কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থানার ওসি যদি কারো ইশারায় চলেন তাহলে থানা ঘেরাও করে রাখা হুমকি দয়েছেন পৌর মেয়র এরশাদুল হক এরশাদ। গতকাল সোমবার রাতে উপজেলার হারাগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক জোটের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এই হুমকি দেন।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্যে হারাগাছ থানার ওসি বলেন, তিনি থানাকে দালাল মুক্ত রাখবেন। থানায় যে কোনো অভিযোগ, জিডি ও মামলা করার জন্য কোনো দালালের প্রয়োজন হবে না। যে কোনো বিষয়ে যে কেউ তাঁর সঙ্গে সরাসরি দেখা করতে পারেন, নিতে পারেন পরামর্শও।
থানার ওসির বক্তব্য প্রসঙ্গে পৌর মেয়র এরশাদুল বলেন, ‘অনুষ্ঠানে হারাগাছ থানার ওসি সুন্দর সুন্দর কথা বলছেন। এর আগে হারাগাছ থানায় তিন-চার ওসি চলে গেছেন, কিন্তু তাঁরাও মাদক মুক্ত করতে পারে নাই। আপনি ওসি থানাকে দালাল মুক্ত করার কথা বলেছেন। আমি স্পষ্ট ভাষায় বলছি কারো ইশারায়, আপনি (ওসি) যদি এর থেকে ব্যতয় ঘটান তা হলে আমি আপনার থানা ঘেরাও করে রাখব।’
পৌর মেয়র এরশাদুল আরও বলেন, ‘এখানকার মানুষের মধ্যে পুলিশের উপর যে ভুল ধারনা রয়েছে। আপনি (ওসি) সেই ভুল ধারনা মানুষের মাঝ থেকে দুর করবেন। পাশাপাশি হারাগাছকে মাদক মুক্ত করবেন। আপনি (ওসি) ভালো কাজ করেন আমি মেয়র আপনার সঙ্গে থাকব।’
প্রকাশ্য অনুষ্ঠানে মেয়রের এমন বক্তব্যকে প্রসঙ্গে স্থানীয় সচেতন মহল বলছে, হারাগাছ একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানকার প্রায় ৮৫ ভাগ মানুষ শ্রমজীবি। আর এলাকার একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে থানা ঘেরাও রাখার ঘোষণার বক্তব্য উস্কানিমুলক। কারণ গত বছর পুলিশ নির্যাতনে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগে বিক্ষুদ্ধ জনতা থানা ঘেরাও ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছিল।
মেয়রের বক্তব্য প্রসঙ্গে রংপুর মেট্টোপলিটন উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, প্রকাশ্য অনুষ্ঠানে হারাগাছ পৌর মেয়রের এমন বক্তব্য দেওয়া উচিত হয় নাই। তিনি তো একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি। তাঁর বক্তব্যের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থানার ওসি যদি কারো ইশারায় চলেন তাহলে থানা ঘেরাও করে রাখা হুমকি দয়েছেন পৌর মেয়র এরশাদুল হক এরশাদ। গতকাল সোমবার রাতে উপজেলার হারাগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক জোটের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এই হুমকি দেন।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্যে হারাগাছ থানার ওসি বলেন, তিনি থানাকে দালাল মুক্ত রাখবেন। থানায় যে কোনো অভিযোগ, জিডি ও মামলা করার জন্য কোনো দালালের প্রয়োজন হবে না। যে কোনো বিষয়ে যে কেউ তাঁর সঙ্গে সরাসরি দেখা করতে পারেন, নিতে পারেন পরামর্শও।
থানার ওসির বক্তব্য প্রসঙ্গে পৌর মেয়র এরশাদুল বলেন, ‘অনুষ্ঠানে হারাগাছ থানার ওসি সুন্দর সুন্দর কথা বলছেন। এর আগে হারাগাছ থানায় তিন-চার ওসি চলে গেছেন, কিন্তু তাঁরাও মাদক মুক্ত করতে পারে নাই। আপনি ওসি থানাকে দালাল মুক্ত করার কথা বলেছেন। আমি স্পষ্ট ভাষায় বলছি কারো ইশারায়, আপনি (ওসি) যদি এর থেকে ব্যতয় ঘটান তা হলে আমি আপনার থানা ঘেরাও করে রাখব।’
পৌর মেয়র এরশাদুল আরও বলেন, ‘এখানকার মানুষের মধ্যে পুলিশের উপর যে ভুল ধারনা রয়েছে। আপনি (ওসি) সেই ভুল ধারনা মানুষের মাঝ থেকে দুর করবেন। পাশাপাশি হারাগাছকে মাদক মুক্ত করবেন। আপনি (ওসি) ভালো কাজ করেন আমি মেয়র আপনার সঙ্গে থাকব।’
প্রকাশ্য অনুষ্ঠানে মেয়রের এমন বক্তব্যকে প্রসঙ্গে স্থানীয় সচেতন মহল বলছে, হারাগাছ একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানকার প্রায় ৮৫ ভাগ মানুষ শ্রমজীবি। আর এলাকার একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে থানা ঘেরাও রাখার ঘোষণার বক্তব্য উস্কানিমুলক। কারণ গত বছর পুলিশ নির্যাতনে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগে বিক্ষুদ্ধ জনতা থানা ঘেরাও ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছিল।
মেয়রের বক্তব্য প্রসঙ্গে রংপুর মেট্টোপলিটন উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, প্রকাশ্য অনুষ্ঠানে হারাগাছ পৌর মেয়রের এমন বক্তব্য দেওয়া উচিত হয় নাই। তিনি তো একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি। তাঁর বক্তব্যের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১২ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে