সরকারনির্ধারিত মজুরি না দেওয়ার প্রতিবাদ করায় নীলফামারীর সৈয়দপুরে খাদ্যগুদামের ছয়জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁরা খাদ্যগুদামে কাজে গেলে ছাঁটাইয়ের কথা জানিয়ে কাজে বাধা দেওয়া হয়।
এর প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এতে সাময়িকভাবে খাদ্যগুদামে আসা ট্রাকগুলো থেকে চাল খালাসের কাজ বন্ধ হয়ে যায়। এ সময় পরিস্থিতি সামাল দিতে সেখানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকে ডাকা হয়। তিনি আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, মো. খোকন আলী, মোখছেদুল, নুর আলম, মো. সিরাজুল, জয়নুল ও মো. বাবুল নামের ছয়জন শ্রমিক দীর্ঘদিন ধরে ওই খাদ্যগুদামের পণ্য ওঠানো-নামানোর কাজ করছেন।
শ্রমিক খোকন আলী বলেন, ‘সরকার ২০২৩ সালে ট্রাক থেকে মালামাল ওঠানোর জন্য প্রতি টনে ১৩০ টাকা এবং নামানো বাবদ টনপ্রতি ১২০ টাকা নির্ধারণ করে। একই বছরের ২৫ মে সর্বশেষ সৈয়দপুরে খাদ্যগুদামে মালামাল হ্যান্ডলিং ও পরিবহন কাজে ঠিকাদার নিয়োগ দেয়। দরপত্রের মাধ্যমে কাজটি পান নীলফামারীর মেসার্স খালেক এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ঠিকাদার শ্রমিকদের সেই নির্ধারিত মজুরি না দিয়ে আমাদের ৪৭ টাকা করে মজুরি দিয়ে আসছে। এ ছাড়া মজুরি ব্যাংক হিসাবে পরিশোধের কথা বলা হলেও ওই ঠিকাদার তা করছেন না। ঠিকাদারের এসব অনিয়মের বিষয় জানিয়ে আমরা ছয়জন বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। এ কারণেই আমাদের ছাঁটাই করা হয়েছে জানিয়ে কাজে বাধা দেওয়া হয়।’
শ্রমিকদের অভিযোগ, মজুরি কম দেওয়া ও ঠিকাদারের অনিয়মের প্রতিবাদ করাতেই সৈয়দপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুজ্জামানের যোগসাজশে তাঁদের ছাঁটাই করা হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করায় এভাবে ছাঁটাই করায় ওই ঠিকাদারের বিরুদ্ধে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মজুরি কম দেওয়ার বিষয়টি অস্বীকার করে ঠিকাদার খালেকুজ্জামান বলেন, ‘ওই ছয়জন শ্রমিক পরপর তিন দিন কাজে অনুপস্থিত ছিলেন। এতে করে গুদামে মালামাল ওঠানো-নামানো কাজে সমস্যার সৃষ্টি হয়। আর সরকারি কাজে এভাবে সমস্যা সৃষ্টি করায় তাঁদের সাময়িকভাবে ছাঁটাই করা হয়েছে।’
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুজ্জামান বলেন, ‘আমরা কোনো শ্রমিক নিয়োগ দিই না। আমরা কাজের জন্য ঠিকাদার নিয়োগ দিই। ঠিকাদার শ্রমিক নিয়োগ করে আমাদের কাজ বুঝিয়ে দেন। তাই বিষয়টি ঠিকাদার ও শ্রমিকদের। আমার করণীয় কিছু নেই।’
সৈয়দপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ বলেন, বিষয়টি নিয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে