বর্জন করিনি।’
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বিশ্বনাথ সরকার বিটু রংপুর-২ আসনে ট্রাক প্রতীকে ভোট পেয়েছিলেন ৬১ হাজার ৫৮৩। তবে এ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবুল কালাম মো. আহসানুল হক ডিউক চৌধুরী। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৮১ হাজার ৫৯৯। এ আসনে লাঙ্গলের প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল পেয়েছেন ২৪ হাজার ৬৪০ ভোট।
নির্বাচনে পরাজয়ের পরে ট্রাক প্রতীকের কর্মী সমর্থকদের প্রতি হামলাসহ ভয়ভীতি দেখানো হচ্ছে-কর্মীদের এমন অভিযোগের প্রেক্ষিতে বিশ্বনাথ সরকার সমাবেশে বলেন, ‘সকল কর্মীর দায়ভার নিয়ে বলছি, যেকোনো কিছু মোকাবিলায় আমি বদ্ধ পরিকর। এ ক্ষেত্রে কর্মীদের যেকোনো সমস্যায় পাশে আছি, থাকব।’
তারাগঞ্জের ইকরচালীর কর্মী নিত্যানন্দ রায়সহ অনেকে অভিযোগ করেছেন, ‘ভোটের পরে তাঁদের ওপর নৌকার সমর্থকেরা শারীরিক নির্যাতন চালিয়েছেন।’ ওই সমাবেশে বদরগঞ্জের গোপীনাথপুরের ট্রাকের কর্মী মমিনুল হক বলেন, ‘বিশ্বনাথ সরকার বিটু জনগণের ভোটে এমপি নির্বাচিত হলেও রাষ্ট্রযন্ত্রের কাছে হেরেছেন।’
তারাগঞ্জের আতিকুর রহমান বলেন, ‘আমরা মানুষকে আশ্বস্ত করেছিলাম, ভোট নিরপেক্ষ হবে। কিন্তু তা হয়নি। ভোটের আগের রাতে ট্রাক প্রতীককে হারিয়ে দেওয়া হয়েছে।’
বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম সমাবেশে অভিযোগ করে বলেন, ‘ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ট্রাকের এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারা হয়েছে। মধুপুরের ময়নাকুড়ি স্কুলের ভোটকেন্দ্রটি আমার এলাকায়। এই কেন্দ্রে ৩০০ ভোটারও ভোট দেয়নি। তবুও সেখানে দেখানো হয়েছে এক হাজার ৮০০ ভোট।’
তারাগঞ্জের আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘আমরা নীরব কারচুপির কারণে হেরেছি।’ সমাবেশে সভাপতিত্ব করেন, বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজার রহমান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের ৭ জানুয়ারীর ভোট রাত তিনটার দিকে হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।
নির্বাচনে পরাজিত হওয়ার পরে আজ শনিবার বিকেলে বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর সরকারপাড়া গ্রামের নিজ বাসভবনের উঠানে বিশাল কর্মী সমাবেশে বক্তব্যকালে বিশ্বনাথ সরকার ওই অভিযোগ করেন। তিনি এবারের সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নির্বাচন পরবর্তী ওই কর্মী সমাবেশে বিশ্বনাথ সরকার বলেন, ‘আমরা পরাজিত হয়নি, জোর করে আমাকে পরাজিত করা হয়েছে। প্রশাসন কথা রাখেনি। আমাদের ভোট হয়েছে রাত তিনটার সময়ে। দুপুরের দিকে অনেকেই আমাকে ভোট বর্জন করতে বলেছিল। আমি করিনি। আমি আওয়ামী লীগ করি। কেন্দ্রীয় কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত সৈনিক। তাঁর নির্দেশনার বাইরে আমি কখনো কাজ করব না। তাই সবকিছু জেনে বুঝেও ভোট বর্জন করিনি।’
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বিশ্বনাথ সরকার বিটু রংপুর-২ আসনে ট্রাক প্রতীকে ভোট পেয়েছিলেন ৬১ হাজার ৫৮৩। তবে এ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবুল কালাম মো. আহসানুল হক ডিউক চৌধুরী। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৮১ হাজার ৫৯৯। এ আসনে লাঙ্গলের প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল পেয়েছেন ২৪ হাজার ৬৪০ ভোট।
নির্বাচনে পরাজয়ের পরে ট্রাক প্রতীকের কর্মী সমর্থকদের প্রতি হামলাসহ ভয়ভীতি দেখানো হচ্ছে-কর্মীদের এমন অভিযোগের প্রেক্ষিতে বিশ্বনাথ সরকার সমাবেশে বলেন, ‘সকল কর্মীর দায়ভার নিয়ে বলছি, যেকোনো কিছু মোকাবিলায় আমি বদ্ধ পরিকর। এ ক্ষেত্রে কর্মীদের যেকোনো সমস্যায় পাশে আছি, থাকব।’
তারাগঞ্জের ইকরচালীর কর্মী নিত্যানন্দ রায়সহ অনেকে অভিযোগ করেছেন, ‘ভোটের পরে তাঁদের ওপর নৌকার সমর্থকেরা শারীরিক নির্যাতন চালিয়েছেন।’ ওই সমাবেশে বদরগঞ্জের গোপীনাথপুরের ট্রাকের কর্মী মমিনুল হক বলেন, ‘বিশ্বনাথ সরকার বিটু জনগণের ভোটে এমপি নির্বাচিত হলেও রাষ্ট্রযন্ত্রের কাছে হেরেছেন।’
তারাগঞ্জের আতিকুর রহমান বলেন, ‘আমরা মানুষকে আশ্বস্ত করেছিলাম, ভোট নিরপেক্ষ হবে। কিন্তু তা হয়নি। ভোটের আগের রাতে ট্রাক প্রতীককে হারিয়ে দেওয়া হয়েছে।’
বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম সমাবেশে অভিযোগ করে বলেন, ‘ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ট্রাকের এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারা হয়েছে। মধুপুরের ময়নাকুড়ি স্কুলের ভোটকেন্দ্রটি আমার এলাকায়। এই কেন্দ্রে ৩০০ ভোটারও ভোট দেয়নি। তবুও সেখানে দেখানো হয়েছে এক হাজার ৮০০ ভোট।’
তারাগঞ্জের আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘আমরা নীরব কারচুপির কারণে হেরেছি।’ সমাবেশে সভাপতিত্ব করেন, বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজার রহমান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে