গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পারিবারিক নির্যাতনের কারণে ওই তরুণী এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ বলছে, পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার সহকারী উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী।
নিহত ওই কিশোরীর নাম শিলা আক্তার (১৬)। সে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গামের শহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা বলছেন, তিন বছর আগে স্কুলপড়ুয়া শিলা আক্তারের বিয়ে হয়। বিয়েতে শিলা রাজি না থাকলেও পরিবারের চাপে সম্মতি দিতে বাধ্য হয়। কম বয়সে বিয়ের ফলে সংসারে বিভিন্ন কাজ-কর্ম নিয়ে পারিবারিক দ্বন্দ্ব হতো। এসব কারণে কিছুদিন আগে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকত শিলা। কিন্তু সেখানেও পরিবারের লোকজন মানসিক নির্যাতন শুরু করে। এসব নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার ভোররাতে গ্যাস ট্যাবলেট খেয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। সকালে পরিবারের অন্য সদস্যরা ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মেয়েটিকে পারিবারিকভাবে নির্যাতন করা হতো। নির্যাতন সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে কিশোরীর পরিবার বলছে, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। প্রশাসন মরদেহ দাফনের অনুমতি দিয়েছে।
এদিকে বুধবার দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখনো ঘটনাস্থলে আছি। মেয়েটি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আশপাশের গণমান্য ব্যক্তি, পরিবারসহ কারও কোনো অভিযোগ না থাকার কারণে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পারিবারিক নির্যাতনের কারণে ওই তরুণী এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ বলছে, পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার সহকারী উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী।
নিহত ওই কিশোরীর নাম শিলা আক্তার (১৬)। সে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গামের শহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা বলছেন, তিন বছর আগে স্কুলপড়ুয়া শিলা আক্তারের বিয়ে হয়। বিয়েতে শিলা রাজি না থাকলেও পরিবারের চাপে সম্মতি দিতে বাধ্য হয়। কম বয়সে বিয়ের ফলে সংসারে বিভিন্ন কাজ-কর্ম নিয়ে পারিবারিক দ্বন্দ্ব হতো। এসব কারণে কিছুদিন আগে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকত শিলা। কিন্তু সেখানেও পরিবারের লোকজন মানসিক নির্যাতন শুরু করে। এসব নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার ভোররাতে গ্যাস ট্যাবলেট খেয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। সকালে পরিবারের অন্য সদস্যরা ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মেয়েটিকে পারিবারিকভাবে নির্যাতন করা হতো। নির্যাতন সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে কিশোরীর পরিবার বলছে, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। প্রশাসন মরদেহ দাফনের অনুমতি দিয়েছে।
এদিকে বুধবার দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখনো ঘটনাস্থলে আছি। মেয়েটি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আশপাশের গণমান্য ব্যক্তি, পরিবারসহ কারও কোনো অভিযোগ না থাকার কারণে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২২ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে