রংপুর প্রতিনিধি

রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শিক্ষার্থীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করতে পারেনি। কোটা সংস্কার আন্দোলনের সারা দেশে শিক্ষার্থীদের হত্যা, কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি ও গণ গ্রেপ্তারের শিকার শিক্ষার্থীদের মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।
আজ বুধবার দুপুর ১২টায় রংপুর জেলা স্কুলের সামনে এ কর্মসূচি পালনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেয় আন্দোলনকারীরা। কিন্তু বুধবার সকাল থেকেই আদালতপাড়াসহ রংপুর মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করে পুলিশ-প্রশাসন। বাড়ানো হয়েছে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের টহল। ফলে ভিড়তে পারেনি আন্দোলনকারীরা। শহরের কোথাও হয়নি পদযাত্রা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কারফিউ শিথিলের মধ্যেই আজ বুধবার কাচারীবাজার থেকে কারামতিয়া মসজিদ পর্যন্ত আদালত সড়ক, বাংলাদেশ ব্যাংক মোড়, চেক পোস্ট, লালকুঠি, পাবলিক লাইব্রেরি, মডার্ন মোড়, পার্কের মোড়সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি বসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফিরিয়ে দেওয়া হয় কারফিউ শিথিলে নগরীতে প্রবেশকারী মোটরসাইকেল, সাইকেল, রিকশা, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন। লালকুঠি মোড় থেকে নগর ভবন পর্যন্ত পুরো এলাকা এবং আদালত নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল এবং মহড়া বাড়ানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (৪টা ৩৫ মিনিট) কোথাও কোনো আন্দোলনকারীদের দাঁড়াতে দেখা যায়নি।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, নগরবাসীর জীবন, মালামাল এবং রাষ্ট্রীয় স্থাপনায় কেউ যাতে মার্চ ফর জাস্টিসের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সে জন্যই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। নগরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাবও মাঠে কাজ করছে।
এদিকে দুপুর ১২টায় বাংলাদেশ ব্যাংক মোড়ে কথা হয় পাগলাপীরের ব্যবসায়ী শিমু হার্ড ওয়ারের মালিক শিমুল সরকারের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘এক মাস ধরি ব্যবসা-বাণিজ্য নষ্ট হয়া গেছে। কারফুতে তো আরও অবস্থা খারাপ। আর্মির ভয়ে দোকানের মাল নিতে আসতে পারি নাই। আজ কারফু দিনোত নাই এ জন্য অটো নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ যেতে দিচ্ছে না, আজকেও নাকি ঝামেলা আছে, তাই ফেরত যাচ্ছি।’
‘আর কত দিন শহরে এমন থাকবে। কবে আগের মতো চলাফেরা করা যাবে। বন্ধুকের নল তাক করে আর্মি পুলিশ সড়কে, শহরের মোড়ে কবে থেকে দাঁড়াবে না।’ বেলা ১টায় সিটিবাজার-জিলা স্কুল-মেডিকেল মোড় সড়ক দিয়ে যেতে না পারায় এ কথা বলেন রিকশা যাত্রী নগরীর গুপ্তপাড়ার বাসিন্দা আইভি মাহমুদার।

রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শিক্ষার্থীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করতে পারেনি। কোটা সংস্কার আন্দোলনের সারা দেশে শিক্ষার্থীদের হত্যা, কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি ও গণ গ্রেপ্তারের শিকার শিক্ষার্থীদের মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।
আজ বুধবার দুপুর ১২টায় রংপুর জেলা স্কুলের সামনে এ কর্মসূচি পালনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেয় আন্দোলনকারীরা। কিন্তু বুধবার সকাল থেকেই আদালতপাড়াসহ রংপুর মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করে পুলিশ-প্রশাসন। বাড়ানো হয়েছে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের টহল। ফলে ভিড়তে পারেনি আন্দোলনকারীরা। শহরের কোথাও হয়নি পদযাত্রা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কারফিউ শিথিলের মধ্যেই আজ বুধবার কাচারীবাজার থেকে কারামতিয়া মসজিদ পর্যন্ত আদালত সড়ক, বাংলাদেশ ব্যাংক মোড়, চেক পোস্ট, লালকুঠি, পাবলিক লাইব্রেরি, মডার্ন মোড়, পার্কের মোড়সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি বসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফিরিয়ে দেওয়া হয় কারফিউ শিথিলে নগরীতে প্রবেশকারী মোটরসাইকেল, সাইকেল, রিকশা, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন। লালকুঠি মোড় থেকে নগর ভবন পর্যন্ত পুরো এলাকা এবং আদালত নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল এবং মহড়া বাড়ানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (৪টা ৩৫ মিনিট) কোথাও কোনো আন্দোলনকারীদের দাঁড়াতে দেখা যায়নি।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, নগরবাসীর জীবন, মালামাল এবং রাষ্ট্রীয় স্থাপনায় কেউ যাতে মার্চ ফর জাস্টিসের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সে জন্যই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। নগরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাবও মাঠে কাজ করছে।
এদিকে দুপুর ১২টায় বাংলাদেশ ব্যাংক মোড়ে কথা হয় পাগলাপীরের ব্যবসায়ী শিমু হার্ড ওয়ারের মালিক শিমুল সরকারের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘এক মাস ধরি ব্যবসা-বাণিজ্য নষ্ট হয়া গেছে। কারফুতে তো আরও অবস্থা খারাপ। আর্মির ভয়ে দোকানের মাল নিতে আসতে পারি নাই। আজ কারফু দিনোত নাই এ জন্য অটো নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ যেতে দিচ্ছে না, আজকেও নাকি ঝামেলা আছে, তাই ফেরত যাচ্ছি।’
‘আর কত দিন শহরে এমন থাকবে। কবে আগের মতো চলাফেরা করা যাবে। বন্ধুকের নল তাক করে আর্মি পুলিশ সড়কে, শহরের মোড়ে কবে থেকে দাঁড়াবে না।’ বেলা ১টায় সিটিবাজার-জিলা স্কুল-মেডিকেল মোড় সড়ক দিয়ে যেতে না পারায় এ কথা বলেন রিকশা যাত্রী নগরীর গুপ্তপাড়ার বাসিন্দা আইভি মাহমুদার।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে