পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের ‘সালানা জলসা’কে কেন্দ্র করে সহিংসতায় নিহত ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শহরের ট্রাফিক বক্সে অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, গুজব সৃষ্টি ও লুটপাটের অভিযোগে এ তিনটি মামলা হয়েছে। পঞ্চগড় সদর থানায় এসব মামলা দায়ের করা হয়। তিনটি মামলায় নাম-পরিচয়সহ এবং অজ্ঞাত মিলে আসামির সংখ্যা সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার বলে জানিয়েছে পুলিশ।
সহিংসতার ঘটনায় গুজব ছড়ানোর অভিযোগে যুবদল নেতা ফজলে রাব্বীসহ তেঁতুলিয়া থেকে একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ২১ জনকে আটক করা হয়েছে। দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সঙ্গে বিজিবি ও র্যাব মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সতর্ক আছে। এখন পর্যন্ত থানায় তিনটি মামলা হয়েছে। আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন। হত্যার সঙ্গে জড়িত দুজন, গুজবের ঘটনায় পৌর যুবদল নেতা ফজলে রাব্বীসহ ২৩ জনকে গ্রেপ্তারসহ অভিযান অব্যাহত রয়েছে।’
এদিকে, সহিংসতায় আহমদিয়া মুসলিম জামাতের একজন নিহতের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে জানায় পুলিশ। তবে পুলিশ আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করে।

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের ‘সালানা জলসা’কে কেন্দ্র করে সহিংসতায় নিহত ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শহরের ট্রাফিক বক্সে অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, গুজব সৃষ্টি ও লুটপাটের অভিযোগে এ তিনটি মামলা হয়েছে। পঞ্চগড় সদর থানায় এসব মামলা দায়ের করা হয়। তিনটি মামলায় নাম-পরিচয়সহ এবং অজ্ঞাত মিলে আসামির সংখ্যা সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার বলে জানিয়েছে পুলিশ।
সহিংসতার ঘটনায় গুজব ছড়ানোর অভিযোগে যুবদল নেতা ফজলে রাব্বীসহ তেঁতুলিয়া থেকে একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ২১ জনকে আটক করা হয়েছে। দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সঙ্গে বিজিবি ও র্যাব মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সতর্ক আছে। এখন পর্যন্ত থানায় তিনটি মামলা হয়েছে। আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন। হত্যার সঙ্গে জড়িত দুজন, গুজবের ঘটনায় পৌর যুবদল নেতা ফজলে রাব্বীসহ ২৩ জনকে গ্রেপ্তারসহ অভিযান অব্যাহত রয়েছে।’
এদিকে, সহিংসতায় আহমদিয়া মুসলিম জামাতের একজন নিহতের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে জানায় পুলিশ। তবে পুলিশ আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে