লালমনিরহাট প্রতিনিধি

নৌকা ছাড়া অন্য কোনো মার্কার লোককে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে হুংকার দিয়েছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী (পিএ) ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল।
গতকাল রোববার রাত থেকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ছাড়া ওই ঘোষণার পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল ভিডিওতে শোনা যায়, শনিবার (২৩ ডিসেম্বর) রাতে হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকায় নৌকা মার্কার নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ‘আমি গড্ডিমারীর মানুষকে আজ থেকে ৭ তারিখ পর্যন্ত প্রতিটি পাড়ায়-মহল্লায় পাহারা বসাতে অনুরোধ করছি। জননেতা মোতাহার হোসেনের নৌকা ছাড়া অন্য কোনো মার্কার লোক যেন এই এলাকায় ঢুকতে না পারে।’
এর আগে গত বৃহস্পতিবার রাতে শ্যামল ও তাঁর লোকজন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য আতাউর রহমান প্রধানের গণসংযোগে হামলা করে তাঁর নির্বাচনী অফিস ও গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. এরশাদ আলী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে চিঠি দেন শ্যামলকে। শনিবার নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যাও দেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।
আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিয়ে এলাকায় ফিরেই আবারও বক্তব্য দিয়ে আলোচনায় আসলেন এই জনপ্রতিনিধি। নির্বাচন শুরু থেকে এ আসনের বেশ কয়েকটি ঘটনার আলোচনার শীর্ষে রয়েছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল। তাঁর ক্ষমতার জোর দীর্ঘদিনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি লালমনিরহাট-১ আসনের নৌকার প্রার্থী মোতাহার হোসেন।
এসব কারণে এ আসনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে বেশ শঙ্কা প্রকাশ করেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে আমরা যেখানে ভোটারদের কাছে এসে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সেখানে শ্যামল সাহেব ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন। উনি বর্তমান সংসদ সদস্যের পিএ হওয়ার কারণেই কি নির্বাচনী আচরণবিধিকে তোয়াক্কা করছেন না?
ভাইরাল বক্তব্যের বিষয়ে আবু বক্কর সিদ্দিক শ্যামলের ব্যবহৃত নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

নৌকা ছাড়া অন্য কোনো মার্কার লোককে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে হুংকার দিয়েছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী (পিএ) ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল।
গতকাল রোববার রাত থেকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ছাড়া ওই ঘোষণার পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল ভিডিওতে শোনা যায়, শনিবার (২৩ ডিসেম্বর) রাতে হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকায় নৌকা মার্কার নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ‘আমি গড্ডিমারীর মানুষকে আজ থেকে ৭ তারিখ পর্যন্ত প্রতিটি পাড়ায়-মহল্লায় পাহারা বসাতে অনুরোধ করছি। জননেতা মোতাহার হোসেনের নৌকা ছাড়া অন্য কোনো মার্কার লোক যেন এই এলাকায় ঢুকতে না পারে।’
এর আগে গত বৃহস্পতিবার রাতে শ্যামল ও তাঁর লোকজন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য আতাউর রহমান প্রধানের গণসংযোগে হামলা করে তাঁর নির্বাচনী অফিস ও গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. এরশাদ আলী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে চিঠি দেন শ্যামলকে। শনিবার নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যাও দেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।
আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিয়ে এলাকায় ফিরেই আবারও বক্তব্য দিয়ে আলোচনায় আসলেন এই জনপ্রতিনিধি। নির্বাচন শুরু থেকে এ আসনের বেশ কয়েকটি ঘটনার আলোচনার শীর্ষে রয়েছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল। তাঁর ক্ষমতার জোর দীর্ঘদিনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি লালমনিরহাট-১ আসনের নৌকার প্রার্থী মোতাহার হোসেন।
এসব কারণে এ আসনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে বেশ শঙ্কা প্রকাশ করেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে আমরা যেখানে ভোটারদের কাছে এসে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সেখানে শ্যামল সাহেব ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন। উনি বর্তমান সংসদ সদস্যের পিএ হওয়ার কারণেই কি নির্বাচনী আচরণবিধিকে তোয়াক্কা করছেন না?
ভাইরাল বক্তব্যের বিষয়ে আবু বক্কর সিদ্দিক শ্যামলের ব্যবহৃত নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩২ মিনিট আগে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানের বিরুদ্ধে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২ ঘণ্টা আগে