Ajker Patrika

গাইবান্ধায় বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১১: ৩৮
গাইবান্ধায় বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা ছয় যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। 

আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ইজিবাইকেরর চালক টুকু আমিন (৬৫) এবং যাত্রী সোহাগ মিয়া (২২), আশরাফ মিয়া (৭০), রিপন মিয়া (৩২) ও সুজন মালি (৪০)। তাঁদের বাড়ি গোবিন্দগঞ্জের ঘোষপাড়া, শিবপুর, বর্ধনকুটি ও মধ্যপাড়া গ্রামে। বাকি একজনের পরিচয় মেলেনি। 

আহতরা হলেন সিদ্দিক মিয়া (৪০), মাজেদুল ইসলাম (৩০) ও খোকন চন্দ্র (২২)। তাঁদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। নিহত সবাই অটোরিকশার যাত্রী।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত