রংপুর প্রতিনিধি
রংপুর বেতারে আঞ্চলিক কার্যালয়ে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসেন শরীফ।
এ সময় দুদক কর্মকর্তারা সাবেক আঞ্চলিক কর্মকর্তা আবু সালেহর মেয়াদকালে ভুয়া বিল ভাউচার, ব্যবহৃত গাড়ি এবং জেনারেটর ব্যবহারে জ্বালানি খরচসহ নানা অনিয়ম অসংগতি প্রমাণ পায়। একই সঙ্গে রেজিস্ট্রারে আঞ্চলিক কার্যালয়টির ভবন মেরামতের নামে বরাদ্দ অর্থ লোপাটের প্রমাণ পায় সংস্থাটি।
২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত রংপুরে কর্মরত থাকাকালীন আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ’র বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ উঠে। বর্তমানে তিনি দক্ষিণের রাঙামাটি বেতারে কর্মরত আছেন।
দুদকের রংপুরের সহকারী পরিচালক হোসেন শরীফ বলেন, ‘বাংলাদেশ বেতারের রংপুর আঞ্চলিক কার্যালয়ে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট করেছি। এই কার্যালয়ের সাবেক আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির, ভুয়া বিল ভাউচার জমা করে টাকা আত্মসাতের অভিযোগ ছিল। আমরা এই অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালকের রেকর্ড পত্র পর্যালোচনা করেছি। এতে গাড়ি, জেনারেটর ব্যবহার না করে, বেশ কিছু আবাসিক, অনাবাসিক ভবন মেরামতের কাজ ছিল সেগুলো না করেই ভুয়া বিল ভাউচার দাখিল করে অর্থ আত্মসাৎ করেছেন।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বর্তমান রাঙামাটি বেতারে কর্মরত আঞ্চলিক কর্মকর্তা আবু সালেহ আজকের পত্রিকাকে বলে, ‘আমি তো এখনো কিছুই জানি না। গভর্নমেন্ট প্রসিডিউর অনুযায়ী যদি কোনো ব্যত্যয়, অনিয়ম-দুর্নীতি হয়, তাহলে সেটার প্রতিবেদন দুদক পাবে।’
রংপুর বেতারে আঞ্চলিক কার্যালয়ে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসেন শরীফ।
এ সময় দুদক কর্মকর্তারা সাবেক আঞ্চলিক কর্মকর্তা আবু সালেহর মেয়াদকালে ভুয়া বিল ভাউচার, ব্যবহৃত গাড়ি এবং জেনারেটর ব্যবহারে জ্বালানি খরচসহ নানা অনিয়ম অসংগতি প্রমাণ পায়। একই সঙ্গে রেজিস্ট্রারে আঞ্চলিক কার্যালয়টির ভবন মেরামতের নামে বরাদ্দ অর্থ লোপাটের প্রমাণ পায় সংস্থাটি।
২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত রংপুরে কর্মরত থাকাকালীন আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ’র বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ উঠে। বর্তমানে তিনি দক্ষিণের রাঙামাটি বেতারে কর্মরত আছেন।
দুদকের রংপুরের সহকারী পরিচালক হোসেন শরীফ বলেন, ‘বাংলাদেশ বেতারের রংপুর আঞ্চলিক কার্যালয়ে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট করেছি। এই কার্যালয়ের সাবেক আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির, ভুয়া বিল ভাউচার জমা করে টাকা আত্মসাতের অভিযোগ ছিল। আমরা এই অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালকের রেকর্ড পত্র পর্যালোচনা করেছি। এতে গাড়ি, জেনারেটর ব্যবহার না করে, বেশ কিছু আবাসিক, অনাবাসিক ভবন মেরামতের কাজ ছিল সেগুলো না করেই ভুয়া বিল ভাউচার দাখিল করে অর্থ আত্মসাৎ করেছেন।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বর্তমান রাঙামাটি বেতারে কর্মরত আঞ্চলিক কর্মকর্তা আবু সালেহ আজকের পত্রিকাকে বলে, ‘আমি তো এখনো কিছুই জানি না। গভর্নমেন্ট প্রসিডিউর অনুযায়ী যদি কোনো ব্যত্যয়, অনিয়ম-দুর্নীতি হয়, তাহলে সেটার প্রতিবেদন দুদক পাবে।’
নীলফামারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের শালহাটি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে...
২ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ের পাঁচতলা ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি। দেড় বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও চার বছরের দ্বারপ্রান্তে এসেও তা শেষ হয়নি। অথচ বিলের সিংহভাগ টাকাই তুলে নিয়েছেন ঠিকাদার। এই অনিয়মের ঘটনা ঘটেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের
৬ ঘণ্টা আগেক্যানসার চিকিৎসায় সরকারি পর্যায়ে দেশের একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) ছয়টি রেডিওথেরাপি যন্ত্রই নষ্ট। ফলে তিন সপ্তাহ ধরে এই প্রতিষ্ঠানে রেডিওথেরাপি সেবা বন্ধ রয়েছে। এতে প্রতিদিন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দুই শতাধিক রোগী।
৭ ঘণ্টা আগেপ্রায় ১০ একর জায়গাজুড়ে একের পর এক টিলা নিয়ে চট্টগ্রামের নাগিন পাহাড়। বছরের পর বছর এই পাহাড়ের ওপর এক্সকাভেটর ও কোদালের কোপ পড়ার পর এখন নিশ্চিহ্নপ্রায়। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারের সময়ই ঐতিহ্যবাহী এ পাহাড় কেটে প্রায় নিশ্চিহ্ন করেছেন দলটির নেতা-কর্মীরা। পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে আবাসিক এলাকাসহ বিভিন্ন
৭ ঘণ্টা আগে