খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

ইউটিউবে ভিডিও দেখে বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন দিনাজপুরের খানসামার গোয়ালডিহি গ্রামের মৌলভীপাড়ার কৃষক দেলোয়ার হোসেন। নিজের পরিত্যক্ত জমিতে বস্তায় আদা চাষের সাফল্য অনেকের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। আদা রোপণের মাত্র তিন মাসের মাথায় গাছগুলোতে আদা হতে শুরু করেছে।
দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে ইউটিউবের মাধ্যমে বস্তায় আদা চাষের সাফল্যের কথা জেনে তিনি উপজেলা কৃষি অফিসের পরামর্শে বস্তায় আদা চাষে আগ্রহী হন। প্রথমে ছাই, জৈব সার ও বালু মিশিয়ে মাটি প্রস্তুত করে বস্তায় রাখেন। পরীক্ষামূলকভাবে ১০ শতাংশ জমিতে ১ হাজার ৩০০ বস্তায় সেই মাটি ভরে গাছের টবের মতো করেন তিনি। এরপর প্রতিটি বস্তায় দুটি করে আদার চারা রোপণ করেন। মাত্র তিন মাসের মধ্যে গাছগুলোতে আদা ধরতে শুরু করেছে, যা থেকে ইতিমধ্যে এলাকার কৃষকেরাও অনুপ্রেরণা পাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেলোয়ারের সঙ্গে কথা হয়। তিনি বলেন, এভাবে আদা চাষে সবচেয়ে বড় সুবিধা হলো পতিত জমিতে খুবই সীমিত খরচ আর স্বল্প শ্রমে চাষ করা সম্ভব। একেকটি বস্তায় প্রায় দুই কেজি পর্যন্ত আদা পাওয়া যাবে বলে ধারণা তাঁর। এ ছাড়া সীমিত খরচ, কম জায়গা আর স্বল্প শ্রমে এটি একটি লাভজনক চাষ। আদাগাছে পানির চাহিদা কম। আবার সার বা কীটনাশক ব্যবহারও তেমন করতে হয় না। মাঝেমধ্যে পাতামরা রোগ প্রতিরোধে কিছু ওষুধ স্প্রে করতে হয়। এর বাইরে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। এভাবে বস্তায় আদা চাষ করে সহজেই লাভবান হওয়া যায়।
দেলোয়ার হোসেনের এই পদ্ধতিতে আদা চাষ দেখে এলাকার অনেক মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। মাঝেমধ্যে বিভিন্ন গ্রাম থেকে আদা চাষ দেখতে আসেন অনেকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, এই পদ্ধতিতে আদা চাষে জমির চেয়ে রোগবালাইয়ের আক্রমণ হয় কম। ফলে যেকোনো স্থানে এভাবে আদা চাষ করা সম্ভব ৷ পাশাপাশি কেউ চাইলে বাসার ছাদ, বেলকনি বা বাড়ির সামনে পরিত্যক্ত স্থানেও আদা চাষ করতে পারে। বাণিজ্যিকভাবে না হলেও নিজেদের আদার চাহিদা মেটানো সম্ভব। এমন চাষাবাদ বৃদ্ধিতে কৃষি বিভাগ সর্বদা কাজ করে যাচ্ছে।

ইউটিউবে ভিডিও দেখে বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন দিনাজপুরের খানসামার গোয়ালডিহি গ্রামের মৌলভীপাড়ার কৃষক দেলোয়ার হোসেন। নিজের পরিত্যক্ত জমিতে বস্তায় আদা চাষের সাফল্য অনেকের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। আদা রোপণের মাত্র তিন মাসের মাথায় গাছগুলোতে আদা হতে শুরু করেছে।
দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে ইউটিউবের মাধ্যমে বস্তায় আদা চাষের সাফল্যের কথা জেনে তিনি উপজেলা কৃষি অফিসের পরামর্শে বস্তায় আদা চাষে আগ্রহী হন। প্রথমে ছাই, জৈব সার ও বালু মিশিয়ে মাটি প্রস্তুত করে বস্তায় রাখেন। পরীক্ষামূলকভাবে ১০ শতাংশ জমিতে ১ হাজার ৩০০ বস্তায় সেই মাটি ভরে গাছের টবের মতো করেন তিনি। এরপর প্রতিটি বস্তায় দুটি করে আদার চারা রোপণ করেন। মাত্র তিন মাসের মধ্যে গাছগুলোতে আদা ধরতে শুরু করেছে, যা থেকে ইতিমধ্যে এলাকার কৃষকেরাও অনুপ্রেরণা পাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেলোয়ারের সঙ্গে কথা হয়। তিনি বলেন, এভাবে আদা চাষে সবচেয়ে বড় সুবিধা হলো পতিত জমিতে খুবই সীমিত খরচ আর স্বল্প শ্রমে চাষ করা সম্ভব। একেকটি বস্তায় প্রায় দুই কেজি পর্যন্ত আদা পাওয়া যাবে বলে ধারণা তাঁর। এ ছাড়া সীমিত খরচ, কম জায়গা আর স্বল্প শ্রমে এটি একটি লাভজনক চাষ। আদাগাছে পানির চাহিদা কম। আবার সার বা কীটনাশক ব্যবহারও তেমন করতে হয় না। মাঝেমধ্যে পাতামরা রোগ প্রতিরোধে কিছু ওষুধ স্প্রে করতে হয়। এর বাইরে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। এভাবে বস্তায় আদা চাষ করে সহজেই লাভবান হওয়া যায়।
দেলোয়ার হোসেনের এই পদ্ধতিতে আদা চাষ দেখে এলাকার অনেক মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। মাঝেমধ্যে বিভিন্ন গ্রাম থেকে আদা চাষ দেখতে আসেন অনেকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, এই পদ্ধতিতে আদা চাষে জমির চেয়ে রোগবালাইয়ের আক্রমণ হয় কম। ফলে যেকোনো স্থানে এভাবে আদা চাষ করা সম্ভব ৷ পাশাপাশি কেউ চাইলে বাসার ছাদ, বেলকনি বা বাড়ির সামনে পরিত্যক্ত স্থানেও আদা চাষ করতে পারে। বাণিজ্যিকভাবে না হলেও নিজেদের আদার চাহিদা মেটানো সম্ভব। এমন চাষাবাদ বৃদ্ধিতে কৃষি বিভাগ সর্বদা কাজ করে যাচ্ছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে