প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

এক সময় চাষাবাদের জন্য কৃষকের অবলম্বন ছিল গরুর হাল। একই জমিতে সারি বেঁধে হাল চাষ করা হতো। একটি জমিতে একসঙ্গে চার/পাঁচটি পর্যন্ত গরুর হাল দেখা যেত। ট্রাক্টর–পাওয়ার টিলার আসায় হারিয়ে যেতে বসেছে গরুর হাল। তবে মানুষের মন থেকে লাঙল–জোয়ালের স্মৃতি এখনো মুছে যায়নি। গরু না থাকলেও ঘোড়া দিয়ে টানা হচ্ছে লাঙ্গল। চাষকৃত জমি সমান করতে ঘোড়া দিয়ে মই দিচ্ছেন চরাঞ্চলের কৃষকেরা।
উপজেলার অনন্তরাম গ্রামের কৃষক আবুল খায়ের বলেন, জমি চাষ, চারা রোপণ, ধান কাটা ও মাড়াই, আগাছা পরিষ্কারসহ নানা কাজে পাওয়ার টিলার ও ট্রাক্টর ব্যবহার করা হয়। কিন্তু এখনো কাজে লাগছে গরু বা ঘোড়ার হাল। চাষ করা জমি সমান করা, অল্প পরিমাণের জমি চাষাবাদ, বীজতলা প্রস্তুত করতে গরুর হাল দরকার। তাই কিছু মানুষ এখনো গরুর হাল রেখেছেন। তবে চরাঞ্চলে ঘোড়ার গাড়ির প্রচলন বেশি। জমি চাষ ও সমান করতেও ব্যবহার করা হচ্ছে ঘোড়া।
গরু দিয়ে হাল চাষ করেন আব্দুস সালাম। এটাই তাঁর পেশা। তিনি বলেন, হাল টানা গরু পোষা লোকসান। তবুও মাঝে মাঝে ডাক পড়ে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গরুর হাল দিয়ে চাষ করলে মজুরি ৫০০ টাকা পাওয়া যায়। অনেক বেশি সময় লাগে বলে মানুষ টিলার দিয়ে চাষ করে। মৌসুমে চাহিদা থাকলেও এখন তেমন কদর নেই।
তিস্তা নদীর চরাঞ্চলে ঘোড়া দিয়ে জমি চাষ করেন জয়নাল মিয়া। তাঁর ভাষায়, গরুর হাল পাওয়া যায় না। তাই ঘোড়া দিয়ে জমি সমান করছি। জমি সমান করলে পানি ধরে রাখা সহজ হয়।

এক সময় চাষাবাদের জন্য কৃষকের অবলম্বন ছিল গরুর হাল। একই জমিতে সারি বেঁধে হাল চাষ করা হতো। একটি জমিতে একসঙ্গে চার/পাঁচটি পর্যন্ত গরুর হাল দেখা যেত। ট্রাক্টর–পাওয়ার টিলার আসায় হারিয়ে যেতে বসেছে গরুর হাল। তবে মানুষের মন থেকে লাঙল–জোয়ালের স্মৃতি এখনো মুছে যায়নি। গরু না থাকলেও ঘোড়া দিয়ে টানা হচ্ছে লাঙ্গল। চাষকৃত জমি সমান করতে ঘোড়া দিয়ে মই দিচ্ছেন চরাঞ্চলের কৃষকেরা।
উপজেলার অনন্তরাম গ্রামের কৃষক আবুল খায়ের বলেন, জমি চাষ, চারা রোপণ, ধান কাটা ও মাড়াই, আগাছা পরিষ্কারসহ নানা কাজে পাওয়ার টিলার ও ট্রাক্টর ব্যবহার করা হয়। কিন্তু এখনো কাজে লাগছে গরু বা ঘোড়ার হাল। চাষ করা জমি সমান করা, অল্প পরিমাণের জমি চাষাবাদ, বীজতলা প্রস্তুত করতে গরুর হাল দরকার। তাই কিছু মানুষ এখনো গরুর হাল রেখেছেন। তবে চরাঞ্চলে ঘোড়ার গাড়ির প্রচলন বেশি। জমি চাষ ও সমান করতেও ব্যবহার করা হচ্ছে ঘোড়া।
গরু দিয়ে হাল চাষ করেন আব্দুস সালাম। এটাই তাঁর পেশা। তিনি বলেন, হাল টানা গরু পোষা লোকসান। তবুও মাঝে মাঝে ডাক পড়ে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গরুর হাল দিয়ে চাষ করলে মজুরি ৫০০ টাকা পাওয়া যায়। অনেক বেশি সময় লাগে বলে মানুষ টিলার দিয়ে চাষ করে। মৌসুমে চাহিদা থাকলেও এখন তেমন কদর নেই।
তিস্তা নদীর চরাঞ্চলে ঘোড়া দিয়ে জমি চাষ করেন জয়নাল মিয়া। তাঁর ভাষায়, গরুর হাল পাওয়া যায় না। তাই ঘোড়া দিয়ে জমি সমান করছি। জমি সমান করলে পানি ধরে রাখা সহজ হয়।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
৮ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৪০ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে