গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় মিলন ব্যাপারী (৩০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাটির দুই যাত্রী আহত হন। আজ সোমবার বিকেলে উপজেলা শহরের বোয়ালিয়া এলাকার সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিলন ব্যাপারী উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারীর ছেলে।
আহত যাত্রীরা হলেন শামছুল হক ও আশরাফুল ইসলাম। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বোয়ালিয়া থেকে দুজন যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন রিকশাচালক মিলন। পথিমধ্যে পেকস চক্ষু হাসপাতালের সামনে রংপুর থেকে শেরপুরগামী সীমান্ত এক্সপ্রেসের একটি বাস পেছন থেকে রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে যাত্রীসহ চালক মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পেছনে থেকে রাজশাহীগামী সাথী নামের আরেকটি বাস এসে রিকশাচালক মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহত দুই যাত্রী শামছুল হক ও আশরাফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘাতক বাস দুটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই দুই চালক ও তাঁদের সহকারীরা পালিয়েছেন। মিলনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় মিলন ব্যাপারী (৩০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাটির দুই যাত্রী আহত হন। আজ সোমবার বিকেলে উপজেলা শহরের বোয়ালিয়া এলাকার সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিলন ব্যাপারী উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারীর ছেলে।
আহত যাত্রীরা হলেন শামছুল হক ও আশরাফুল ইসলাম। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বোয়ালিয়া থেকে দুজন যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন রিকশাচালক মিলন। পথিমধ্যে পেকস চক্ষু হাসপাতালের সামনে রংপুর থেকে শেরপুরগামী সীমান্ত এক্সপ্রেসের একটি বাস পেছন থেকে রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে যাত্রীসহ চালক মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পেছনে থেকে রাজশাহীগামী সাথী নামের আরেকটি বাস এসে রিকশাচালক মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহত দুই যাত্রী শামছুল হক ও আশরাফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘাতক বাস দুটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই দুই চালক ও তাঁদের সহকারীরা পালিয়েছেন। মিলনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
৪ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
২২ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
২৩ মিনিট আগে