
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে স্থানীয় নারী–শিশুসহ ৩ শতাধিক মানুষ। অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ফাঁকা গুলি ছুড়েছে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করছেন, দুষ্কৃতকারীরা আওয়ামী লীগ সমর্থিত লোকজনের বাড়িঘর ভাঙচুর এবং আগুন দেওয়ার পর থেকে এমন ঘটনার সূত্রপাত। আজ বুধবার দুপুরে এ ঘটনা। তবে বিএসএফের বাধায় কেউ সীমান্ত পার হতে পারেননি।
বিকেল ৩টার পর রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাশিপুর ইউনিয়নের নুনতোর, গৈলাপাড়া, ভাগিটোলা, কামারটলী, কামাতপাড়া, কোরেলডোভা ও ঝাড়বাড়ী গ্রামের ৩ শতাধিক লোকজন নাগর নদী পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। শুরুতে বিএসএফ বুঝিয়ে ফেরত পাঠায়। কিন্তু তাঁরা আবার অনুপ্রবেশের চেষ্টা করেন। পরে ফাঁকা গুলি ছুড়লে তাঁরা ফিরে আসেন।
বিকেল ৪টার পর জগদল সীমান্তের ৩৭৪ নং মেইন পিলারের কাছে নদীর ওপারে ভারতের মুকেশ ক্যাম্প থেকে ৩০ জনের মতো বিএসএফ সদস্যকে টহল দিতে দেখা গেছে।
ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছেন কাশিপুর কামাতপাড়া গ্রামের সুক্কু সেন। জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থক দুজনের বাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এরপর কয়েকজন এলাকায় হুমকি দিয়ে বাড়ি ছাড়তে বলেছে। এ জন্য ভয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা।
দেবী রানী নামে এক বৃদ্ধা বলেন, ‘ওপারে আমাদের আত্মীয়স্বজন আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চলে আসব।’ কিছু নিয়ে যেতে পারছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নদীতে পানি আছে, কোনো কিছু নিয়ে যাওয়ার সুযোগ নেই।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে কিছু লোক আওয়ামী লীগ সমর্থক দুজনের বাড়িতে আক্রমণ করে। তাঁরা দুজনেই হিন্দু সম্প্রদায়ের। এতে বাকিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে ওই দিনের পর আর কোনো ঘটনা ঘটেনি।
বিকেল ৫টার পর পার্শ্ববর্তী হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী ক্যাম্পের বিজিবির সদস্যরা জগদল সীমান্তে আসেন। এরপর দুটি ক্যাম্পের বিজিবি সদস্যরা মিলে লোকজনকে জগদল বিওপির সামনে ধর্মগড় কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে এনে জড়ো করেন। সেখানে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বকুল সবাইকে শান্ত করার চেষ্টা করলেও তাঁরা কোনো ভাবেই মানতে রাজি হচ্ছিলেন না।
সেখানে থাকা হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোজাম্মেল জানান, সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। বিজিবির লোকজনের কথা শুনতে নারাজ লোকজন। তবে সীমান্তের কাছ থেকে ক্যাম্প পর্যন্ত নিয়ে আসা হয়েছে।
পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর গাড়িসহ রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমানসহ স্থানীয় জামায়াত ও বিএনপির নেতা–কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
রানীশংকৈল ইউএনও রাকিবুল হাসান জানান, ঘটনাস্থল থেকে সবাইকে শান্ত করে সবাইকে বাড়িতে ফেরানো হয়েছে। সন্ধ্যা ৭টার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ওই সব পরিবারগুলোর জানমাল নিরাপত্তার জন্য এলাকায় বিজিবির সদস্যরা কাজ করছেন।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৭ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৯ মিনিট আগে