রংপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ রংপুর শহরে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে শুরু হয়েছে। শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শুরু হওয়া পদযাত্রায় হাজারো মানুষ অংশ নেন। পদযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীরা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। রংপুর জেলা ছাড়াও আশপাশের জেলার নেতা-কর্মীরা এতে অংশ নেন।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা থেকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রংপুরে এসে পৌঁছান নেতা-কর্মীরা। বিশ্রাম ও খাওয়াদাওয়ার পর সন্ধ্যায় রংপুর শহরের পার্ক মোড় থেকে পুনরায় পদযাত্রা শুরু হয়।
দিনের শুরুতেই সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন নেতারা। এখান থেকেই তাঁদের দাবিগুলোর প্রতিধ্বনি হয় নতুন করে।
জুলাই মাসজুড়ে চলমান এই কর্মসূচির নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘এই পদযাত্রা শুধু প্রতীকী নয়, এটি একটি কাঠামোগত রাজনৈতিক সংস্কারের রূপরেখা। শহীদ আবু সাঈদের স্মৃতি থেকে এই পরিবর্তনের অনুপ্রেরণা নিচ্ছি।’
আগামী কয়েক দিন রংপুর বিভাগজুড়ে এনসিপির এই কর্মসূচি আরও বিস্তৃত আকারে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ রংপুর শহরে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে শুরু হয়েছে। শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শুরু হওয়া পদযাত্রায় হাজারো মানুষ অংশ নেন। পদযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীরা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। রংপুর জেলা ছাড়াও আশপাশের জেলার নেতা-কর্মীরা এতে অংশ নেন।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা থেকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রংপুরে এসে পৌঁছান নেতা-কর্মীরা। বিশ্রাম ও খাওয়াদাওয়ার পর সন্ধ্যায় রংপুর শহরের পার্ক মোড় থেকে পুনরায় পদযাত্রা শুরু হয়।
দিনের শুরুতেই সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন নেতারা। এখান থেকেই তাঁদের দাবিগুলোর প্রতিধ্বনি হয় নতুন করে।
জুলাই মাসজুড়ে চলমান এই কর্মসূচির নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘এই পদযাত্রা শুধু প্রতীকী নয়, এটি একটি কাঠামোগত রাজনৈতিক সংস্কারের রূপরেখা। শহীদ আবু সাঈদের স্মৃতি থেকে এই পরিবর্তনের অনুপ্রেরণা নিচ্ছি।’
আগামী কয়েক দিন রংপুর বিভাগজুড়ে এনসিপির এই কর্মসূচি আরও বিস্তৃত আকারে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে