রংপুর প্রতিনিধি

‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে প্রথম দিনে রংপুর শহরে ৬ কিলোমিটার পদযাত্রা করেছেন এনসিপির নেতা-কর্মীরা। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এই কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত।
আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় বেগম পার্ক মোড় এলাকায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম গেটের সামনে শহীদ আবু সাঈদ গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে পদযাত্রা শুরু করেন নেতা-কর্মীরা। পদযাত্রাটি লালবাগ, খামার মোড়, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি, পায়রা চত্বর হয়ে ডিসির মোড়ে গিয়ে রাত ৯টায় শেষ হয়। এ সময় সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন নেতারা।
পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণ-অভ্যুত্থানের প্রায় এক বছর হয়ে গেছে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বিগত এক বছরে আমাদের যত আশা-আকাঙ্ক্ষা ছিল, সেগুলোর আমরা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল পাইনি। এ কারণে আমরা মনে করি, আগামীর বাংলাদেশে বিচার, সংস্কার ও রাষ্ট্র গঠনের লক্ষ্যকে সামনে রেখে দেশ গড়তে জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টির জন্য আবশ্যক ছিল। সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এই জুলাই মাসে বাংলাদেশের ৬৪টি জেলায় জনগণের দুয়ারে যাবে, জনগণের কথা শুনবে, জনগণের কথাগুলো বলবে।’
এর আগে ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন নেতারা। এখান থেকেই তাঁদের দাবিগুলো প্রতিধ্বনিত হয় নতুন করে। কবর জিয়ারত শেষে তাঁরা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন। পরে বেলা ১১টার দিকে গাইবান্ধায় রওনা হন। গাইবান্ধায় পথসভা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে রংপুরে এসে পৌঁছান নেতা-কর্মীরা। বিশ্রাম ও খাওয়াদাওয়ার পর সন্ধ্যা পৌনে ৭টায় রংপুর শহরের পার্ক মোড় থেকে পুনরায় পদযাত্রা শুরু হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার নেতৃত্বে পদযাত্রায় নেতা-কর্মীরা অংশ নেন। রংপুর জেলা ছাড়াও আশপাশের জেলার নেতা-কর্মীরা এতে অংশ নেন। আগামী কয়েক দিন রংপুর বিভাগজুড়ে এনসিপির এই কর্মসূচি আরও বিস্তৃত আকারে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা।

‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে প্রথম দিনে রংপুর শহরে ৬ কিলোমিটার পদযাত্রা করেছেন এনসিপির নেতা-কর্মীরা। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এই কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত।
আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় বেগম পার্ক মোড় এলাকায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম গেটের সামনে শহীদ আবু সাঈদ গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে পদযাত্রা শুরু করেন নেতা-কর্মীরা। পদযাত্রাটি লালবাগ, খামার মোড়, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি, পায়রা চত্বর হয়ে ডিসির মোড়ে গিয়ে রাত ৯টায় শেষ হয়। এ সময় সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন নেতারা।
পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণ-অভ্যুত্থানের প্রায় এক বছর হয়ে গেছে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বিগত এক বছরে আমাদের যত আশা-আকাঙ্ক্ষা ছিল, সেগুলোর আমরা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল পাইনি। এ কারণে আমরা মনে করি, আগামীর বাংলাদেশে বিচার, সংস্কার ও রাষ্ট্র গঠনের লক্ষ্যকে সামনে রেখে দেশ গড়তে জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টির জন্য আবশ্যক ছিল। সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এই জুলাই মাসে বাংলাদেশের ৬৪টি জেলায় জনগণের দুয়ারে যাবে, জনগণের কথা শুনবে, জনগণের কথাগুলো বলবে।’
এর আগে ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন নেতারা। এখান থেকেই তাঁদের দাবিগুলো প্রতিধ্বনিত হয় নতুন করে। কবর জিয়ারত শেষে তাঁরা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন। পরে বেলা ১১টার দিকে গাইবান্ধায় রওনা হন। গাইবান্ধায় পথসভা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে রংপুরে এসে পৌঁছান নেতা-কর্মীরা। বিশ্রাম ও খাওয়াদাওয়ার পর সন্ধ্যা পৌনে ৭টায় রংপুর শহরের পার্ক মোড় থেকে পুনরায় পদযাত্রা শুরু হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার নেতৃত্বে পদযাত্রায় নেতা-কর্মীরা অংশ নেন। রংপুর জেলা ছাড়াও আশপাশের জেলার নেতা-কর্মীরা এতে অংশ নেন। আগামী কয়েক দিন রংপুর বিভাগজুড়ে এনসিপির এই কর্মসূচি আরও বিস্তৃত আকারে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা।

আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়। পরীক্ষা চলাকালে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে হলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তাঁর দিকে নজর দেন। এ সময় তিনি দেখতে পান ওই শিক্ষা
৪ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৪৩ মিনিট আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
২ ঘণ্টা আগে