পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজের পাঁচ দিন পর ধানখেত থেকে বায়েজিদ হোসেন নামের এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় সড়ক অবরোধসহ মানববন্ধন হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সোমবার (১৫ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টি পর্যন্ত গাইবান্ধা-নাকাইহাট আঞ্চলিক সড়কের কাজীর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য দেন বায়োজিদ হোসেনের মা রায়হানা বেগম, মাহামুদুজ্জামান প্রান্ত, ইউপি সদস্য মজনু মিয়া প্রমুখ। তাঁরা বায়োজিদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
একপর্যায়ে গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন শিশুটির মাকে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত-আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, ৮ মে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোরাবান্দা (বালুখোলা) গ্রামের চার বছরের শিশু বায়োজিদ হোসেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরদিন বায়োজিদের মা রায়হানা বেগম পলাশবাড়ী থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাঁচ দিন পর গত শনিবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বালুখোলা গ্রামের একটি ধানখেত থেকে বায়েজিদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বায়েজিদের নিখোঁজ হওয়া ও হত্যার ঘটনায় মা রায়হানা বেগমের দায়ের করা মামলায় প্রতিবেশী সিরিকুল মণ্ডলের মা ছকিনা বিবি, স্ত্রী ববিতা বেগম, ভাই শরিফুল ও ছেলে রোমান আটক রয়েছেন। এদের মধ্যে রোমান ও শরিফুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজের পাঁচ দিন পর ধানখেত থেকে বায়েজিদ হোসেন নামের এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় সড়ক অবরোধসহ মানববন্ধন হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সোমবার (১৫ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টি পর্যন্ত গাইবান্ধা-নাকাইহাট আঞ্চলিক সড়কের কাজীর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য দেন বায়োজিদ হোসেনের মা রায়হানা বেগম, মাহামুদুজ্জামান প্রান্ত, ইউপি সদস্য মজনু মিয়া প্রমুখ। তাঁরা বায়োজিদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
একপর্যায়ে গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন শিশুটির মাকে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত-আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, ৮ মে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোরাবান্দা (বালুখোলা) গ্রামের চার বছরের শিশু বায়োজিদ হোসেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরদিন বায়োজিদের মা রায়হানা বেগম পলাশবাড়ী থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাঁচ দিন পর গত শনিবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বালুখোলা গ্রামের একটি ধানখেত থেকে বায়েজিদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বায়েজিদের নিখোঁজ হওয়া ও হত্যার ঘটনায় মা রায়হানা বেগমের দায়ের করা মামলায় প্রতিবেশী সিরিকুল মণ্ডলের মা ছকিনা বিবি, স্ত্রী ববিতা বেগম, ভাই শরিফুল ও ছেলে রোমান আটক রয়েছেন। এদের মধ্যে রোমান ও শরিফুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে