Ajker Patrika

দুই যাত্রীর বাগ্‌বিতণ্ডা থামাতে গিয়ে মার খেলেন স্টেশনমাস্টার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা রেলস্টেশনে স্টেশনমাস্টারকে মারধর। ছবি: সংগৃহীত
গাইবান্ধা রেলস্টেশনে স্টেশনমাস্টারকে মারধর। ছবি: সংগৃহীত

ট্রেনে দুই যাত্রীর বাগ্‌বিতণ্ডা থামাতে গিয়ে পুলিশের সামনেই মারধরের শিকার হলেন স্টেশনমাস্টার। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস গাইবান্ধা স্টেশনে এলে ট্রেনের বগিতে ওঠা নিয়ে এক নারী যাত্রীর সঙ্গে আরেক পুরুষ যাত্রীর বাগ্‌বিতণ্ডা শুরু হয়। দুজনের বাগ্‌বিতণ্ডা থামাতে যান দায়িত্বরত স্টেশনমাস্টার। এ সময় একপক্ষের যাত্রী ও স্বজনেরা তাঁকে মারধর করে।

স্টেশনমাস্টার আবুল কাশেম বলেন, ‘স্টেশনে ট্রেন আসার সঙ্গে চিল্লাচিল্লি শুনে এগিয়ে যাই। দেখি, ট্রেনে আগে ওঠা নিয়ে এক নারীর সঙ্গে পুরুষ যাত্রীর তর্ক লেগেছে। দুই যাত্রীকে থামানোর চেষ্টা করি। এ সময় হঠাৎ করে এক যাত্রী ও তার স্বজনেরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। স্টেশনের জিআরপি পুলিশ সদস্যরা এগিয়ে আসেননি। কী করব, মার তো খেয়েছি? কাকে অভিযোগ দিব? অভিযোগ দিলে কি আর মার চলে যাবে?’

গাইবান্ধা রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাহেব গণি বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। স্টেশনের মাস্টারসহ আমি ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমি যাত্রীদের ধাক্কাধাক্কিতে বগিতে আটকে যাই। পরে দেখি ট্রেন থেকে মাস্টারকে নামিয়ে যাত্রীরা মারধর করছেন। তৎক্ষণাৎ পুলিশকে ডাকতে ডাকতেই ট্রেনটি ছেড়ে দেওয়ার কারণে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

‘ক্রিকেট বোর্ড ভাঙতে পারে, আবার আইসিসিতেও যেতে পারে’

আগামী ৯০ দিন পর্যন্ত বন্ধ হবে না অবৈধ ফোন, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

আজকের রাশিফল: বিবাহিত জীবনে ‘তৃতীয় ব্যক্তি’ কড়া নাড়বে, তবে ভয়ের কিছু নেই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত