
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন বলেছেন, ‘সৈয়দপুরে ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া হাসপাতালের লোকবল সংকট নিরসন, ইকুইপমেন্ট ও নতুন অ্যাম্বুলেন্সের সমস্যা শিগগিরই সমাধান করা হবে।’
আজ রোববার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালটির ব্যাপারে আমি সবকিছু অবগত আছি।’ এসব ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যকে তাঁর মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
এর আগে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী স্বাগত জানান সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, জেলা সিভিল সার্জন হাসিবুর রহমান ও হাসপাতালের তত্ত্বাবধায়ক নাজমুল হুদা। পরে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওষুধ ডিপোসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গির আলম, মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মণ্ডল মিঠু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু মো. আলেমুল বাশারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে