ঠাকুরগাঁও প্রতিনিধি

শীতে কাঁপছে ঠাকুরগাঁও। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। ওঠানামা করছে ১৬ ডিগ্রির ভেতরেই। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের জনপদ। ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে গোটা জেলা। দুপুর পর্যন্ত সূর্যের দেখা পাওয়াই দুষ্কর হয়ে উঠছে।
এমন অবস্থায় সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত আসামি ও বিচারপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।
শীতের দিনে খালি পায়ে কাঠগড়ার শীতল মেঝেতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা আসামিদের জন্য কষ্টকর। তাই কাঠগড়ায় কার্পেট বিছানোর ব্যবস্থা করেছেন বিচারক।
আজ বুধবার চিফ জুডিশিয়াল আদালতের সব কাঠগড়ায় বিছানো হয় উন্নত মানের কার্পেট।
এ সময় উপস্থিত থেকে কার্পেটে বিছানো তদারকি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন।
আদালত সূত্রে জানা যায়, আদালতের কাঠগড়ার মেঝেতে শীতের সময় প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। আদালতের বিচারক, আইনজীবীসহ সব কর্মকর্তা–কর্মচারী জুতা পরেই থাকেন। কিন্তু আসামিদের দীর্ঘ সময় জুতা খুলে কাঠগড়ার শীতল মেঝেতে বসে থাকতে হয়। বিষয়টি বিচারক নিত্যানন্দ সরকারের নজরে পড়ে। এরপর তিনি কাঠগড়ায় কার্পেট বিছানোর ব্যবস্থা করেন।
ঠাকুরগাঁও আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখর কুমার রায় বলেন, ‘আদালতের কাঠগড়ায় কার্পেট বিছানোর ঘটনা ঠাকুরগাঁওয়ে এটাই প্রথম। তবে এটি যদি তিনি (বিচারক) ব্যক্তিগত অর্থায়নে করে থাকেন তাহলে মহৎ উদ্যোগ, আর যদি গভর্নমেন্টের টাকা দিয়ে করে থাকেন তাহলে অপচয় হয়েছে!’
এর আগে গত মঙ্গলবার কোর্ট ভবনে হাজতখানায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মাঝে কম্বল বিতরণ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।

শীতে কাঁপছে ঠাকুরগাঁও। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। ওঠানামা করছে ১৬ ডিগ্রির ভেতরেই। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের জনপদ। ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে গোটা জেলা। দুপুর পর্যন্ত সূর্যের দেখা পাওয়াই দুষ্কর হয়ে উঠছে।
এমন অবস্থায় সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত আসামি ও বিচারপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।
শীতের দিনে খালি পায়ে কাঠগড়ার শীতল মেঝেতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা আসামিদের জন্য কষ্টকর। তাই কাঠগড়ায় কার্পেট বিছানোর ব্যবস্থা করেছেন বিচারক।
আজ বুধবার চিফ জুডিশিয়াল আদালতের সব কাঠগড়ায় বিছানো হয় উন্নত মানের কার্পেট।
এ সময় উপস্থিত থেকে কার্পেটে বিছানো তদারকি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন।
আদালত সূত্রে জানা যায়, আদালতের কাঠগড়ার মেঝেতে শীতের সময় প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। আদালতের বিচারক, আইনজীবীসহ সব কর্মকর্তা–কর্মচারী জুতা পরেই থাকেন। কিন্তু আসামিদের দীর্ঘ সময় জুতা খুলে কাঠগড়ার শীতল মেঝেতে বসে থাকতে হয়। বিষয়টি বিচারক নিত্যানন্দ সরকারের নজরে পড়ে। এরপর তিনি কাঠগড়ায় কার্পেট বিছানোর ব্যবস্থা করেন।
ঠাকুরগাঁও আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখর কুমার রায় বলেন, ‘আদালতের কাঠগড়ায় কার্পেট বিছানোর ঘটনা ঠাকুরগাঁওয়ে এটাই প্রথম। তবে এটি যদি তিনি (বিচারক) ব্যক্তিগত অর্থায়নে করে থাকেন তাহলে মহৎ উদ্যোগ, আর যদি গভর্নমেন্টের টাকা দিয়ে করে থাকেন তাহলে অপচয় হয়েছে!’
এর আগে গত মঙ্গলবার কোর্ট ভবনে হাজতখানায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মাঝে কম্বল বিতরণ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৪ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৩ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪১ মিনিট আগে