কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের সদর উপজেলায় গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বে বড় আবুল কালাম আজাদের (৭৫) মৃত্যুর খবরে তাঁর বোন ছকিনা খাতুনের (৭২) মৃত্যুর ঘটনায় একই পরিবারের ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাতে কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রাম থেকে তাঁদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
আটক ব্যক্তিরা হলেন অভিযুক্ত কাঠ ব্যবসায়ী দুলাল হোসেনের ভাই ইকবাল, নুর জামাল ও নুর বকশ, ইকবালের স্ত্রী আলেয়া খাতুন, দুই ছেলে মিজানুর ও আশরাফুল। এঁরা সবাই অভিযুক্ত জুবায়ের ও তাঁর বাবা দুলালের সঙ্গে নিহত আবুল কালাম আজাদের বাড়িতে হামলায় অংশ নিয়েছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তবে মূল অভিযুক্ত দুলাল হোসেন ও তাঁর ছেলে জুবায়ের এখনো পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আবুল কালাম আজাদের ছেলে ও ইউনিয়নের গ্রাম পুলিশ আনিছুর তাঁর প্রতিবেশী আবুল কাশেমের একটি আমগাছের ডাল কাটেন। কিন্তু গাছটি নিজেদের দাবি করে এ নিয়ে জুবায়ের ও তাঁর বাবা দুলাল হোসেন আনিছুরদের সঙ্গে বিবাদে জড়ান। স্থানীয়রা এ নিয়ে উভয় পক্ষকে শান্ত করে পরবর্তী সময়ে বসে মীমাংসার কথা জানান।
কিন্তু বুধবার রাত ৯টার দিকে জুবায়ের ও তাঁর বাবা দুলাল হোসেন দলবল নিয়ে আনিছুরদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে আবারও বিবাদে জড়ান। এ সময় জুবায়ের আবুল কালাম আজাদের বুকে ঘুষি মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে আবুল কালামের মৃত্যুর খবর শুনে তাঁর ছোট বোন ছকিনা খাতুন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন। ঘটনার পর জুবায়ের ও তার বাবা দুলাল হোসেন দলবল নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর জুবায়ের ও তাঁর বাবা দুলাল হোসেন পালিয়ে গেলেও তাঁদের সঙ্গে হামলায় অংশ নেওয়ার অভিযোগে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। নিরাপত্তার কথা বিবেচনা করে ছয়জনকে আটক করে থানায় নেয় বলে জানিয়েছে পুলিশ।
তবে বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর ছকিনার মরদেহ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দাফন শেষে পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

কুড়িগ্রামের সদর উপজেলায় গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বে বড় আবুল কালাম আজাদের (৭৫) মৃত্যুর খবরে তাঁর বোন ছকিনা খাতুনের (৭২) মৃত্যুর ঘটনায় একই পরিবারের ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাতে কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রাম থেকে তাঁদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
আটক ব্যক্তিরা হলেন অভিযুক্ত কাঠ ব্যবসায়ী দুলাল হোসেনের ভাই ইকবাল, নুর জামাল ও নুর বকশ, ইকবালের স্ত্রী আলেয়া খাতুন, দুই ছেলে মিজানুর ও আশরাফুল। এঁরা সবাই অভিযুক্ত জুবায়ের ও তাঁর বাবা দুলালের সঙ্গে নিহত আবুল কালাম আজাদের বাড়িতে হামলায় অংশ নিয়েছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তবে মূল অভিযুক্ত দুলাল হোসেন ও তাঁর ছেলে জুবায়ের এখনো পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আবুল কালাম আজাদের ছেলে ও ইউনিয়নের গ্রাম পুলিশ আনিছুর তাঁর প্রতিবেশী আবুল কাশেমের একটি আমগাছের ডাল কাটেন। কিন্তু গাছটি নিজেদের দাবি করে এ নিয়ে জুবায়ের ও তাঁর বাবা দুলাল হোসেন আনিছুরদের সঙ্গে বিবাদে জড়ান। স্থানীয়রা এ নিয়ে উভয় পক্ষকে শান্ত করে পরবর্তী সময়ে বসে মীমাংসার কথা জানান।
কিন্তু বুধবার রাত ৯টার দিকে জুবায়ের ও তাঁর বাবা দুলাল হোসেন দলবল নিয়ে আনিছুরদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে আবারও বিবাদে জড়ান। এ সময় জুবায়ের আবুল কালাম আজাদের বুকে ঘুষি মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে আবুল কালামের মৃত্যুর খবর শুনে তাঁর ছোট বোন ছকিনা খাতুন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন। ঘটনার পর জুবায়ের ও তার বাবা দুলাল হোসেন দলবল নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর জুবায়ের ও তাঁর বাবা দুলাল হোসেন পালিয়ে গেলেও তাঁদের সঙ্গে হামলায় অংশ নেওয়ার অভিযোগে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। নিরাপত্তার কথা বিবেচনা করে ছয়জনকে আটক করে থানায় নেয় বলে জানিয়েছে পুলিশ।
তবে বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর ছকিনার মরদেহ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দাফন শেষে পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে