দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়জার রহমান দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এই হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে পার্বতীপুরের চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মোটর পরিবহন মালিক সমিতির কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তাদের অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গুলপাড়া এলাকায় মো. ফয়জার রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ফয়জার রহমান গুলপাড়া রাস্তার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় পেছন থেকে মাথায় হেলমেট পরা পাঁচ-সাতজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে।
আজ সকাল থেকে টার্মিনাল থেকে চারটি রুটে কোনো বাস ছেড়ে যায়নি। তাই বাধ্য হয়ে যাত্রীদের অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে।
বাস টার্মিনালে কথা হয় মরিয়ম নেছা নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, তিনি রংপুরে যাওয়ার জন্য এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। বাধ্য হয়ে তাঁকে অটোরিকশায় বেশি টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে।
জোহরাতুন নেছা নামে আরেক ছাত্রী বলেন, আজ দুপুর ১টার দিকে দিনাজপুর সরকারি কলেজে তাঁর স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা। কিন্তু বাস না পাওয়ায় বাধ্য হয়ে অটোরিকশায় করে পরীক্ষা দিতে যাচ্ছেন।
এ নিয়ে জানতে চাইলে পার্বতীপুর মোটর মালিক সমিতির সভাপতি এ জেড এম মিনহাজুল ইসলাম বলেন, মো. ফয়জার রহমানের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মালিক ও শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন। জড়িতরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম নুরুল ইসলাম বলেন, ‘মোটর মালিক সমিতির সম্পাদক ফয়জার রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার কথা শুনেছি। তবে এ নিয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

দিনাজপুরের পার্বতীপুরে মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়জার রহমান দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এই হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে পার্বতীপুরের চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মোটর পরিবহন মালিক সমিতির কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তাদের অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গুলপাড়া এলাকায় মো. ফয়জার রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ফয়জার রহমান গুলপাড়া রাস্তার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় পেছন থেকে মাথায় হেলমেট পরা পাঁচ-সাতজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে।
আজ সকাল থেকে টার্মিনাল থেকে চারটি রুটে কোনো বাস ছেড়ে যায়নি। তাই বাধ্য হয়ে যাত্রীদের অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে।
বাস টার্মিনালে কথা হয় মরিয়ম নেছা নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, তিনি রংপুরে যাওয়ার জন্য এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। বাধ্য হয়ে তাঁকে অটোরিকশায় বেশি টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে।
জোহরাতুন নেছা নামে আরেক ছাত্রী বলেন, আজ দুপুর ১টার দিকে দিনাজপুর সরকারি কলেজে তাঁর স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা। কিন্তু বাস না পাওয়ায় বাধ্য হয়ে অটোরিকশায় করে পরীক্ষা দিতে যাচ্ছেন।
এ নিয়ে জানতে চাইলে পার্বতীপুর মোটর মালিক সমিতির সভাপতি এ জেড এম মিনহাজুল ইসলাম বলেন, মো. ফয়জার রহমানের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মালিক ও শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন। জড়িতরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম নুরুল ইসলাম বলেন, ‘মোটর মালিক সমিতির সম্পাদক ফয়জার রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার কথা শুনেছি। তবে এ নিয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
১৩ মিনিট আগে
ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে