চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। গত সোম ও মঙ্গলবার দুই দিনে এ ঘটনা ঘটে।
আহতের বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক কর্মকর্তা সুমাইয়া সাবরিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত বিজু মিয়া (১২), মাহমুদা বেগম (৩৫), সামিউল (১০), সজিব রানা (২৪), সায়মা (১০), আলামিন (৯), তানজিরুল (১৮), মঞ্জুরুল (২০), রাসেল মিয়া (২৫), আশিক (২৪), হোসাইন (২১), রহিমা বেগম (৩০), সিফাত (২), আফরিনা খাতুন (৫), সাজিদসহ (৮) ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
উপজেলার থানাহাট, রমনা মডেল ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ের ঘটনা ঘটে। থানাহাট ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা জিয়াউর রহমান জিয়া বলেন, সোমবার সন্ধ্যার পর বালাবাড়ীহাট এলাকার দিক থেকে আসা একটি পাগলা কুকুর পথে যাকে পায় তাকেই কামড় দেয়।
একই ইউনিয়নের বালাবাড়ী হাট এলাকার জয়নাল হক, আমিনুল ইসলাম আজাদুল ইসলামসহ অনেকে বলেন, হঠাৎ করে পাগলা কুকুরের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে ব্যবস্থা না নিলে বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
উলিপুর উপজেলার বতবপুর ইউনিয়ন থেকে আসা কুকুরের কামড়ে আহত হোসাইন মিয়া বলেন, সোমবার সন্ধ্যার দিকে আদর্শ বাজার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়ে আসলে হঠাৎ একটি কুকুর কামড় দেয়। হাসপাতালে গেলে প্রতিষেধক না থাকায় পরে ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দেয় চিকিৎসক। বাইরে থেকে কিনতে হয়েছে। এখন যে অবস্থা হাসপাতালে প্রতিষেধক থাকা দরকার।
চিকিৎসক সুমাইয়া সাবরিন বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে কুকুরের কামড়ে আহত বিভিন্ন বয়সের ৪০ জন রোগী হাসপাতালে এসেছিল। পর্যাপ্ত প্রতিষেধক (ভ্যাকসিন) না থাকায় আমরা ২৩ জনকে ভ্যাকসিন দিতে পেরেছি। বাকিদের প্রথম ডোজ বাইরে থেকে কিনতে বলা হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নঈম উদ্দিন বলেন, কুকুরটি ধরতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে জানানো হয়েছে। কুকুরের খোঁজ পাওয়ামাত্র প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের বলা হয়েছে।
কুড়িগ্রামের চিলমারীতে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। গত সোম ও মঙ্গলবার দুই দিনে এ ঘটনা ঘটে।
আহতের বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক কর্মকর্তা সুমাইয়া সাবরিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত বিজু মিয়া (১২), মাহমুদা বেগম (৩৫), সামিউল (১০), সজিব রানা (২৪), সায়মা (১০), আলামিন (৯), তানজিরুল (১৮), মঞ্জুরুল (২০), রাসেল মিয়া (২৫), আশিক (২৪), হোসাইন (২১), রহিমা বেগম (৩০), সিফাত (২), আফরিনা খাতুন (৫), সাজিদসহ (৮) ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
উপজেলার থানাহাট, রমনা মডেল ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ের ঘটনা ঘটে। থানাহাট ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা জিয়াউর রহমান জিয়া বলেন, সোমবার সন্ধ্যার পর বালাবাড়ীহাট এলাকার দিক থেকে আসা একটি পাগলা কুকুর পথে যাকে পায় তাকেই কামড় দেয়।
একই ইউনিয়নের বালাবাড়ী হাট এলাকার জয়নাল হক, আমিনুল ইসলাম আজাদুল ইসলামসহ অনেকে বলেন, হঠাৎ করে পাগলা কুকুরের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে ব্যবস্থা না নিলে বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
উলিপুর উপজেলার বতবপুর ইউনিয়ন থেকে আসা কুকুরের কামড়ে আহত হোসাইন মিয়া বলেন, সোমবার সন্ধ্যার দিকে আদর্শ বাজার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়ে আসলে হঠাৎ একটি কুকুর কামড় দেয়। হাসপাতালে গেলে প্রতিষেধক না থাকায় পরে ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দেয় চিকিৎসক। বাইরে থেকে কিনতে হয়েছে। এখন যে অবস্থা হাসপাতালে প্রতিষেধক থাকা দরকার।
চিকিৎসক সুমাইয়া সাবরিন বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে কুকুরের কামড়ে আহত বিভিন্ন বয়সের ৪০ জন রোগী হাসপাতালে এসেছিল। পর্যাপ্ত প্রতিষেধক (ভ্যাকসিন) না থাকায় আমরা ২৩ জনকে ভ্যাকসিন দিতে পেরেছি। বাকিদের প্রথম ডোজ বাইরে থেকে কিনতে বলা হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নঈম উদ্দিন বলেন, কুকুরটি ধরতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে জানানো হয়েছে। কুকুরের খোঁজ পাওয়ামাত্র প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের বলা হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল আরও ২৩১ মেট্রিক টন আলু। গতকাল মঙ্গলবার থিংকস টু সাপ্লাই, আমিন ট্রের্ডাস, ফাস্ট ডেলিভারি ও সুফলা মাল্টি প্রোডাক্ট লিমিটেড নামের চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুগুলো রপ্তানি করে।
৪ মিনিট আগেসুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের দুই এলাকার অগ্নিকাণ্ডে সাড়ে ৫ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির টেপার বিল এলাকার দেড় একর এবং ধানসাগর টহল ফাঁড়ির তেইশের ছিলা শাপলার বিল এলাকার ৪ দশমিক শূন্য ৫ একর বনভূমি রয়েছে।
২২ মিনিট আগেচব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করে যুব বাঙালি। এ ছাড়া একাত্তরের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে চলমান ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা বহাল রাখার সমালোচনা করে সংগঠনটি
১ ঘণ্টা আগেএতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে আনন্দময় করতে ঈদ উপহার বিতরণ করেছে পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট (ভিএফই)। আজ বুধবার রাজধানীর ধানমন্ডির সুরভি স্কুলের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মধ্যে এসব উপহার বিতরণ করা হয়।
১ ঘণ্টা আগে