৪ দিন ধরে দেখা নেই সূর্যের, হাড় কাঁপানো শীতে কাঁপছে ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৫: ০৩
Thumbnail image
খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। সদরের সত্যপীর ব্রিজ এলাকায়। ছবি: আজকের পত্রিকা

ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের জনজীবন। টানা চার দিন ধরে সূর্যের দেখা না মেলায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তীব্র শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তবে সরকারি-বেসরকারি পর্যায়ে এখনো শীতার্তদের মধ্যে দেখা যায়নি গরম কাপড় বিতরণ করতে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল বুধবার সারা দিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢেকে ছিল চারদিক। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ঠাকুরগাঁও সদরের আকচা এলাকার কৃষিশ্রমিক জাফর হোসেন বলেন, প্রচণ্ড শীতে খেতে নামলে মনে হয় হাত-পা অবশ হয়ে গেছে।

একই গ্রামের বৃদ্ধ হাবিবুল হক বলেন, ‘বাপু হামরা গরিব মানুষ, কাহো একটা কম্বলও দেয়নি। শীত নিবারণে খুব কষ্ট হচ্ছে।’

শীতার্ত দরিদ্র মানুষ কম্বল না পাওয়ার অভিযোগ করে বলেন, গেল বছর সরকারি কম্বল পেলেও এ বছর কেউ একটা কম্বলও দেয়নি।

রেলস্টেশনে থাকা শিউলী বেগম বলেন, রাতে ঘুমাইলে মনে হয় বরফ পড়ে শরীরে।

সদর উপজেলার বিলপাড়া গ্রামের হালিমা বেওয়া বলেন, সরকারি কম্বল গ্রামে আসে না। কম্বলের জন্য ডিসি অফিসে গেলে হয়তো পাব, কিন্তু দুই শ থেকে আড়াই শ টাকার কম্বল নিতে আরও দুই শ টাকা ভাড়ায় চলে যাবে। সে জন্য কম্বলের পেছনে না ছুটে কষ্টে দিন পার করছি।

জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, বিশেষ বরাদ্দের ১ হাজারটি কম্বল পেয়েছি, যা চাহিদার তুলনায় অপ্রতুল। আরও কম্বল চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে পত্র পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত