শিপুল ইসলাম, রংপুর

রংপুর-৩ আসনে লাঙ্গলের প্রার্থীর দেওয়া টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও গালমন্দ করার অভিযোগ উঠেছে। স্থানীয় এক আওয়ামী লীগ নেত্রী সেখানে লাঞ্ছনার শিকার হয়েছেন বলে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ শনিবার থানায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালি থানার ওসি মুনতাসির বিল্লাহ। এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী হলেন রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পারভীন আক্তার। অভিযোগে তিনি মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনকে অভিযুক্ত করেছেন।
অভিযোগে পারভীন আক্তার উল্লেখ করেন, গতকাল রাত সাড়ে ৭টার দিকে তিনি জানতে পারেন রংপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে লাঙ্গলের প্রার্থীর দেওয়া পাঁচ লাখ টাকা ভাগ-বাঁটোয়ারা হচ্ছে। মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমকে ফোন করে বিষয়টি নিশ্চিত হয়ে পারভীন সেখানে যান। তখন মাহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বর্ণা জানান, পারভীনকে ১০ হাজার টাকা দিতে চান মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন।
পারভীন ওই টাকা নিতে রাজি না হওয়ায় এবং লাঙ্গলের টাকা বিতরণ না করতে বলায় দেলোয়ার ক্ষুব্ধ হয়ে পারভীনকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে পারভীন, বর্ণাসহ অন্যদের বের করে দেন। বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি-ধমকি দেন।
এ বিষয়ে পারভীন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘দেলোয়ার ভাই লাঙ্গল মার্কা থেকে বেশ বড় অঙ্কের টাকা নিছে। সেই টাকার ভাগ করার সময় আমার সিদ্ধান্ত চাইছে, আমি বলেছি টাকা নেব না। এটাই আমার অপরাধ। এ জন্য আমার ওপর দেলোয়ার ভাই ও তাঁর লোকজন চড়াও হয়ে ধাক্কাধাক্কি, হুমকি দিয়েছেন। এ জন্য থানায় অভিযোগ করেছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পারভীন মহানগর আওয়ামী লীগের কিছু না। যা করা হয়েছে, সবাই মিলে করা হয়েছে। ও জিজ্ঞেস করার কে? ওকে টাকার ভাগ দেওয়া লাগবে নাকি। আমার মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি আছে, তাদের টাকা দিছি। ওকে (পারভীন) দেব কেন?’
রংপুর কোতোয়ালি থানার ওসি মুনতাসির বিল্লাহ আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় গতকাল রাতে মহিলা আওয়ামী লীগের নেত্রী পারভীন আক্তার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
উল্লেখ্য, রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী তুষার কান্তি মন্ডলকে প্রত্যাহার করে লাঙ্গলের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ছেড়ে দেওয়া হয়। এ আসনে জি এম কাদেরের শক্ত প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। এখানে নৌকার প্রার্থী না থাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের একাংশের নেতারা ভোটারদের কাছ লাঙ্গলের পক্ষে ভোট চাইছেন।

রংপুর-৩ আসনে লাঙ্গলের প্রার্থীর দেওয়া টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও গালমন্দ করার অভিযোগ উঠেছে। স্থানীয় এক আওয়ামী লীগ নেত্রী সেখানে লাঞ্ছনার শিকার হয়েছেন বলে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ শনিবার থানায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালি থানার ওসি মুনতাসির বিল্লাহ। এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী হলেন রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পারভীন আক্তার। অভিযোগে তিনি মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনকে অভিযুক্ত করেছেন।
অভিযোগে পারভীন আক্তার উল্লেখ করেন, গতকাল রাত সাড়ে ৭টার দিকে তিনি জানতে পারেন রংপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে লাঙ্গলের প্রার্থীর দেওয়া পাঁচ লাখ টাকা ভাগ-বাঁটোয়ারা হচ্ছে। মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমকে ফোন করে বিষয়টি নিশ্চিত হয়ে পারভীন সেখানে যান। তখন মাহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বর্ণা জানান, পারভীনকে ১০ হাজার টাকা দিতে চান মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন।
পারভীন ওই টাকা নিতে রাজি না হওয়ায় এবং লাঙ্গলের টাকা বিতরণ না করতে বলায় দেলোয়ার ক্ষুব্ধ হয়ে পারভীনকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে পারভীন, বর্ণাসহ অন্যদের বের করে দেন। বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি-ধমকি দেন।
এ বিষয়ে পারভীন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘দেলোয়ার ভাই লাঙ্গল মার্কা থেকে বেশ বড় অঙ্কের টাকা নিছে। সেই টাকার ভাগ করার সময় আমার সিদ্ধান্ত চাইছে, আমি বলেছি টাকা নেব না। এটাই আমার অপরাধ। এ জন্য আমার ওপর দেলোয়ার ভাই ও তাঁর লোকজন চড়াও হয়ে ধাক্কাধাক্কি, হুমকি দিয়েছেন। এ জন্য থানায় অভিযোগ করেছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পারভীন মহানগর আওয়ামী লীগের কিছু না। যা করা হয়েছে, সবাই মিলে করা হয়েছে। ও জিজ্ঞেস করার কে? ওকে টাকার ভাগ দেওয়া লাগবে নাকি। আমার মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি আছে, তাদের টাকা দিছি। ওকে (পারভীন) দেব কেন?’
রংপুর কোতোয়ালি থানার ওসি মুনতাসির বিল্লাহ আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় গতকাল রাতে মহিলা আওয়ামী লীগের নেত্রী পারভীন আক্তার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
উল্লেখ্য, রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী তুষার কান্তি মন্ডলকে প্রত্যাহার করে লাঙ্গলের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ছেড়ে দেওয়া হয়। এ আসনে জি এম কাদেরের শক্ত প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। এখানে নৌকার প্রার্থী না থাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের একাংশের নেতারা ভোটারদের কাছ লাঙ্গলের পক্ষে ভোট চাইছেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে