ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

মিরসরাইয়ে ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই দুর্ঘটনা থেকে রক্ষা পেল ফুলবাড়ী-রংপুর সড়কে চলাচলকারী পথচারীরা। আজ সোমবার সকাল ১০টা ৫২ মিনিটে ফুলবাড়ী-রংপুর সড়কের রেল গুমটির লেভেল ক্রসিং গেটে ব্যারিয়ার ফেলা হয়নি। এ সময় ব্যারিয়ার না দেওয়ার বিষয়ে প্রতিবাদ করায় রেলের খালাসির সঙ্গে স্থানীয় যুবকের হাতাহাতি হয়। পরে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করে রাখেন স্থানীয়রা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি আজ সকাল ১০টা ৫২ মিনিটে ফুলবাড়ী স্টেশনে প্রবেশ করার জন্য আউটার সিগন্যালের কাছে চলে আসে। কিন্তু ওই সময় দায়িত্বরত গেটম্যান আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন না। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের চিৎকারে দুর্ঘটনা থেকে রক্ষা করতে রফিকুল ইসলাম নামে এক স্থানীয় পান দোকানি ছুটে এসে ব্যারিয়ারটি ফেলে দেন। পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত ওই গেটম্যানকে খুঁজে না পেয়ে রেলের খালাসি জয়নালের সঙ্গে স্থানীয়দের বাগ্বিতণ্ডা হয়।
এ সময় জয়নাল স্থানীয় যুবক সোহেলের ওপর চড়াও হয়ে কিলঘুষি মারেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করে রাখে। এতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আউটারে এবং রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে। ফলে চিলাহাটি-পঞ্চগড়-খুলনা-রাজশাহী-ঢাকা পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা-পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী বাদশা মিয়া, রুবেল ইসলাম ও রফিকুল ইসলাম বলেন, ‘রূপসা এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি স্টেশনে প্রবেশ করার জন্য আউটারে চলে আসে। কিন্তু ওই সময় দায়িত্বরত গেটম্যান আব্দুল্লাহ আল মামুন না থাকায় লেভেল ক্রসিংয়ের ব্যারিয়ারটি ফেলা হয়নি। পরে আমাদের চিৎকারে পান দোকানি রফিকুল ইসলাম ছুটে এসে ব্যারিয়ারটি ফেললে দুর্ঘটনা থেকে রক্ষা পায় পথচারীসহ চলাচলরত যানবাহন। ঘটনার পর আমরা ওই গেটম্যানকে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে ঘটনাস্থলে পাইনি। ওই গেটম্যানকে না পেয়ে খালাসি জয়নাল আবেদিনের কাছে গেটম্যানের খোঁজ করলে তিনি চড়াও হন এবং স্থানীয় যুবক সোহেলকে কিলঘুষি মেরে জখম করেন।’
অভিযোগ করে তাঁরা আরও বলেন, ‘ওই গেটম্যান প্রায় সময় বিভিন্ন দোকানে আড্ডা দেওয়াসহ মোবাইলে ব্যস্ত থাকেন। এর আগেও গেটম্যানের দায়িত্ব অবহেলার কারণে ওই ব্যারিকেড গেটে একাধিক দুর্ঘটনা ঘটেছে। দায়িত্বরতদের অবহেলার কারণে যেন প্রাণহানি না ঘটে সে বিষয়গুলো নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।’
ট্রেনযাত্রী মো. সরওয়ার্দী ও তসলিমা বেগম বলেন, এক ঘণ্টা থেকে ট্রেন থেমে আছে। শুনেছি ফুলবাড়ী লেভেল ক্রসিং গেটে স্থানীয়রা অবরোধ করে রেখেছেন।
গেটম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি নাশতা করতে পাশের একটি হোটেলে গিয়েছিলাম। আসতে কিছুটা বিলম্ব হওয়ায় রূপসা এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি আউটারে চলে আসে। ওই সময় তাড়াহুড়া করে আমিসহ পান দোকানি রফিকুল ইসলাম দৌড়ে এসে দুই পাশের ব্যারিকেড নামিয়ে দিই।’
মারধরের বিষয়ে খালাসি জয়নাল আবেদিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয়রা গেটম্যানকে খুঁজে না পেয়ে আমার ওপর ক্ষিপ্ত হন। তাঁদের বোঝানোর চেষ্টা করার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।’
এ বিষয়ে ফুলবাড়ী রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ‘সকাল ১০টা ৫২ মিনিটে রূপসা এক্সপ্রেস ও তিতুমীর এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং হওয়ার কথা ছিল। তার আগে গেটম্যানকে অবগত করা হয়। কিন্তু সড়কে যানজট থাকায় ব্যারিয়ারটি নামাতে দেরি হয়েছে। এ কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তাঁদের অবরোধে সকাল ১০টা ৫২ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপুর ১২টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে স্থানীয়দের সঙ্গে ওই খালাসির হাতাহাতির বিষয়টি আমার জানা নেই।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম ও পার্বতীপুর রেল পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনার প্রতিবাদ করায় সোহেল নামে এক যুবককে খালাসি জয়নাল আবেদিন ঘুষি মেরে জখম করেছেন। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে রেলপথ অবরোধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকা থেকে একটি মাইক্রোবাসযোগে খৈয়াছড়া ঝরনা দেখতে যান ওই তরুণেরা। ভ্রমণ শেষে বেলা পৌনে ১টার দিকে ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।

মিরসরাইয়ে ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই দুর্ঘটনা থেকে রক্ষা পেল ফুলবাড়ী-রংপুর সড়কে চলাচলকারী পথচারীরা। আজ সোমবার সকাল ১০টা ৫২ মিনিটে ফুলবাড়ী-রংপুর সড়কের রেল গুমটির লেভেল ক্রসিং গেটে ব্যারিয়ার ফেলা হয়নি। এ সময় ব্যারিয়ার না দেওয়ার বিষয়ে প্রতিবাদ করায় রেলের খালাসির সঙ্গে স্থানীয় যুবকের হাতাহাতি হয়। পরে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করে রাখেন স্থানীয়রা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি আজ সকাল ১০টা ৫২ মিনিটে ফুলবাড়ী স্টেশনে প্রবেশ করার জন্য আউটার সিগন্যালের কাছে চলে আসে। কিন্তু ওই সময় দায়িত্বরত গেটম্যান আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন না। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের চিৎকারে দুর্ঘটনা থেকে রক্ষা করতে রফিকুল ইসলাম নামে এক স্থানীয় পান দোকানি ছুটে এসে ব্যারিয়ারটি ফেলে দেন। পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত ওই গেটম্যানকে খুঁজে না পেয়ে রেলের খালাসি জয়নালের সঙ্গে স্থানীয়দের বাগ্বিতণ্ডা হয়।
এ সময় জয়নাল স্থানীয় যুবক সোহেলের ওপর চড়াও হয়ে কিলঘুষি মারেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করে রাখে। এতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আউটারে এবং রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে। ফলে চিলাহাটি-পঞ্চগড়-খুলনা-রাজশাহী-ঢাকা পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা-পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী বাদশা মিয়া, রুবেল ইসলাম ও রফিকুল ইসলাম বলেন, ‘রূপসা এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি স্টেশনে প্রবেশ করার জন্য আউটারে চলে আসে। কিন্তু ওই সময় দায়িত্বরত গেটম্যান আব্দুল্লাহ আল মামুন না থাকায় লেভেল ক্রসিংয়ের ব্যারিয়ারটি ফেলা হয়নি। পরে আমাদের চিৎকারে পান দোকানি রফিকুল ইসলাম ছুটে এসে ব্যারিয়ারটি ফেললে দুর্ঘটনা থেকে রক্ষা পায় পথচারীসহ চলাচলরত যানবাহন। ঘটনার পর আমরা ওই গেটম্যানকে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে ঘটনাস্থলে পাইনি। ওই গেটম্যানকে না পেয়ে খালাসি জয়নাল আবেদিনের কাছে গেটম্যানের খোঁজ করলে তিনি চড়াও হন এবং স্থানীয় যুবক সোহেলকে কিলঘুষি মেরে জখম করেন।’
অভিযোগ করে তাঁরা আরও বলেন, ‘ওই গেটম্যান প্রায় সময় বিভিন্ন দোকানে আড্ডা দেওয়াসহ মোবাইলে ব্যস্ত থাকেন। এর আগেও গেটম্যানের দায়িত্ব অবহেলার কারণে ওই ব্যারিকেড গেটে একাধিক দুর্ঘটনা ঘটেছে। দায়িত্বরতদের অবহেলার কারণে যেন প্রাণহানি না ঘটে সে বিষয়গুলো নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।’
ট্রেনযাত্রী মো. সরওয়ার্দী ও তসলিমা বেগম বলেন, এক ঘণ্টা থেকে ট্রেন থেমে আছে। শুনেছি ফুলবাড়ী লেভেল ক্রসিং গেটে স্থানীয়রা অবরোধ করে রেখেছেন।
গেটম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি নাশতা করতে পাশের একটি হোটেলে গিয়েছিলাম। আসতে কিছুটা বিলম্ব হওয়ায় রূপসা এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি আউটারে চলে আসে। ওই সময় তাড়াহুড়া করে আমিসহ পান দোকানি রফিকুল ইসলাম দৌড়ে এসে দুই পাশের ব্যারিকেড নামিয়ে দিই।’
মারধরের বিষয়ে খালাসি জয়নাল আবেদিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয়রা গেটম্যানকে খুঁজে না পেয়ে আমার ওপর ক্ষিপ্ত হন। তাঁদের বোঝানোর চেষ্টা করার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।’
এ বিষয়ে ফুলবাড়ী রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ‘সকাল ১০টা ৫২ মিনিটে রূপসা এক্সপ্রেস ও তিতুমীর এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং হওয়ার কথা ছিল। তার আগে গেটম্যানকে অবগত করা হয়। কিন্তু সড়কে যানজট থাকায় ব্যারিয়ারটি নামাতে দেরি হয়েছে। এ কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তাঁদের অবরোধে সকাল ১০টা ৫২ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপুর ১২টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে স্থানীয়দের সঙ্গে ওই খালাসির হাতাহাতির বিষয়টি আমার জানা নেই।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম ও পার্বতীপুর রেল পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনার প্রতিবাদ করায় সোহেল নামে এক যুবককে খালাসি জয়নাল আবেদিন ঘুষি মেরে জখম করেছেন। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে রেলপথ অবরোধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকা থেকে একটি মাইক্রোবাসযোগে খৈয়াছড়া ঝরনা দেখতে যান ওই তরুণেরা। ভ্রমণ শেষে বেলা পৌনে ১টার দিকে ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে