কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া ব্যবসায়ী সমিতি। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঘোষপাড়া এলাকার ব্যবসায়ী ও সোহানের এলাকাবাসী অংশ নেন।
বক্তারা বলেন, শরিফুল ইসলাম সোহান একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। সব শ্রেণি পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী বিন্দু ও তাঁর অনুসারীরা নির্মমভাবে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন। বক্তারা সোহানের মৃত্যুর জন্য দায়ীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
কুড়িগ্রাম সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘মামলার প্রধান ২ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এজাহার নামীয় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিকেলে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা সোহানকে পরিবহনকারী একটি প্রাইভেটকারের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। এর জেরে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু তাঁর অনুসারীদের নিয়ে সোহানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। আহত সোহানকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোহানের স্ত্রী বাদী হয়ে বিন্দু, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭–৮ জনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামিরা হলেন ছাত্রলীগ কর্মী রায়হান কবির স্বাধীন ও শহিদুল ইসলাম সৌরভ। প্রধান আসামি বিন্দু ও ঝিনুককে ঘটনার দিন সন্ধ্যার পর গ্রেপ্তার করে পুলিশ। অপর দুই আসামি এখনো পলাতক রয়েছেন।
আরও পড়ুন:

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া ব্যবসায়ী সমিতি। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঘোষপাড়া এলাকার ব্যবসায়ী ও সোহানের এলাকাবাসী অংশ নেন।
বক্তারা বলেন, শরিফুল ইসলাম সোহান একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। সব শ্রেণি পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী বিন্দু ও তাঁর অনুসারীরা নির্মমভাবে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন। বক্তারা সোহানের মৃত্যুর জন্য দায়ীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
কুড়িগ্রাম সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘মামলার প্রধান ২ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এজাহার নামীয় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিকেলে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা সোহানকে পরিবহনকারী একটি প্রাইভেটকারের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। এর জেরে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু তাঁর অনুসারীদের নিয়ে সোহানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। আহত সোহানকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোহানের স্ত্রী বাদী হয়ে বিন্দু, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭–৮ জনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামিরা হলেন ছাত্রলীগ কর্মী রায়হান কবির স্বাধীন ও শহিদুল ইসলাম সৌরভ। প্রধান আসামি বিন্দু ও ঝিনুককে ঘটনার দিন সন্ধ্যার পর গ্রেপ্তার করে পুলিশ। অপর দুই আসামি এখনো পলাতক রয়েছেন।
আরও পড়ুন:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
২০ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে