রংপুর প্রতিনিধি

রংপুর নগরীতে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল। এগুলোয় সেবা নিতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। নগরীর ধাপ এলাকায় স্বপ্ন জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এর জেরে আজ সোমবার দুপুরে যৌথ বাহিনী কয়েকটি হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা এবং কার্যক্রম বন্ধ করে দেয়।
সেনাবাহিনীর ৩০ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ বলেন, ‘গত শুক্রবার স্বপ্ন ক্লিনিকে একটি নবজাতক অসুস্থ হয়। পরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। সে তথ্য আমাদের ইনফর্ম করা হয়। আমরা ক্লিনিকটা এসে দেখে যাই। পরবর্তী সময়ে পরিকল্পনা করে আজকে আশপাশে যত ক্লিনিক আছে, সবটিতে সমন্বিতভাবে অভিযান চালাই।’
যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও সিভিল সার্জন। স্বপ্ন জেনারেল হাসপাতালসহ আশপাশের আরও দুটি বেসরকারি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় মোট চারটি প্রতিষ্ঠান থেকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বৈধ কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকায় ক্লিনিকগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম জানান, অভিযানে রংপুর নগরীর ধাপ এলাকায় নিউ রংপুর ক্লিনিক, স্বপ্ন জেনারেল হাসপাতাল, উত্তরা জেনারেল হাসপাতালের বৈধ কাগজপত্র না থাকা ও নোংরা পরিবেশের কারণে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, লোকবল ও গাড়ির সংকট থাকায় নিয়মিত অভিযান চালানো যাচ্ছে না।
উল্লেখ্য, হারাগাছের মোকলেছুর রহমানের স্ত্রী এনজেনা বেগমের প্রসববেদনা উঠলে নগরীর ধাপ এলাকার স্বপ্ন জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে বৃহস্পতিবার সিজারে মাধ্যমে সন্তান জন্ম দেন। পরদিন শুক্রবার রাত সাড়ে ১১টায় বাচ্চাটি মারা যায়।

রংপুর নগরীতে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল। এগুলোয় সেবা নিতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। নগরীর ধাপ এলাকায় স্বপ্ন জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এর জেরে আজ সোমবার দুপুরে যৌথ বাহিনী কয়েকটি হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা এবং কার্যক্রম বন্ধ করে দেয়।
সেনাবাহিনীর ৩০ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ বলেন, ‘গত শুক্রবার স্বপ্ন ক্লিনিকে একটি নবজাতক অসুস্থ হয়। পরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। সে তথ্য আমাদের ইনফর্ম করা হয়। আমরা ক্লিনিকটা এসে দেখে যাই। পরবর্তী সময়ে পরিকল্পনা করে আজকে আশপাশে যত ক্লিনিক আছে, সবটিতে সমন্বিতভাবে অভিযান চালাই।’
যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও সিভিল সার্জন। স্বপ্ন জেনারেল হাসপাতালসহ আশপাশের আরও দুটি বেসরকারি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় মোট চারটি প্রতিষ্ঠান থেকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বৈধ কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকায় ক্লিনিকগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম জানান, অভিযানে রংপুর নগরীর ধাপ এলাকায় নিউ রংপুর ক্লিনিক, স্বপ্ন জেনারেল হাসপাতাল, উত্তরা জেনারেল হাসপাতালের বৈধ কাগজপত্র না থাকা ও নোংরা পরিবেশের কারণে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, লোকবল ও গাড়ির সংকট থাকায় নিয়মিত অভিযান চালানো যাচ্ছে না।
উল্লেখ্য, হারাগাছের মোকলেছুর রহমানের স্ত্রী এনজেনা বেগমের প্রসববেদনা উঠলে নগরীর ধাপ এলাকার স্বপ্ন জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে বৃহস্পতিবার সিজারে মাধ্যমে সন্তান জন্ম দেন। পরদিন শুক্রবার রাত সাড়ে ১১টায় বাচ্চাটি মারা যায়।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৫ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩৯ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে