মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর থেকে মীশরাত জাহান মিম (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী সাজ্জাদ পারভেজ (২৬)। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেছেন গৃহবধূর বাবা।
আজ রোববার বালুয়ামাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবার বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
মিম ওই গ্রামের মোহসীন হাফিজ বাহাদুরের একমাত্র মেয়ে। স্বামী সাজ্জাদ পারভেজ ও সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন তিনি।
পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে একই উপজেলার হযরতপুর গ্রামের আব্দুস সালাম মুন্সির ছেলে সাজ্জাদ পারভেজের সঙ্গে মিমের বিয়ে হয়। তাঁদের ঘরে একটি ছেলেসন্তান রয়েছে। বেশ কিছুদিন আগে থেকে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সাজ্জাদ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাজ্জাদ স্ত্রী মিমের ওপর নির্যাতন শুরু করেন। বিষয়টি জানতে পেরে মেয়ে ও জামাতাকে নিজ বাড়িতে ঘর নির্মাণ করে সেখানেই বসবাসের ব্যবস্থা করে দেন মিমের বাবা।
আজ গলায় ফাঁস লাগানো অবস্থায় মিমের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মিমের বাবা মোহসীন হাফিজ বাহাদুর জানান, জামাতা সাজ্জাদ তাঁর মেয়েকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় সাজ্জাদকে আসামি করে থানায় মামলা করেছেন তিনি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিমের বাবা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রংপুরের মিঠাপুকুর থেকে মীশরাত জাহান মিম (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী সাজ্জাদ পারভেজ (২৬)। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেছেন গৃহবধূর বাবা।
আজ রোববার বালুয়ামাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবার বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
মিম ওই গ্রামের মোহসীন হাফিজ বাহাদুরের একমাত্র মেয়ে। স্বামী সাজ্জাদ পারভেজ ও সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন তিনি।
পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে একই উপজেলার হযরতপুর গ্রামের আব্দুস সালাম মুন্সির ছেলে সাজ্জাদ পারভেজের সঙ্গে মিমের বিয়ে হয়। তাঁদের ঘরে একটি ছেলেসন্তান রয়েছে। বেশ কিছুদিন আগে থেকে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সাজ্জাদ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাজ্জাদ স্ত্রী মিমের ওপর নির্যাতন শুরু করেন। বিষয়টি জানতে পেরে মেয়ে ও জামাতাকে নিজ বাড়িতে ঘর নির্মাণ করে সেখানেই বসবাসের ব্যবস্থা করে দেন মিমের বাবা।
আজ গলায় ফাঁস লাগানো অবস্থায় মিমের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মিমের বাবা মোহসীন হাফিজ বাহাদুর জানান, জামাতা সাজ্জাদ তাঁর মেয়েকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় সাজ্জাদকে আসামি করে থানায় মামলা করেছেন তিনি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিমের বাবা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১৬ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২৯ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৬ মিনিট আগে