Ajker Patrika

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ ডিগ্রি তেঁতুলিয়ায়

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৩: ০৯
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ ডিগ্রি তেঁতুলিয়ায়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ শনিবার সকাল ৯টায় উপজেলায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, ‘আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। উপজেলার আজকের তাপমাত্রা চলতি শীত মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন।’ 

হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়া উপজেলায় শীতের তীব্রতা বেশি থাকে বলে জানান রোকনুজ্জামান। তিনি বলেন, ‘এ মাসের শেষের দিকে উপজেলায় তাপমাত্রা আরও কমবে।’

এদিকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সন্ধ্যা হলে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। মধ্যরাত থেকে শুরু হয় ঘন কুয়াশা। অনেক সময় সকালেও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। কয়েক দিনের তীব্র শীতে ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ।

উপজেলার বাংলাবান্ধা এলাকার পাথরশ্রমিক মালেকা বানু বলেন, ‘কনকনে শীত অনুভূত হওয়ায় আমরা কয়েক দিন ধরে সময়মতো কাজে যেতে পারছি না। কাজ না করলে আমাদের সংসার চলে না।’

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ চলমান রেখেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত