কুড়িগ্রাম প্রতিনিধি

হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রুহুল আমিন। একই সঙ্গে তিনি ওই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নিজ নেতা-কর্মীকে লাঙ্গল প্রতীকের হয়ে কাজ করার অনুরোধ করেছেন। আজ শনিবার (১ জানুয়ারি) জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানান।
তবে রুহুল আমিনের ছোট ভাই ও জেপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন এবং ভাতিজা রানা পারভেজ দাবি করেছেন, ‘সরকারি গোয়েন্দা সংস্থার পরিচয়ে হাসপাতালে গিয়ে রুহুল আমিনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয়েছে। তাঁর কাছে জোর করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বক্তব্য নেওয়া হয়েছে।’
তারা বলেন, ‘আমরা বর্তমানে রুহুল আমিনের জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছি। তাঁকে মেরে ফেলা হতে পারে।’
সাবেক এই সংসদ সদস্যের ছোট ভাই মোজাফফর হোসেন বলেন, ‘জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালের কেবিন থেকে আমাদের পরিবারের সবাইকে বের করে দিয়ে ভাইয়ের কাছে জোর করে ভিডিও বক্তব্য নেওয়া হয়েছে। সঙ্গে তাঁর পুত্রবধূ ছিলেন। তাকেও বের করে দেওয়া হয়েছে। আমি দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। আমার সঙ্গে বা দলের সঙ্গে কথা না বলে ভাই এমন সিদ্ধান্ত নিতেই পারেন না।’
এর আগে শনিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে সাবেক এই সংসদ সদস্যকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ হাসান খান।
প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রুহুল আমিন। একই সঙ্গে তিনি ওই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নিজ নেতা-কর্মীকে লাঙ্গল প্রতীকের হয়ে কাজ করার অনুরোধ করেছেন। আজ শনিবার (১ জানুয়ারি) জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানান।
তবে রুহুল আমিনের ছোট ভাই ও জেপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন এবং ভাতিজা রানা পারভেজ দাবি করেছেন, ‘সরকারি গোয়েন্দা সংস্থার পরিচয়ে হাসপাতালে গিয়ে রুহুল আমিনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয়েছে। তাঁর কাছে জোর করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বক্তব্য নেওয়া হয়েছে।’
তারা বলেন, ‘আমরা বর্তমানে রুহুল আমিনের জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছি। তাঁকে মেরে ফেলা হতে পারে।’
সাবেক এই সংসদ সদস্যের ছোট ভাই মোজাফফর হোসেন বলেন, ‘জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালের কেবিন থেকে আমাদের পরিবারের সবাইকে বের করে দিয়ে ভাইয়ের কাছে জোর করে ভিডিও বক্তব্য নেওয়া হয়েছে। সঙ্গে তাঁর পুত্রবধূ ছিলেন। তাকেও বের করে দেওয়া হয়েছে। আমি দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। আমার সঙ্গে বা দলের সঙ্গে কথা না বলে ভাই এমন সিদ্ধান্ত নিতেই পারেন না।’
এর আগে শনিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে সাবেক এই সংসদ সদস্যকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ হাসান খান।
প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২১ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে