দিনাজপুর প্রতিনিধি

টানা প্রায় ১০ দিন থেকে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জেলা দিনাজপুরে গতকাল বুধবার তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি এক চিলতে রোদ সামান্য সময়ের জন্য উঁকি দিয়েছিল। এদিকে বৃহস্পতিবার সকালে হিমশীতল আবহাওয়ার মধ্যেও কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মেলে। যদিও আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃহস্পতিবার কমেছে তাপমাত্রা, দিনটিতে জেলায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এটি জেলায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে তাপমাত্রা কমলেও রোদের দেখা পাওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে দিনাজপুরের সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকেই লোকজনকে কর্মব্যস্ত হতে দেখা যায়।
দিনাজপুর শহরের সুইহারী এলাকার বাসিন্দা নুরে জান্নাত নুরী বলেন, গতকাল দুপুরের পর থেকে সূর্য দেখা মিলছে। আজ সকাল ৯টার আগে সূর্য ওঠায় ভালো লাগছে। বাতাসের কারণে শীত অবশ্য কমে নাই। তবে রোদ ওঠায় বেশ কয়েক দিনের জমে থাকা কাপড়-চোপড় পরিষ্কার করা যাবে।
বিরলের কৃষক আজমীর হোসেন বলেন, আলুখেত নিয়ে খুব পেরেশানিতে ছিলাম। রোদ ওঠায় টেনশন কিছুটা কমল।
শহরের মডার্ন মোড় এলাকায় ইজিবাইক চালক শাহিন হোসেন বলেন, শীতে একেবারে সবাই কাহিল হয়ে পড়েছিলাম। রোদ ওঠায় ভালো লাগছে। কয়েক দিন থেকে আয় রোজগার একেবারে কমে গেছে। আজকে শহরে মানুষজন চলাচল করবে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আজ বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা । বগুড়াসহ দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় আকাশ পরিষ্কার হয়েছে, তাই সূর্যের দেখা মিলছে। আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা বাড়তে পারে।

টানা প্রায় ১০ দিন থেকে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জেলা দিনাজপুরে গতকাল বুধবার তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি এক চিলতে রোদ সামান্য সময়ের জন্য উঁকি দিয়েছিল। এদিকে বৃহস্পতিবার সকালে হিমশীতল আবহাওয়ার মধ্যেও কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মেলে। যদিও আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃহস্পতিবার কমেছে তাপমাত্রা, দিনটিতে জেলায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এটি জেলায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে তাপমাত্রা কমলেও রোদের দেখা পাওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে দিনাজপুরের সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকেই লোকজনকে কর্মব্যস্ত হতে দেখা যায়।
দিনাজপুর শহরের সুইহারী এলাকার বাসিন্দা নুরে জান্নাত নুরী বলেন, গতকাল দুপুরের পর থেকে সূর্য দেখা মিলছে। আজ সকাল ৯টার আগে সূর্য ওঠায় ভালো লাগছে। বাতাসের কারণে শীত অবশ্য কমে নাই। তবে রোদ ওঠায় বেশ কয়েক দিনের জমে থাকা কাপড়-চোপড় পরিষ্কার করা যাবে।
বিরলের কৃষক আজমীর হোসেন বলেন, আলুখেত নিয়ে খুব পেরেশানিতে ছিলাম। রোদ ওঠায় টেনশন কিছুটা কমল।
শহরের মডার্ন মোড় এলাকায় ইজিবাইক চালক শাহিন হোসেন বলেন, শীতে একেবারে সবাই কাহিল হয়ে পড়েছিলাম। রোদ ওঠায় ভালো লাগছে। কয়েক দিন থেকে আয় রোজগার একেবারে কমে গেছে। আজকে শহরে মানুষজন চলাচল করবে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আজ বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা । বগুড়াসহ দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় আকাশ পরিষ্কার হয়েছে, তাই সূর্যের দেখা মিলছে। আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা বাড়তে পারে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪০ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে