দিনাজপুর প্রতিনিধি

বিস্ফোরক দ্রব্যের সংকটের কারণে দিনাজপুরের মধ্যপাড়ায় আবারও কঠিন শিলা উত্তোলন বন্ধ হয়ে গেছে। খনি ভূগর্ভে পাথর কাটার কাজে ব্যবহৃত বিস্ফোরকের (এক্সপ্লোসিভ) সংকটে মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় পাথর উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় উৎপাদনকারী প্রতিষ্ঠান জিটিসি। কবে নাগাদ উৎপাদন শুরু হবে, তা-ও বলতে পারেনি।
খনিটির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সূত্রে জানা যায়, চুক্তি অনুযায়ী পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য খনি কর্তৃপক্ষের সরবরাহ করার দায়িত্ব থাকলেও চাহিদামতো তা সরবরাহ না করায় উৎপাদন বন্ধ করতে হয়েছে।
শ্রমিকেরা জানান, বিস্ফোরক দ্রব্য না থাকায় খনির অভ্যন্তরে বোমা ব্লাস্টিং বন্ধ রয়েছে। এতে খনির উৎপাদনকাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি এবং আমাদের সাময়িক ছুটি প্রদান করছে।
মধ্যপাড়া মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) কর্তৃপক্ষ জানায়, করোনা পরিস্থিতি ও সাম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সময়মতো বিস্ফোরক দ্রব্য এ্যামোনিয়াম নাইট্রেট আমদানি করা সম্ভব না হয়নি। ফলে অ্যামোনিয়াম নাইট্রেট (বিস্ফোরক দ্রব্য) সংকটের কারণে কয়লা উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
খনি কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিকভাবে কোরিয়া, থাইল্যান্ড ও ভারত থেকে অ্যামোনিয়াম নাইট্রেট আমদানি করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে গত ছয় মাস ধরে চেষ্টা করেও অ্যামোনিয়াম নাইট্রেট সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না।
জানা গেছে, মধ্যপাড়া পাথরখনি থেকে পাথর উত্তোলনের জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বেলারুশভিত্তিক জার্মানিয়া ট্রাস্ট কনসোডিয়াম জিটিসির সঙ্গে আগামী ছয় বছরের পুনঃ চুক্তি করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (মধ্যপাড়া পাথরখনি) কর্তৃপক্ষ। সেই চুক্তি অনুযায়ী প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি।
উৎপাদন বন্ধের বিষয়ে জানতে মধ্যপাড়া মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহম্মদ ফরিদুজ্জামানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এমজিএমসিএলের মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) মীর পিনাক ইকবাল বলেন, সাময়িক সময়ের জন্য উৎপাদন বন্ধ রয়েছে। খুব শিগগির উৎপাদন শুরু করা হবে।
উল্লেখ্য, সর্বশেষ গত ৩০ এপ্রিল তৃতীয় শিফটের উৎপাদন শেষে খনিশ্রমিকদের মে দিবস ও ঈদের ছুটি দিয়ে পাথর উৎপাদন বন্ধ করা হয়। পরে গত বৃহস্পতিবার উৎপাদন শুরু করার মতো প্রয়োজনীয় বিস্ফোরক না থাকায় অনির্দিষ্টকালের জন্য শ্রমিক-কর্মচারীদের ছুটি দিয়ে দেয় জিটিসি। এর আগে গত ১২ মার্চ অ্যামোনিয়াম নাইট্রেটের সংকটে উৎপাদন বন্ধ করা হয়েছিল এবং বিস্ফোরক দ্রব্য সরবরাহ সাপেক্ষে ২৭ মার্চ পুনরায় উৎপাদন চালু করা হয়।

বিস্ফোরক দ্রব্যের সংকটের কারণে দিনাজপুরের মধ্যপাড়ায় আবারও কঠিন শিলা উত্তোলন বন্ধ হয়ে গেছে। খনি ভূগর্ভে পাথর কাটার কাজে ব্যবহৃত বিস্ফোরকের (এক্সপ্লোসিভ) সংকটে মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় পাথর উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় উৎপাদনকারী প্রতিষ্ঠান জিটিসি। কবে নাগাদ উৎপাদন শুরু হবে, তা-ও বলতে পারেনি।
খনিটির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সূত্রে জানা যায়, চুক্তি অনুযায়ী পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য খনি কর্তৃপক্ষের সরবরাহ করার দায়িত্ব থাকলেও চাহিদামতো তা সরবরাহ না করায় উৎপাদন বন্ধ করতে হয়েছে।
শ্রমিকেরা জানান, বিস্ফোরক দ্রব্য না থাকায় খনির অভ্যন্তরে বোমা ব্লাস্টিং বন্ধ রয়েছে। এতে খনির উৎপাদনকাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি এবং আমাদের সাময়িক ছুটি প্রদান করছে।
মধ্যপাড়া মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) কর্তৃপক্ষ জানায়, করোনা পরিস্থিতি ও সাম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সময়মতো বিস্ফোরক দ্রব্য এ্যামোনিয়াম নাইট্রেট আমদানি করা সম্ভব না হয়নি। ফলে অ্যামোনিয়াম নাইট্রেট (বিস্ফোরক দ্রব্য) সংকটের কারণে কয়লা উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
খনি কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিকভাবে কোরিয়া, থাইল্যান্ড ও ভারত থেকে অ্যামোনিয়াম নাইট্রেট আমদানি করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে গত ছয় মাস ধরে চেষ্টা করেও অ্যামোনিয়াম নাইট্রেট সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না।
জানা গেছে, মধ্যপাড়া পাথরখনি থেকে পাথর উত্তোলনের জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বেলারুশভিত্তিক জার্মানিয়া ট্রাস্ট কনসোডিয়াম জিটিসির সঙ্গে আগামী ছয় বছরের পুনঃ চুক্তি করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (মধ্যপাড়া পাথরখনি) কর্তৃপক্ষ। সেই চুক্তি অনুযায়ী প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি।
উৎপাদন বন্ধের বিষয়ে জানতে মধ্যপাড়া মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহম্মদ ফরিদুজ্জামানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এমজিএমসিএলের মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) মীর পিনাক ইকবাল বলেন, সাময়িক সময়ের জন্য উৎপাদন বন্ধ রয়েছে। খুব শিগগির উৎপাদন শুরু করা হবে।
উল্লেখ্য, সর্বশেষ গত ৩০ এপ্রিল তৃতীয় শিফটের উৎপাদন শেষে খনিশ্রমিকদের মে দিবস ও ঈদের ছুটি দিয়ে পাথর উৎপাদন বন্ধ করা হয়। পরে গত বৃহস্পতিবার উৎপাদন শুরু করার মতো প্রয়োজনীয় বিস্ফোরক না থাকায় অনির্দিষ্টকালের জন্য শ্রমিক-কর্মচারীদের ছুটি দিয়ে দেয় জিটিসি। এর আগে গত ১২ মার্চ অ্যামোনিয়াম নাইট্রেটের সংকটে উৎপাদন বন্ধ করা হয়েছিল এবং বিস্ফোরক দ্রব্য সরবরাহ সাপেক্ষে ২৭ মার্চ পুনরায় উৎপাদন চালু করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৪১ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে