তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে স্থানীয়দের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাগাড় মাছ। শনিবার (২২ জুলাই) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় মহানন্দ নদীতে পাথরশ্রমিকদের জালে ধরা পড়ে মাছটি।
মাছটি বাড়িতে নিয়ে গেলে স্থানীয়রা ছুটে আসেন দেখতে। অনেকেই মাছটি কেনার আগ্রহ প্রকাশ করেন। তবে যাঁরা ধরেছেন তাঁরা মাছটি কেটে ভাগবাঁটোয়ারা করে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার ২৪ জন পাথরশ্রমিক ও কৃষক দল বেঁধে শখের বশে জাল দিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। এ সময় নদীতে জাল নিয়ে হাঁটার সময় মাছটি জালে আটকা পড়ে। দ্রুত মাছটি ধরে বাড়িতে নিয়ে যান তাঁরা। পরে সবাই মিলে ভাগ করে নেন।
এ বিষয়ে কথা হয় সেই মাছ ধরা দলে থাকা জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা প্রায়ই শখের বশে নদীতে মাছ ধরতে যাই। আজ দুপুরে মাছ ধরতে নেমে বিকেলের দিকে জালে বাগাড় মাছটি ধরা পড়ে। বাড়িতে এনে ভাগ করে নিয়েছি।’
মাছ শিকারি দলের তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ২৪ জন নদীতে মাছ ধরতে যাই। আমরা কেউ পাথর উত্তোলন, কেউ কৃষিশ্রমিক, কেউ দিনমজুর। আমরা জাল নিয়ে মাছ ধরতে গিয়ে যে এত বড় মাছ ধরতে পারব, কোনো দিন কল্পনা করিনি!’
আবু হাসান নামে আরেক শ্রমিক বলেন, ‘আমরা যখন মাছটি বাড়িতে নিয়ে আসি, তখন অনেকেই দেখতে আসেন। কেনার আগ্রহ দেখান। কিন্তু শখ করে যেহেতু মাছটি ধরতে পারছি, তাই আমরা বিক্রি না করে নিজেরা কেটে ভাগ করে নিয়েছি।’
এদিকে মাছ দেখতে আসা মিলন হোসেন বলেন, ‘আমরা খবর পেলাম সর্দারপাড়া এলাকায় একটি বড় বাগাড় মাছ ধরা পড়েছে। তাই দেখতে এসেছি। আমরা মাছটি কয়েকজন মিলে কিনতে চাইলে তাঁরা বিক্রি করতে রাজি হননি।’

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে স্থানীয়দের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাগাড় মাছ। শনিবার (২২ জুলাই) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় মহানন্দ নদীতে পাথরশ্রমিকদের জালে ধরা পড়ে মাছটি।
মাছটি বাড়িতে নিয়ে গেলে স্থানীয়রা ছুটে আসেন দেখতে। অনেকেই মাছটি কেনার আগ্রহ প্রকাশ করেন। তবে যাঁরা ধরেছেন তাঁরা মাছটি কেটে ভাগবাঁটোয়ারা করে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার ২৪ জন পাথরশ্রমিক ও কৃষক দল বেঁধে শখের বশে জাল দিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। এ সময় নদীতে জাল নিয়ে হাঁটার সময় মাছটি জালে আটকা পড়ে। দ্রুত মাছটি ধরে বাড়িতে নিয়ে যান তাঁরা। পরে সবাই মিলে ভাগ করে নেন।
এ বিষয়ে কথা হয় সেই মাছ ধরা দলে থাকা জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা প্রায়ই শখের বশে নদীতে মাছ ধরতে যাই। আজ দুপুরে মাছ ধরতে নেমে বিকেলের দিকে জালে বাগাড় মাছটি ধরা পড়ে। বাড়িতে এনে ভাগ করে নিয়েছি।’
মাছ শিকারি দলের তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ২৪ জন নদীতে মাছ ধরতে যাই। আমরা কেউ পাথর উত্তোলন, কেউ কৃষিশ্রমিক, কেউ দিনমজুর। আমরা জাল নিয়ে মাছ ধরতে গিয়ে যে এত বড় মাছ ধরতে পারব, কোনো দিন কল্পনা করিনি!’
আবু হাসান নামে আরেক শ্রমিক বলেন, ‘আমরা যখন মাছটি বাড়িতে নিয়ে আসি, তখন অনেকেই দেখতে আসেন। কেনার আগ্রহ দেখান। কিন্তু শখ করে যেহেতু মাছটি ধরতে পারছি, তাই আমরা বিক্রি না করে নিজেরা কেটে ভাগ করে নিয়েছি।’
এদিকে মাছ দেখতে আসা মিলন হোসেন বলেন, ‘আমরা খবর পেলাম সর্দারপাড়া এলাকায় একটি বড় বাগাড় মাছ ধরা পড়েছে। তাই দেখতে এসেছি। আমরা মাছটি কয়েকজন মিলে কিনতে চাইলে তাঁরা বিক্রি করতে রাজি হননি।’

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে