Ajker Patrika

গঙ্গাচড়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুরের গঙ্গাচড়ায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধের নাম হুজুর আলী (৫৮)। তিনি ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার-পাঁচ মাস আগে হুজুর আলী ও তাঁর স্ত্রী জোসনা বেগমের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরপর থেকে জোসনা বেগম অভিমান করে তাঁর বোনের বাড়িতে থাকতেন। একপর্যায়ে গতকাল বিকেলে হুজুর আলীর এক ভাতিজি তাঁর সঙ্গে দেখা করতে আসেন। এ সময় হুজুর আলীর শয়নঘরের দরজা খুললে সে ঘরের বাঁশের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে আসে এবং পুলিশকে খবর দেয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত