কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে (৪৪) হত্যার ঘটনায় মামলা হয়েছে। এদিকে এ ঘটনায় মূল অভিযুক্ত সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সোহান হত্যার ঘটনায় শুক্রবার রাতে তাঁর স্ত্রী রোজিনা পারভীন বাদী হয়ে ছাত্রলীগ নেতা বিন্দু, ঝিনুক, ছাত্রলীগের কর্মী রায়হান কবির স্বাধীন, শহিদুল ইসলাম সৌরভের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বিন্দু ও ঝিনুককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ শনিবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আওয়ামী লীগ নেতা সোহানের মৃত্যুতে শোক জানিয়েছে জেলা ছাত্রলীগ। মৃত্যুর কারণ উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সরকারদলীয় ছাত্র সংগঠনটি। শুক্রবার রাতে জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে মূল অভিযুক্ত রেজভি কবির চৌধুরী বিন্দুকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, অভিযোগ ওঠার পর শুক্রবার রাতেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বিন্দু।
এর আগে শুক্রবার বিকেলে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা সোহানকে পরিবহনকারী একটি প্রাইভেট কারের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। এর জেরে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু তাঁর অনুসারীদের নিয়ে সোহানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। আহত সোহানকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ বলেন, রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়াকে আটক করে পুলিশ। মামলার পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
অবশ্য ঘটনার পর অভিযুক্ত ছাত্রলীগ নেতা বিন্দু তাঁর ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে দাবি করেন, ‘গুজবে কান দেবেন না...সোহান ভাই হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন।’

কুড়িগ্রামে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে (৪৪) হত্যার ঘটনায় মামলা হয়েছে। এদিকে এ ঘটনায় মূল অভিযুক্ত সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সোহান হত্যার ঘটনায় শুক্রবার রাতে তাঁর স্ত্রী রোজিনা পারভীন বাদী হয়ে ছাত্রলীগ নেতা বিন্দু, ঝিনুক, ছাত্রলীগের কর্মী রায়হান কবির স্বাধীন, শহিদুল ইসলাম সৌরভের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বিন্দু ও ঝিনুককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ শনিবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আওয়ামী লীগ নেতা সোহানের মৃত্যুতে শোক জানিয়েছে জেলা ছাত্রলীগ। মৃত্যুর কারণ উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সরকারদলীয় ছাত্র সংগঠনটি। শুক্রবার রাতে জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে মূল অভিযুক্ত রেজভি কবির চৌধুরী বিন্দুকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, অভিযোগ ওঠার পর শুক্রবার রাতেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বিন্দু।
এর আগে শুক্রবার বিকেলে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা সোহানকে পরিবহনকারী একটি প্রাইভেট কারের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। এর জেরে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু তাঁর অনুসারীদের নিয়ে সোহানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। আহত সোহানকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ বলেন, রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়াকে আটক করে পুলিশ। মামলার পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
অবশ্য ঘটনার পর অভিযুক্ত ছাত্রলীগ নেতা বিন্দু তাঁর ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে দাবি করেন, ‘গুজবে কান দেবেন না...সোহান ভাই হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে