নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ অ্যান্ড ওয়াগন শপে লোহার বাবরি চুরির ঘটনায় জড়িত থাকায় টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট (টিএলআর) মো. জাবেদকে (৩৫) আটক করেছে সৈয়দপুর কারখানার রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ওই বাহিনীর দায়িত্বরত ইনচার্জ (হাবিলদার), রেলের কর্মচারী ও ব্যবসায়ীসহ ৮ জনের নামে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে।
আটক মো. জাবেদ সৈয়দপুর পৌর এলাকার পাটোয়ারীপাড়ার মমিতুল ইসলামের পুত্র। আজ মঙ্গলবার নীলফামারী আদালতে বিচারকের কাছে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, কারখানার ক্যারেজ অ্যান্ড ওয়াগন শপের চুরির ঘটনাটি সোমবার বিকেলে গোপন সূত্রে জানতে পারেন ওই শপের ইনচার্জ সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। তিনি তাৎক্ষণিক রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ককে বিষয়টি অবগত করেন। পরে ওই শপের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে রাত সাড়ে ১২টা ৪১ মিনিটে চুরির ঘটনাটি নিশ্চিত হন। টিএলআর মো. জাবেদ একটি বস্তায় করে লোহার বাবরি চুরি করছেন।
নিশ্চিতের পর সৈয়দপুর কারখানার রেলওয়ে নিরাপত্তা বাহিনী জাবেদকে আটক করেন। সে শপের ইনচার্জ জাহাঙ্গীর আলমের কাছে চুরির ঘটনা স্বীকার করেন। এ ছাড়া চুরির সঙ্গে জড়িত বাফার সেকশনের টিএলআর মো. হুমায়ুন কবির (৪৩), ক্যারেজ অ্যান্ড ওয়াগন শপের রেল কর্মচারী সাইফুল ইসলাম (৩৫), রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার হাসান আল মামুন (৪০) এবং চুরির মালামাল ক্রেতা সৈয়দপুর শহরের ব্যবসায়ী মোহন চন্দ্র, মুন্না হোসেন, জাভেদ আকতার ও এরশাদ আলীর নাম উল্লেখ করেন।
এরপর রাতে ক্যারেজ অ্যান্ড ওয়াগন শপের ইনচার্জ জাহাঙ্গীর আলম নিজে বাদী হয়ে এঁদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে রেলওয়ে কারখানা থেকে বিভিন্ন মালামাল চুরির অপরাধে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ টিএলআর হুমায়ুন কবির ও কর্মচারী সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান মামলার বাদী।
সৈয়দপুর কারখানার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ইলিয়াছ হোসেন বলেন, ‘আসামি জাবেদ আমাদের হেফাজতে আছে। এদিকে নিরাপত্তা বাহিনীর লালমনিরহাটের কমান্ড্যান্ট মোরশেদ আলমের নির্দেশে হাবিলদার হাসান আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী।’ তিনি জানান, এ মামলাটির আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ অ্যান্ড ওয়াগন শপে লোহার বাবরি চুরির ঘটনায় জড়িত থাকায় টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট (টিএলআর) মো. জাবেদকে (৩৫) আটক করেছে সৈয়দপুর কারখানার রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ওই বাহিনীর দায়িত্বরত ইনচার্জ (হাবিলদার), রেলের কর্মচারী ও ব্যবসায়ীসহ ৮ জনের নামে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে।
আটক মো. জাবেদ সৈয়দপুর পৌর এলাকার পাটোয়ারীপাড়ার মমিতুল ইসলামের পুত্র। আজ মঙ্গলবার নীলফামারী আদালতে বিচারকের কাছে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, কারখানার ক্যারেজ অ্যান্ড ওয়াগন শপের চুরির ঘটনাটি সোমবার বিকেলে গোপন সূত্রে জানতে পারেন ওই শপের ইনচার্জ সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। তিনি তাৎক্ষণিক রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ককে বিষয়টি অবগত করেন। পরে ওই শপের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে রাত সাড়ে ১২টা ৪১ মিনিটে চুরির ঘটনাটি নিশ্চিত হন। টিএলআর মো. জাবেদ একটি বস্তায় করে লোহার বাবরি চুরি করছেন।
নিশ্চিতের পর সৈয়দপুর কারখানার রেলওয়ে নিরাপত্তা বাহিনী জাবেদকে আটক করেন। সে শপের ইনচার্জ জাহাঙ্গীর আলমের কাছে চুরির ঘটনা স্বীকার করেন। এ ছাড়া চুরির সঙ্গে জড়িত বাফার সেকশনের টিএলআর মো. হুমায়ুন কবির (৪৩), ক্যারেজ অ্যান্ড ওয়াগন শপের রেল কর্মচারী সাইফুল ইসলাম (৩৫), রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার হাসান আল মামুন (৪০) এবং চুরির মালামাল ক্রেতা সৈয়দপুর শহরের ব্যবসায়ী মোহন চন্দ্র, মুন্না হোসেন, জাভেদ আকতার ও এরশাদ আলীর নাম উল্লেখ করেন।
এরপর রাতে ক্যারেজ অ্যান্ড ওয়াগন শপের ইনচার্জ জাহাঙ্গীর আলম নিজে বাদী হয়ে এঁদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে রেলওয়ে কারখানা থেকে বিভিন্ন মালামাল চুরির অপরাধে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ টিএলআর হুমায়ুন কবির ও কর্মচারী সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান মামলার বাদী।
সৈয়দপুর কারখানার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ইলিয়াছ হোসেন বলেন, ‘আসামি জাবেদ আমাদের হেফাজতে আছে। এদিকে নিরাপত্তা বাহিনীর লালমনিরহাটের কমান্ড্যান্ট মোরশেদ আলমের নির্দেশে হাবিলদার হাসান আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী।’ তিনি জানান, এ মামলাটির আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
১৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
১৯ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
২২ মিনিট আগে
মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে