ফুলবাড়ী (দিনাজপুর) ও নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারি বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে স্বপ্নপুরীর কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে রাতেই নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় জবি শিক্ষার্থী অনামিকা আক্তার বাদী হয়ে নবাবগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। এদিন সংঘর্ষের ঘটনায় ১০ শিক্ষার্থীসহ ১৩ জন আহত হন।
এসব তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
গ্রেপ্তারকৃতরা হলেন সবুজ মিয়া (২৯), রেজওয়ান আহম্মেদ (১৮), আশরাফুল ইসলাম (১৭), প্রভাস কিস্কু (৩৬), আজিজুল হক (৩৯), জাহিদুল ইসলাম (৪৫), মানিকুল ইসলাম (৩২) ও সালমা আক্তার (২১)। তাঁদের মধ্যে পাঁচজন স্বপ্নপুরী বিনোদনকেন্দ্রের কর্মচারী এবং তিনজন বহিরাগত রয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১৪তম ব্যাচের ৭৩ জন শিক্ষার্থীসহ ১২ জন শিক্ষক-কর্মচারীর একটি দল ফিল্ড ওয়ার্কে বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনে যায়। খনি পরিদর্শন শেষে বেলা সাড়ে ৩টায় জেলার নবাবগঞ্জ উপজেলার বেসরকারি বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে বেড়াতে যান তাঁরা। এ সময় কয়েকজন শিক্ষার্থী ঘোড়া রাইডে ওঠেন। পরে রাইড থেকে নামার সময় শিক্ষার্থী বিনয় চন্দ্র একটি ব্যাগ ভুলবশত ফেলে আসেন। পরে ওই ব্যাগ ফেরত নিতে গিয়ে এক নারী শিক্ষার্থীকে স্বপ্নপুরীর কর্মচারী উত্ত্যক্ত করলে শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। এতে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বপ্নপুরীর কর্মচারীরা দেশি অস্ত্র (লাঠিসোঁটা, রড) দিয়ে শিক্ষার্থীদের বেদম মারধর করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহতসহ কয়েকজন শিক্ষক লাঞ্ছনার শিকার হন। পরে পুলিশ আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে পাঁচজনের অবস্থার অবনতি হলে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীর স্বত্বাধিকারী ও দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু তারা তা না মেনে মামলা দায়ের করেছে। মামলায় যা হবে আমরা তা-ই মেনে নেব।’
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মারধরের ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় রোববার রাতেই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক শিক্ষার্থী। মামলা পেয়ে এক নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (ভূগোল) মাহি উদ্দিন মাহী আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক-কর্মচারীসহ মোট ৮৩ জনের একটি দল ফিল্ড ওয়ার্কে বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনে যায়। সেখান থেকে বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে বেড়াতে গেলে শিক্ষার্থীরা রাইডসে ওঠার একপর্যায়ে এক নারী শিক্ষার্থীকে স্বপ্নপুরীর কর্মচারীরা উত্ত্যক্ত করেন। অন্য শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে এই সংঘর্ষ ঘটে। এ সময় স্বপ্নপুরীর কর্মচারীরা দেশী অস্ত্র (লাঠিসোঁটা, রড) দিয়ে শিক্ষার্থীদের বেদম মারধর করেন। এতে ১০ শিক্ষার্থী আহতসহ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। চিকিৎসার জন্য বের হতে চাইলে স্বপ্নপুরী কর্তৃপক্ষ আমাদের বের হতে দেয়নি। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।’
অধ্যাপক মাহী উদ্দিন আরও বলেন, ‘এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনামিকা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ রকম নির্দয় ঘটনা আর কারও সঙ্গে যেন না ঘটে, সে জন্য আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারি বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে স্বপ্নপুরীর কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে রাতেই নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় জবি শিক্ষার্থী অনামিকা আক্তার বাদী হয়ে নবাবগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। এদিন সংঘর্ষের ঘটনায় ১০ শিক্ষার্থীসহ ১৩ জন আহত হন।
এসব তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
গ্রেপ্তারকৃতরা হলেন সবুজ মিয়া (২৯), রেজওয়ান আহম্মেদ (১৮), আশরাফুল ইসলাম (১৭), প্রভাস কিস্কু (৩৬), আজিজুল হক (৩৯), জাহিদুল ইসলাম (৪৫), মানিকুল ইসলাম (৩২) ও সালমা আক্তার (২১)। তাঁদের মধ্যে পাঁচজন স্বপ্নপুরী বিনোদনকেন্দ্রের কর্মচারী এবং তিনজন বহিরাগত রয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১৪তম ব্যাচের ৭৩ জন শিক্ষার্থীসহ ১২ জন শিক্ষক-কর্মচারীর একটি দল ফিল্ড ওয়ার্কে বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনে যায়। খনি পরিদর্শন শেষে বেলা সাড়ে ৩টায় জেলার নবাবগঞ্জ উপজেলার বেসরকারি বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে বেড়াতে যান তাঁরা। এ সময় কয়েকজন শিক্ষার্থী ঘোড়া রাইডে ওঠেন। পরে রাইড থেকে নামার সময় শিক্ষার্থী বিনয় চন্দ্র একটি ব্যাগ ভুলবশত ফেলে আসেন। পরে ওই ব্যাগ ফেরত নিতে গিয়ে এক নারী শিক্ষার্থীকে স্বপ্নপুরীর কর্মচারী উত্ত্যক্ত করলে শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। এতে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বপ্নপুরীর কর্মচারীরা দেশি অস্ত্র (লাঠিসোঁটা, রড) দিয়ে শিক্ষার্থীদের বেদম মারধর করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহতসহ কয়েকজন শিক্ষক লাঞ্ছনার শিকার হন। পরে পুলিশ আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে পাঁচজনের অবস্থার অবনতি হলে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীর স্বত্বাধিকারী ও দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু তারা তা না মেনে মামলা দায়ের করেছে। মামলায় যা হবে আমরা তা-ই মেনে নেব।’
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মারধরের ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় রোববার রাতেই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক শিক্ষার্থী। মামলা পেয়ে এক নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (ভূগোল) মাহি উদ্দিন মাহী আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক-কর্মচারীসহ মোট ৮৩ জনের একটি দল ফিল্ড ওয়ার্কে বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনে যায়। সেখান থেকে বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে বেড়াতে গেলে শিক্ষার্থীরা রাইডসে ওঠার একপর্যায়ে এক নারী শিক্ষার্থীকে স্বপ্নপুরীর কর্মচারীরা উত্ত্যক্ত করেন। অন্য শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে এই সংঘর্ষ ঘটে। এ সময় স্বপ্নপুরীর কর্মচারীরা দেশী অস্ত্র (লাঠিসোঁটা, রড) দিয়ে শিক্ষার্থীদের বেদম মারধর করেন। এতে ১০ শিক্ষার্থী আহতসহ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। চিকিৎসার জন্য বের হতে চাইলে স্বপ্নপুরী কর্তৃপক্ষ আমাদের বের হতে দেয়নি। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।’
অধ্যাপক মাহী উদ্দিন আরও বলেন, ‘এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনামিকা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ রকম নির্দয় ঘটনা আর কারও সঙ্গে যেন না ঘটে, সে জন্য আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৬ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে