Ajker Patrika

বাড়ি থেকে বের হওয়ার পরদিন মিলল বৃদ্ধের গলাকাটা লাশ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১২: ৫৯
বাড়ি থেকে বের হওয়ার পরদিন মিলল বৃদ্ধের গলাকাটা লাশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সুরত আলী প্রামাণিক (৬০)। আজ শনিবার সকাল ১০টার দিকে সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন ঘাঘট নদের বাঁধের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরত আলী উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষ্মীপুর গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে।

নিহত সুরত আলীর ছেলে রফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে সাদুল্লাপুর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তাঁর বাবা। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। গতকাল রাতেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ-খবর করে তাঁর কোনো সন্ধান পাননি। পরে আজ সকালে এলাকাবাসী জানান তাঁর বাবার গলাকাটা লাশ পড়ে আছে। পূর্বশত্রুতার জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এনায়েত কবির জানান, সকালে রাস্তার পাশে সুরত আলীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত