গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়াইবাড়ী-গঙ্গাচড়া রোডের বড়াইবাড়ী তেলের পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অটোরিকশাচালকের নাম ইউনুস আলী সুমন (৩৫)। তিনি উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ঘোনটারী গ্রামের আইয়ুব আলীর ছেলে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুমন বলেন, ‘নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আনোয়ারমারী মাদ্রাসার চারজন ছাত্র নাকি পালিয়ে গেছে। সেই ছাত্রদের এক অভিভাবক আবার মাদ্রাসায় নিয়ে যাবে বলে রংপুরের বাংলাদেশ ব্যাংক মোড় থেকে আমার অটোরিকশা ভাড়া করে দেন এক সিএনজিচালক। ভাড়া নিয়ে আমি আনোয়ারমারীর উদ্দেশে রওনা হই। রাত গভীর হওয়ায় গঙ্গাচড়া বাজারে এসে ছোট ভাই জিহাদকে সঙ্গে নিয়ে আনোয়ারমারী যাই। পরে আনোয়ারমারীতে তাদের নামিয়ে দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হই।’
আহত অটোচালক বলেন, ‘পথিমধ্যে উপজেলার বড়াইবাড়ী তেলের পাম্প পার হলে ফাঁকা স্থানে রাস্তায় কলাগাছ ফেলে আমাদের পথ আটকে দেয় ছয়-সাতজনের একটি ডাকাত দল। সে সময় আমার অটো ভাড়া করে দেওয়া ওই সিএনজিচালক রংপুর থেকে বড়াইবাড়ীর উদ্দেশে যান। আমার সামনে তাঁর সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে কী যেন কথা বলে ডাকাতেরা তাঁকে ছেড়ে দেয়। পরে আমাদের দুই ভাইকে বেধড়ক মারধর এবং আমাকে মাথায় ও চোখের ওপরের অংশে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় ডাকাত দল। ছোট ভাই জিহাদের সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে বাসায় ফোন দিলে আমার বাবা, চাচা, ভগ্নিপতি আমাদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। আপনার কাছ থেকে জানলাম। এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, খোঁজখবর নেওয়া হবে।’
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়াইবাড়ী-গঙ্গাচড়া রোডের বড়াইবাড়ী তেলের পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অটোরিকশাচালকের নাম ইউনুস আলী সুমন (৩৫)। তিনি উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ঘোনটারী গ্রামের আইয়ুব আলীর ছেলে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুমন বলেন, ‘নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আনোয়ারমারী মাদ্রাসার চারজন ছাত্র নাকি পালিয়ে গেছে। সেই ছাত্রদের এক অভিভাবক আবার মাদ্রাসায় নিয়ে যাবে বলে রংপুরের বাংলাদেশ ব্যাংক মোড় থেকে আমার অটোরিকশা ভাড়া করে দেন এক সিএনজিচালক। ভাড়া নিয়ে আমি আনোয়ারমারীর উদ্দেশে রওনা হই। রাত গভীর হওয়ায় গঙ্গাচড়া বাজারে এসে ছোট ভাই জিহাদকে সঙ্গে নিয়ে আনোয়ারমারী যাই। পরে আনোয়ারমারীতে তাদের নামিয়ে দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হই।’
আহত অটোচালক বলেন, ‘পথিমধ্যে উপজেলার বড়াইবাড়ী তেলের পাম্প পার হলে ফাঁকা স্থানে রাস্তায় কলাগাছ ফেলে আমাদের পথ আটকে দেয় ছয়-সাতজনের একটি ডাকাত দল। সে সময় আমার অটো ভাড়া করে দেওয়া ওই সিএনজিচালক রংপুর থেকে বড়াইবাড়ীর উদ্দেশে যান। আমার সামনে তাঁর সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে কী যেন কথা বলে ডাকাতেরা তাঁকে ছেড়ে দেয়। পরে আমাদের দুই ভাইকে বেধড়ক মারধর এবং আমাকে মাথায় ও চোখের ওপরের অংশে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় ডাকাত দল। ছোট ভাই জিহাদের সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে বাসায় ফোন দিলে আমার বাবা, চাচা, ভগ্নিপতি আমাদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। আপনার কাছ থেকে জানলাম। এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, খোঁজখবর নেওয়া হবে।’
‘সমঝোতা, নাকি মরতে চান’—মোটাদাগে এই প্রস্তাবের আশঙ্কায় এখন দিন গোনেন রাজধানীর পল্লবীর আবাসন ব্যবসায়ীরা। ফোনে বা সরাসরি লোক পাঠিয়ে তাঁদের এই প্রস্তাব দিচ্ছে একদল সন্ত্রাসী। কেউ ভয় পেয়ে সমঝোতা করছেন, কেউ সাড়া না দিয়ে চুপ থাকছেন। তাঁদের বেশির ভাগ থানায় যাচ্ছেন না কিংবা মামলা করছেন না। গত পাঁচ মাসে বৃহত
৩ ঘণ্টা আগেকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এলাকায় প্রতিদিন বাড়ছে জনসংখ্যা ও নগরায়ণের চাপ। বাড়ছে বর্জ্যের পরিমাণও। অথচ নগরীর বিভিন্ন এলাকায় এখনো ডাস্টবিনের পর্যাপ্ত ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে বাধ্য হয়ে অনেক বাসিন্দা ও দোকানি ময়লা ফেলছে সড়কের পাশে, ড্রেনে বা খোলা জায়গায়। এতে পরিবেশদূষণের পাশাপাশি উৎকট দুর্গন্ধে
৩ ঘণ্টা আগেখুলনা সার্কিট হাউস মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে চলছে ২১ দিনব্যাপী বৃক্ষমেলা। ৭ জুলাই মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। মেলার আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রোববার পর্যন্ত ৬ হাজার ৮৯টি গাছের চারা বিক্রি হয়েছে মেলায়। এর মূল্য ৯ লাখ ২৯ হাজার ৬১৫ টাকা।
৩ ঘণ্টা আগেসার্ভার সমস্যার কারণে কার্যত অচল হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের ভূমি অফিসগুলো। জেলার ৪২টি ইউনিয়ন ভূমি উন্নয়ন কর অফিসে প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে খাজনা পরিশোধ ও মিউটেশন কার্যক্রম। এতে একদিকে যেমন দুর্ভোগে পড়েছেন সেবাপ্রত্যাশীরা, অন্যদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।
৩ ঘণ্টা আগে