
কাগজে-কলমে শ্রাবণ মাস শুরু হলেও আদতে বৃষ্টির দেখা নেই। রৌদ্রের তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ দিনাজপুরসহ সারা দেশ। তাপপ্রবাহ এড়াতে এবং কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে আয়োজন করা হয় বিশেষ নামাজ ও মোনাজাতের। আজ শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য দুই রাকাত এস্তেস্কার নামাজ আদায় করে মোনাজাত করেছেন এলাকার মুসল্লিরা।
এই নামাজের ইমামতি করেন সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবু তাহের সিদ্দিকী। এ সময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলামসহ এলাকার কয়েক শ ধর্মপ্রাণ মুসল্লি নামাজে অংশ নেন।
এই নামাজের ইমাম আবু তাহের সিদ্দিকী বলেন, ‘অনাবৃষ্টি, খরা দেখা দিলে খোলা মাঠে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য দোয়া করার পাশাপাশি আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া হয়। আল্লাহ ক্ষমাশীল, তিনি তাঁর বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। নামাজে চলমান অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ পেশ করা হয়।’
এদিকে, গত শুক্রবার দিনাজপুরে সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে। জেলা আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী শুক্রবার জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ১ দশমিক ৬ মিলিমিটার।
জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলায় মৃদু তাপ্রবাহ চলমান আছে। গত শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাতে জেলায় সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ১ দশমিক ৬ মিলিমিটার। আগামীকাল (রোববার) থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। ধীরে ধীরে তাপমাত্রা কমবে।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে