নীলফামারী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চলে দৃষ্টিসীমা কম থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। ধীরগতির কারণে সড়কপথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো চার-পাঁচ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে। নির্ধারিত সূচির এক-দুই ঘণ্টা দেরিতে চলাচল করছে ট্রেনগুলো।
এদিকে ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এর ফলে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ বিমানসহ বেসরকারি কোম্পানির চারটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করেনি।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে এই অঞ্চল। দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে দৃষ্টিসীমা ছিল মাত্র ৮০০ মিটার, যা ফ্লাইট ওঠানামার জন্য যথেষ্ট নয়। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঘন কুয়াশায় সঙ্গে পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয়-সাত কিলোমিটার বেগে হিমেল বাতাস বইছে। এই বায়ুপ্রবাহের কারণে দ্রুত ঘন কুয়াশা কেটে যাচ্ছে। তার পরও বেলা ১টার আগে ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। এই অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশার কারণে ধীরগতিতে চলাচল করছে। এর ফলে ঢাকা-চিলাহাটি রুটের ‘নীলসাগর এক্সপ্রেস’ ও ‘চিলাহাটি এক্সপ্রেস’ এবং খুলনা-চিলাহাটি রুটের ‘রুপসা এক্সপ্রেস’ ও ’সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনগুলো এক-দুই ঘণ্টা দেরিতে চলাচল করছে। কুয়াশা কেটে গেলে এ সমস্যা থাকবে না বলে জানান তিনি।
সৈয়দপুর শহরের দূরপাল্লার যান এনা পরিবহনের কমিশন এজেন্ট ফয়সাল দিদার দিপু আজকের পত্রিকাকে জানান, রাত ১১টার পর ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনচালকেরা ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়েছেন। এতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলের নৈশ কোচগুলো তিন-চার ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছে। দুর্ঘটনা এড়াতে এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ার কারণে নৈশ কোচগুলোতে যাত্রীর সংখ্যাও কমেছে।
রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে হাইওয়ের পুলিশ সদস্যরা রাতের বেলায় সড়কে টহল অব্যাহত রেখেছেন। নৈশ কোচসহ বিভিন্ন যানবাহনের চালকদের গতি নিয়ন্ত্রণ করে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে।
সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছে। এর ফলে ইউএস-বাংলা, নভোএয়ার ও বাংলাদেশ বিমানের চারটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি। সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ওই সব ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সময়সূচি ছিল। তিনি আরও বলেন, ‘ঘন কুয়াশার কারণে সকালের এসব ফ্লাইট বাতিলের সম্ভাবনা এখনো নেই। কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।’

ঘন কুয়াশার কারণে নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চলে দৃষ্টিসীমা কম থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। ধীরগতির কারণে সড়কপথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো চার-পাঁচ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে। নির্ধারিত সূচির এক-দুই ঘণ্টা দেরিতে চলাচল করছে ট্রেনগুলো।
এদিকে ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এর ফলে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ বিমানসহ বেসরকারি কোম্পানির চারটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করেনি।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে এই অঞ্চল। দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে দৃষ্টিসীমা ছিল মাত্র ৮০০ মিটার, যা ফ্লাইট ওঠানামার জন্য যথেষ্ট নয়। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঘন কুয়াশায় সঙ্গে পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয়-সাত কিলোমিটার বেগে হিমেল বাতাস বইছে। এই বায়ুপ্রবাহের কারণে দ্রুত ঘন কুয়াশা কেটে যাচ্ছে। তার পরও বেলা ১টার আগে ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। এই অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশার কারণে ধীরগতিতে চলাচল করছে। এর ফলে ঢাকা-চিলাহাটি রুটের ‘নীলসাগর এক্সপ্রেস’ ও ‘চিলাহাটি এক্সপ্রেস’ এবং খুলনা-চিলাহাটি রুটের ‘রুপসা এক্সপ্রেস’ ও ’সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনগুলো এক-দুই ঘণ্টা দেরিতে চলাচল করছে। কুয়াশা কেটে গেলে এ সমস্যা থাকবে না বলে জানান তিনি।
সৈয়দপুর শহরের দূরপাল্লার যান এনা পরিবহনের কমিশন এজেন্ট ফয়সাল দিদার দিপু আজকের পত্রিকাকে জানান, রাত ১১টার পর ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনচালকেরা ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়েছেন। এতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলের নৈশ কোচগুলো তিন-চার ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছে। দুর্ঘটনা এড়াতে এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ার কারণে নৈশ কোচগুলোতে যাত্রীর সংখ্যাও কমেছে।
রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে হাইওয়ের পুলিশ সদস্যরা রাতের বেলায় সড়কে টহল অব্যাহত রেখেছেন। নৈশ কোচসহ বিভিন্ন যানবাহনের চালকদের গতি নিয়ন্ত্রণ করে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে।
সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছে। এর ফলে ইউএস-বাংলা, নভোএয়ার ও বাংলাদেশ বিমানের চারটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি। সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ওই সব ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সময়সূচি ছিল। তিনি আরও বলেন, ‘ঘন কুয়াশার কারণে সকালের এসব ফ্লাইট বাতিলের সম্ভাবনা এখনো নেই। কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।’

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে