রংপুর প্রতিনিধি

রংপুর সিটি করপোরেশনে (রসিক) গৃহকর ছাড়া মিলছে না কোনো সেবা। সেবা নিতে হলে গৃহকর পরিশোধিত রসিদের কপি ও উৎসকর নেওয়ায় বিপাকে পড়েছেন সেবাপ্রার্থীরা। কর ছাড়া সেবা না পেয়ে বিক্ষুব্ধ সেবাপ্রার্থীরা নগর ভবনের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
সেবাপ্রার্থীদের অভিযোগ, নগরীতে ১ লাখ বাড়ির মালিক হলেও ৫ লাখ ভাড়াটিয়া থাকেন। টিকাদান, জন্মসনদ, ট্রেড লাইসেন্স, ওয়ারিশান সদন, নাগরিত্বসহ সিটি করপোরেশনের সব সেবায় নির্দিষ্ট মূল্য দিলেই পাওয়া যেত। কিন্তু হঠাৎ করে গৃহকর ও উৎসকর পরিশোধ ছাড়া কোনো সেবা পাচ্ছেন না তাঁরা। এমনকি বর্ধিত এলাকার হোল্ডিং না থাকলেও তাঁদের কাছে হোল্ড চাওয়া হচ্ছে। এতে হয়রানি ও ভোগান্তিতে পড়েছেন তাঁরা। এ ঘটনায় আজ রোববার বেলা ৩টায় বিক্ষুব্ধ সেবাপ্রার্থীরা নগর ভবনের কলাপসিবল গেট লাগিয়ে কার্যক্রম বন্ধ করে দেন।
সরেজমিনে দেখা গেছে, নগর ভবনের কলাপসিবল গেট লাগানো। সেবাপ্রার্থীরা বাইরে বিক্ষোভ করছেন। ভেতরে কর্মকর্তাদের কক্ষে ঝুলছে তালা। বিকেল পৌনে ৪টায় নগর ভবনে ছুটে আসেন রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
নগর ভবনের সামনে কথা হয় কামাল কাছনার ব্যবসায়ী অনিমেশ চন্দ্র করের সঙ্গে। তিনি ট্রেড লাইসেন্স নবায়নের জন্য এসেছেন। অনিমেশ চন্দ্র আক্ষেপ করে বলেন, ‘শহরে ব্যবসা করি। গুপ্তপাড়ায় ভাড়া থাকি। এখানে ট্রেড লাইসেন্স নবায়ন করতে এসেছি। কিন্তু গৃহকর ছাড়া তারা নবায়ন করছে না। আমার যেখানে ঘর নেই, ভাড়া থাকি, সেখানে কোথা থেকে গৃহকর দেব। আর ভাড়াটিয়া যদি গৃহকর বাকি রাখে, এতে আমার করার কী? হয়রানি ছাড়া কিছুই না।’
টিকা দিতে এসে ফিরে যাচ্ছিলেন নগরীর শাহিপাড়ার রুমা বেগম। তিনি আক্ষেপ করে বলেন, কোন দিন যে এল। বাচ্চাদের টিকা দিতেও এখন হোল্ডিং ট্যাক্সে কাগজ লাগছে। ট্যাক্সেও কাগজ ছাড়া কোনো কাজ হচ্ছে না সিটি করপোরেশনে। আলমনগর এলাকার বাসিন্দা লিটন মিয়া বলেন, ‘জন্মনিবন্ধন করাতে এখন দুই হাজার টাকা উৎসকর দিতে হচ্ছে। বস্তিতে থাকি, ভাত খেতে পারি না। এত টাকা কীভাবে দেব। এখানে সেবার নামে হরিলুট চলছে। আগে তো এমন ছিল না।’
রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে রসিকে গৃহকরের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৮ কোটি টাকা। এপ্রিল পর্যন্ত গৃহকর আদায় করা হয় প্রায় ১১ কোটি টাকা। অর্থবছরের শেষে লক্ষ্যমাত্রার বড় অংশ পূরণ না হওয়ায় আশঙ্কা দেখা দেয়। বকেয়া গৃহকর আদায়ে মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয় চলতি মাসে সিটি করপোরেশনের সমস্ত সেবা কার্যক্রম গ্রহণে সেবাগ্রহীতাদের গৃহকর পরিশোধের রসিদ সংযুক্ত করা হবে। তা ছাড়া সেবা দেওয়া যাবে না।
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু রংপুর নয়; সব সিটি করপোরেশনে এটা আছে। সব সেবার সঙ্গে ট্যাক্স আদায় বাধ্যতামূলক। কারও যদি আপত্তি থাকে, সেটা আমরা শুনছি।’
এক প্রশ্নের উত্তরে উম্মে ফাতিমা বলেন, ‘যারা ভাড়াটিয়া, যাদের হোল্ডিং নাই। তাদের বুঝিয়ে, কীভাবে বিকল্পভাবে সেবা দেওয়া যায়, সেটা আমরা করছি। আজকে যারা এ রকম করেছে, নির্দেশনা দিয়েছে, তারা অবশ্যই জনবান্ধব, জনকল্যাণমূলক কিছু করেনি। একটা ইস্যুতে যে কর্মঘণ্টা হলো, এটা কাঙ্ক্ষিত কিছু বয়ে আনতে পারে না।’

রংপুর সিটি করপোরেশনে (রসিক) গৃহকর ছাড়া মিলছে না কোনো সেবা। সেবা নিতে হলে গৃহকর পরিশোধিত রসিদের কপি ও উৎসকর নেওয়ায় বিপাকে পড়েছেন সেবাপ্রার্থীরা। কর ছাড়া সেবা না পেয়ে বিক্ষুব্ধ সেবাপ্রার্থীরা নগর ভবনের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
সেবাপ্রার্থীদের অভিযোগ, নগরীতে ১ লাখ বাড়ির মালিক হলেও ৫ লাখ ভাড়াটিয়া থাকেন। টিকাদান, জন্মসনদ, ট্রেড লাইসেন্স, ওয়ারিশান সদন, নাগরিত্বসহ সিটি করপোরেশনের সব সেবায় নির্দিষ্ট মূল্য দিলেই পাওয়া যেত। কিন্তু হঠাৎ করে গৃহকর ও উৎসকর পরিশোধ ছাড়া কোনো সেবা পাচ্ছেন না তাঁরা। এমনকি বর্ধিত এলাকার হোল্ডিং না থাকলেও তাঁদের কাছে হোল্ড চাওয়া হচ্ছে। এতে হয়রানি ও ভোগান্তিতে পড়েছেন তাঁরা। এ ঘটনায় আজ রোববার বেলা ৩টায় বিক্ষুব্ধ সেবাপ্রার্থীরা নগর ভবনের কলাপসিবল গেট লাগিয়ে কার্যক্রম বন্ধ করে দেন।
সরেজমিনে দেখা গেছে, নগর ভবনের কলাপসিবল গেট লাগানো। সেবাপ্রার্থীরা বাইরে বিক্ষোভ করছেন। ভেতরে কর্মকর্তাদের কক্ষে ঝুলছে তালা। বিকেল পৌনে ৪টায় নগর ভবনে ছুটে আসেন রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
নগর ভবনের সামনে কথা হয় কামাল কাছনার ব্যবসায়ী অনিমেশ চন্দ্র করের সঙ্গে। তিনি ট্রেড লাইসেন্স নবায়নের জন্য এসেছেন। অনিমেশ চন্দ্র আক্ষেপ করে বলেন, ‘শহরে ব্যবসা করি। গুপ্তপাড়ায় ভাড়া থাকি। এখানে ট্রেড লাইসেন্স নবায়ন করতে এসেছি। কিন্তু গৃহকর ছাড়া তারা নবায়ন করছে না। আমার যেখানে ঘর নেই, ভাড়া থাকি, সেখানে কোথা থেকে গৃহকর দেব। আর ভাড়াটিয়া যদি গৃহকর বাকি রাখে, এতে আমার করার কী? হয়রানি ছাড়া কিছুই না।’
টিকা দিতে এসে ফিরে যাচ্ছিলেন নগরীর শাহিপাড়ার রুমা বেগম। তিনি আক্ষেপ করে বলেন, কোন দিন যে এল। বাচ্চাদের টিকা দিতেও এখন হোল্ডিং ট্যাক্সে কাগজ লাগছে। ট্যাক্সেও কাগজ ছাড়া কোনো কাজ হচ্ছে না সিটি করপোরেশনে। আলমনগর এলাকার বাসিন্দা লিটন মিয়া বলেন, ‘জন্মনিবন্ধন করাতে এখন দুই হাজার টাকা উৎসকর দিতে হচ্ছে। বস্তিতে থাকি, ভাত খেতে পারি না। এত টাকা কীভাবে দেব। এখানে সেবার নামে হরিলুট চলছে। আগে তো এমন ছিল না।’
রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে রসিকে গৃহকরের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৮ কোটি টাকা। এপ্রিল পর্যন্ত গৃহকর আদায় করা হয় প্রায় ১১ কোটি টাকা। অর্থবছরের শেষে লক্ষ্যমাত্রার বড় অংশ পূরণ না হওয়ায় আশঙ্কা দেখা দেয়। বকেয়া গৃহকর আদায়ে মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয় চলতি মাসে সিটি করপোরেশনের সমস্ত সেবা কার্যক্রম গ্রহণে সেবাগ্রহীতাদের গৃহকর পরিশোধের রসিদ সংযুক্ত করা হবে। তা ছাড়া সেবা দেওয়া যাবে না।
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু রংপুর নয়; সব সিটি করপোরেশনে এটা আছে। সব সেবার সঙ্গে ট্যাক্স আদায় বাধ্যতামূলক। কারও যদি আপত্তি থাকে, সেটা আমরা শুনছি।’
এক প্রশ্নের উত্তরে উম্মে ফাতিমা বলেন, ‘যারা ভাড়াটিয়া, যাদের হোল্ডিং নাই। তাদের বুঝিয়ে, কীভাবে বিকল্পভাবে সেবা দেওয়া যায়, সেটা আমরা করছি। আজকে যারা এ রকম করেছে, নির্দেশনা দিয়েছে, তারা অবশ্যই জনবান্ধব, জনকল্যাণমূলক কিছু করেনি। একটা ইস্যুতে যে কর্মঘণ্টা হলো, এটা কাঙ্ক্ষিত কিছু বয়ে আনতে পারে না।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২০ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
২৩ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
৩৬ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৩৮ মিনিট আগে