নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় সুমি আকতার (২০) হত্যার পাঁচ বছর পর প্রধান আসামি তাঁর স্বামী আলমগীর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালত। মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালতের বিজ্ঞ বিচারক মো. মাহবুবুর রহমান। মামলায় আলমগীরের পরিবারের অপর ছয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের খতিবর রহমানের মেয়ে সুমি আকতারের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয় আলমগীরের। বিয়েতে আলমগীরকে যৌতুক হিসেবে দেড় লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সুমির বাবা। এর মধ্যে ইজিবাইক কেনার জন্য এক লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। যৌতুকের পাওনা বাকি ৫০ হাজার টাকার জন্য সুমিকে প্রায় নির্যাতন করতেন আলমগীরসহ শ্বশুর বাড়ির লোকেরা।
এর প্রায় দু বছর পর ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর রাতে সুমিকে মারধরের পর তাঁর গায়ে আগুনের ছ্যাঁকা দিয়ে হত্যা করে জামাতা ও শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় আলমগীর হোসেন, আলমগীরের বাবা সিরাজুল ইসলাম, তার মা আনোয়ারা বেগম, বোন শিল্পী বেগম, চাচা ওবায়দুর রহমান, জিয়াউর রহমান জিয়া ও ফুপু রওশন আরা বেগমকে আসামি করে ডিমলা থানায় মামলা করেন সুমির বাবা খতিবর রহমান। মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ এপ্রিল পরিবারের ছয়জনকে অব্যাহতি দিয়ে শুধু আলমগীর হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে ডিমলা থানা। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার হত্যা ও আগুনে পুড়িয়ে মামলার প্রধান আসামি সুমির স্বামী আলমগীর হোসেনের মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করে রায় প্রদান করেছেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট রামেন্দ্র বর্ধন বাপ্পী।

নীলফামারীর ডিমলায় সুমি আকতার (২০) হত্যার পাঁচ বছর পর প্রধান আসামি তাঁর স্বামী আলমগীর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালত। মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালতের বিজ্ঞ বিচারক মো. মাহবুবুর রহমান। মামলায় আলমগীরের পরিবারের অপর ছয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের খতিবর রহমানের মেয়ে সুমি আকতারের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয় আলমগীরের। বিয়েতে আলমগীরকে যৌতুক হিসেবে দেড় লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সুমির বাবা। এর মধ্যে ইজিবাইক কেনার জন্য এক লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। যৌতুকের পাওনা বাকি ৫০ হাজার টাকার জন্য সুমিকে প্রায় নির্যাতন করতেন আলমগীরসহ শ্বশুর বাড়ির লোকেরা।
এর প্রায় দু বছর পর ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর রাতে সুমিকে মারধরের পর তাঁর গায়ে আগুনের ছ্যাঁকা দিয়ে হত্যা করে জামাতা ও শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় আলমগীর হোসেন, আলমগীরের বাবা সিরাজুল ইসলাম, তার মা আনোয়ারা বেগম, বোন শিল্পী বেগম, চাচা ওবায়দুর রহমান, জিয়াউর রহমান জিয়া ও ফুপু রওশন আরা বেগমকে আসামি করে ডিমলা থানায় মামলা করেন সুমির বাবা খতিবর রহমান। মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ এপ্রিল পরিবারের ছয়জনকে অব্যাহতি দিয়ে শুধু আলমগীর হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে ডিমলা থানা। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার হত্যা ও আগুনে পুড়িয়ে মামলার প্রধান আসামি সুমির স্বামী আলমগীর হোসেনের মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করে রায় প্রদান করেছেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট রামেন্দ্র বর্ধন বাপ্পী।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে