রংপুর প্রতিনিধি

নানা সমস্যা ও সংকট উত্তরণে টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ। আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষের আশ্বাসে সন্তুষ্ট না হয়ে ৩৭ দফা দাবিতে অব্যাহত রেখেছেন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া আন্দোলন চলে বিকেল পর্যন্ত। শিক্ষার্থীরা জানান, শিক্ষা উপদেষ্টা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি কলেজে এসে প্রতিশ্রুতি না দিলে আন্দোলন চলতেই থাকবে। তাঁরা আগামীকাল (বুধবার) থেকে রেল ও সড়কপথ অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন।
আন্দোলনকারীদের একজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন সমস্যার কথা বলে আসছি। শুধু আশ্বাস দিয়ে তা এড়িয়ে যাওয়া হয়েছে। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক—নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতেই আমরা আন্দোলন করছি।’
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আইরিন আক্তার বলেন, ‘২৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়ালেখা করলেও কলেজে নেই পর্যাপ্ত বিভাগ, নেই আবাসিক হল। এমনকি মেয়েদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থাও নেই। এসব সমস্যার তাৎক্ষণিক সমাধান চাই।’
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া তাবাসসুম বলেন, ‘আমরা চাই উন্নয়নের বাস্তব প্রতিফলন। কাগজে-কলমে উন্নয়ন নয়। ৫ আগস্ট থেকে আন্দোলন শুরু হলেও ১০ মাসে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।’
আন্দোলনের তৃতীয় দিনেও কোনো আশ্বাস না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষা উপদেষ্টা যদি সরাসরি এসে আমাদের দাবির বিষয়ে কথা না বলেন, তাহলে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে। প্রয়োজনে রেললাইন ও মহাসড়ক অবরোধ করা হবে।’
এ বিষয়ে কারমাইকেল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। তারা কলেজ প্রশাসনের কাছে ২৫ দফা দাবি পেশ করেছে। সেগুলো বাস্তবায়নে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। লিখিতভাবে সব সমস্যাও জানানো হয়েছে।’
প্রসঙ্গত, গত রোববার থেকে শুরু হওয়া এই শাটডাউনের ফলে কারমাইকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কলেজ প্রশাসনকে ২৫ দফা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা উপদেষ্টার কাছে ১২ দফা দাবি পেশ করেছেন তাঁরা।

নানা সমস্যা ও সংকট উত্তরণে টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ। আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষের আশ্বাসে সন্তুষ্ট না হয়ে ৩৭ দফা দাবিতে অব্যাহত রেখেছেন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া আন্দোলন চলে বিকেল পর্যন্ত। শিক্ষার্থীরা জানান, শিক্ষা উপদেষ্টা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি কলেজে এসে প্রতিশ্রুতি না দিলে আন্দোলন চলতেই থাকবে। তাঁরা আগামীকাল (বুধবার) থেকে রেল ও সড়কপথ অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন।
আন্দোলনকারীদের একজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন সমস্যার কথা বলে আসছি। শুধু আশ্বাস দিয়ে তা এড়িয়ে যাওয়া হয়েছে। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক—নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতেই আমরা আন্দোলন করছি।’
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আইরিন আক্তার বলেন, ‘২৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়ালেখা করলেও কলেজে নেই পর্যাপ্ত বিভাগ, নেই আবাসিক হল। এমনকি মেয়েদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থাও নেই। এসব সমস্যার তাৎক্ষণিক সমাধান চাই।’
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া তাবাসসুম বলেন, ‘আমরা চাই উন্নয়নের বাস্তব প্রতিফলন। কাগজে-কলমে উন্নয়ন নয়। ৫ আগস্ট থেকে আন্দোলন শুরু হলেও ১০ মাসে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।’
আন্দোলনের তৃতীয় দিনেও কোনো আশ্বাস না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষা উপদেষ্টা যদি সরাসরি এসে আমাদের দাবির বিষয়ে কথা না বলেন, তাহলে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে। প্রয়োজনে রেললাইন ও মহাসড়ক অবরোধ করা হবে।’
এ বিষয়ে কারমাইকেল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। তারা কলেজ প্রশাসনের কাছে ২৫ দফা দাবি পেশ করেছে। সেগুলো বাস্তবায়নে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। লিখিতভাবে সব সমস্যাও জানানো হয়েছে।’
প্রসঙ্গত, গত রোববার থেকে শুরু হওয়া এই শাটডাউনের ফলে কারমাইকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কলেজ প্রশাসনকে ২৫ দফা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা উপদেষ্টার কাছে ১২ দফা দাবি পেশ করেছেন তাঁরা।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে